নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : বাদুড় ফুল

১৪ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৬

বাদুর ফুল



অন্যান্য ও আঞ্চলিক নাম : বাদুর-মুখো ফুল
Common Name : Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower.
Scientific Name : Tacca chantrieri.



বাদুড় ফুল যেমন নাম তেমনি দেখতে। প্রকৃতিতে কালো ফুলের দেখা খুব বেশি মেলে না। তাই কালো ফুলের আলাদা একটা কদর আছে সব সময়ই। তবে এই বাদুর ফুলের হিসাবটা আলাদা। অনেকেই মনে করনে এটি দেখতে বিদগুটে। কেউ কেউ বলেন এটির নাম হওয়া উচিত এ্যালিয়েন ফুল। এর ইংরেজি নাম (Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower) গুলির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় বাদুড় ফুল, বিড়ালের গোঁফ ফুল, শয়তান ফুল, কালো বাদুড় ফুল ইত্যাদি। অবশ্য এরা কালো ছাড়া সাদা রঙেরও হয়ে থাকে, সেগুলিকে সাদা বাদুর ফুল বলে। এদের অন্তত ১৬টি প্রজাতি রয়েছে। যাদের মধ্যে অন্তত ১৩টি এই এশিয়ার স্থানীয়।



ফুলের পাশে দিয়ে যে কেশর গুলি বের হয় সেগুলি দেখতে বিরালের গোঁফের মতো মনে হয় বলে Cat's Whiskers Flower নামেও ডাকা হয় একে। এই ফুলের ফরাসি নাম “Moustaches de tigre” যার অর্থ “বাঘের গোঁফ”।

অনেকের মতেই অস্বাভাবিক কালো ফুলগুলি বিড়ালের লম্বা গোঁফ যুক্ত ডানা মেলা কালো বাদুড়ের মতো দেখায়। তবে আমার কাছে একে দেখতে খারাপ বা বিদঘুটে লাগেনি। বরং এদের আশ্চর্যজনক সৌন্দর্য, মন্ত্রমুগ্ধ করেছে। সুযোগ হলে এদের অবশ্যই আমি আমার বাগানে বিশেষ স্থান দিবো। কারণ এটি একটি বিরল এবং রং এর জন্য অস্বাভাবিক উদ্ভিদ বলা চলে। ফুলের কোনও উল্লেখযোগ্য সুগন্ধ নেই। অনেকে বলেন তারা একটা বাজে গন্ধ পান, তবে সেটা তাদের কল্পনাপ্রসূত হতে পারে।



এরা কন্দযুক্ত বহুবর্ষজীবী হয়। কন্দ ও শিকড় থেকে বংশ বিস্তার করে। কন্দের ঔষধী গুণ রয়েছে। জাপান ও চীনে অনেক আগে থেকে এদের চাষ করা হয়।

সরাসরি কন্দের সাথে সংযুক্ত দীর্ঘায়িত, সরল পাতাগুলি সোজা উপরের দিকে উঠে যায়। তাদের মাঝখানে একটি দীর্ঘ দণ্ডের চূড়ায় ফুলটি ফোটে। উদ্ভিদের সবচেয়ে দর্শনীয় অংশটি নিঃসন্দেহে এই ডানা মেলে থাকা কালো ফুলটি।



ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বেগুনী অলকানন্দা, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২, নাগলিঙ্গম-২,
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব দুষ্প্রাপ্য ফুল মনে হয়। আপনি এগুলির খবর কোথা থেকে পান! আপনার নেশাটা ভালো।

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব দুষ্প্রাপ্য না হলেও আমাদের দেশের জন্য বেশ দুষ্প্রাপ্য। হাতেগোনা অল্প কয়েক যায়গায় দেখা মেলে।
এর দেখা ভাগ্যগুনে পেয়ে গেছিলাম। আশাই করিনি এটা ওখানে আছে। মে ফ্লাওয়ারা আর একে এক সাথেই পেয়েরছিলাম।

২| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৩

আকিব ইজাজ বলেছেন: নতুন কিছুর সাথে পরিচয় হলো।

১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন। আরো কত কিছু দেখতে বাকি আমাদের!!

৩| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৯

নিয়াজ সুমন বলেছেন: নামটা মুখে আসছে না, কি যেন নাম সমুদ্রের এক মাছের মত.. দেখতে ।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: অক্টোপাশ?

৫| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


বিদেশ থেকে আনা, নাকি দেশী?

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এর অন্ততো ১৩টি প্রজাতি আছে যার ১৩টিই এশিয়ার।
আমি এই ছবিগুলি তুলেছি কার্জন হলের বাগানে। উনারা কোথা থেকে এনেছে আমার জানা নাই।

৬| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: আমার নেট স্লো। আমি ছবি গুলো দেখতে পারছি না।
তবে এই ফুলের নাম আমি আগে শুনিনি।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা!
পরে আবার চেষ্টা করে দেখে নিবেন। দেখতে বেশ অন্যরকম একটি ফুল। সব দিক থেকেই আলাদা।

৭| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন: আগে কোনদিন এই ফুলের নাম শুনিনি। ছবিও দেখিনি।
ভালো লাগলো।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন ছবি দেখলেন, নাম শুনলেন, জানা রইলো। সুযোগ হলে কোনো দিন হয়তো দেখেও ফেলবেন।

৮| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০১

ঢুকিচেপা বলেছেন: ফুলগুলো ভাল লেগেছে।
ধারাবর্ণনা এবং আগের পোস্ট দেখে মনে হচ্ছে আপনার কাছে প্রচুর গাছের কালেশন আছে। তাই কি ?

ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: না তো!!! আমার কাছে কোনো গাছের কালেশন নাই। আমি অন্যের বাগানে ঘুরে ঘুরে ছবি তুলি।
বাসার ছাদের উপরে ১০০ বর্গফুট যায়গায় এলোপাথারী কিছু হাবিজাবি গাছ লাগানো আছে। যায়গার অভাবে সেগুলি জংলা হয়ে আছে।
তবে গাছ লাগানো ইচ্ছে আছে। জমিও কিনেছি দেড় বিঘার মতো জয়দেবপুরে গ্রামের শেষ মাথায় গিয়ে। সেখানে গাছ লাগাবো। এখনো শুরু করতে পারি নি।

৯| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:২৩

মা.হাসান বলেছেন: পাতা পরিচিত, তবে ফুলটা না। আগে কখনো দেখিনি। মে ফ্লাওয়ারও মনে হয় দেখি নি।
এই অজানা ফুলের সাথে পরিচয় করানোর জন্য অনেক ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই গাছের পাতা বেশ পরিচিতই মনে হবে।
মে ফ্লাওয়ারটা ঠিক মে মাস এলেই ফোটে। ১/২ দিন আগে থেকে ফোটা শুরু হয়। তাই এই নামে ডাকে। আরো কয়েকটি নাম আছে এর।

১০| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫

মা.হাসান বলেছেন: অনেক ধন্যবাদ মে ফ্লাওয়ারের ছবি দেয়ার জন্য। এরকম একটা গাছ আমাদের বাসায় ছিলো, ফুটবল লিলি বলতাম। কোন সময়ে ফুটতো মনে নেই। এই একটা মাত্র অ্যাঙ্গেল থেকে দেখে নিশ্চিত হতে পারছি না এটাই সেই ফুল কি না।
অনেক শুভেচ্ছা।

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আগেও বলেছি এর অনেক নাম আছে।
মে ফুল
অন্যান্য ও আঞ্চলিক নাম : মে ফ্লাওয়ার, বল লিলি
Common Name : Fire Ball Lily, Ball Lily Blood Lily, Powder puff Lily, African Blood lily, Catherine Wheel, Poison Root, Football lily.
Scientific Name : Scadoxus multiflorus

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.