নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২০ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৬

বইয়ের নাম : অপেক্ষা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস

সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
ইমনের বয়স যখন মাত্র ৫ বছর তখন একদিন হঠাৎ করেই তার বাবা অফিস থেকে আর বাড়িতে ফেরে না। ইমনের চাচা ফিরোজ সাধ্যমত সব যায়গায় খোঁজা খুঁজি করে, পত্রিকায় বার বার ছবি সহ বিজ্ঞপ্তি দেয়। কিন্তু ইমনের বাবার কোন খোঁজ পাওয়া যায় না। তখন ইমনের মা তিন মাসের অন্ত সত্যা। দেখতে দেখতে দিন কেটে যায়, জন্ম নেয় ইমনের বোন সুপ্রভা। তার মায়ের সমস্ত খোব গিয়ে পরে দুই বাচ্চার উপর। বেকার ফিরোজ গ্রামের জমি বেচে বেচে কোন রকমে সংসার চালাচ্ছে। শেষে ইমনের মা তার দুই সন্তান নিয়ে উঠে আসে ইমনের বড় মামার বাসায়। এক সময় ইমনের ছোট চাচা চলে যান বিদেশে।

বড় মামা রস-কষহীন একজন বদরাগী মানুষ। তিনি খুবই ধনী হওয়া সত্যেও কেউ তা বুঝতে পারে না। ইমনের চেয়ে বয়সে বড় দুই জমজ ছেলে আর ইমনের সমান এক মেয়ে মিতু আর তাদের মাকে নিয়ে বড় মামার সংসার। বড় মামা সংসারের লোকদের তেমন সময় দেন না তাই ধীরে ধীরে সবাই দূরে সরে যায়। ইমন আর তার বোন সুপ্রভা বেড়ে উঠতে থাকে মায়ের অনাদরে। সুপ্রভা ক্লাস সেভেনে পরীক্ষায় ফেল করলে তার মা তাকে ছাদ থেকে লাফিয়ে মরতে বললে সে সত্যিই লাফ দিয়ে আত্মহত্যা করে।

বাবার অনাদর আর উপেক্ষায় ইমনের মামাতো দুই ভাই বখে যায়। তারা বাড়ি ছেড়ে চলে যায়। শেষে সন্ত্রাসী হয়ে জেলে যায়। ইমন আর তার মা নতুন ফ্লাটে চলে যায়। ইমনের মা অপেক্ষা করে থাকে ইমনের বাবা ফিরে আসবে। এদিকে দেখতে দেখতে ইমন বড় হয়ে উঠে। বুদ্ধীমতি মামাতো বোন মিতু ভালোবাসে ইমনকে। শেষে বিয়ে হয় ইমন আর মিতুর, শুরু হয় নতুন জীবন।
----- সমাপ্ত -----


=======================================================================
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
অন্যভুবন - হুমায়ূন আহমেদ
অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ
আজ আমি কোথাও যাব না - হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
গৌরীপুর জংশন - হুমায়ূন আহমেদ
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদ

ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়

তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ রাত ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রিয় তালিকায় রাখলাম
অন্যান্য গুলো পড়ার সুবিধার্থে

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আগামীতে এক পোস্টে সব লিংক নিয়ে আসার ইচ্ছা আছে।

২| ২০ শে জুলাই, ২০২০ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



কাহিনী সংক্ষেপ দেয়ায় ভালো হলো; বইটা কত পৃষ্ঠার?

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বইটিতে পৃষ্ঠার সংখ্যা ২২০ টি।

৩| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৬:১৩

ইসিয়াক বলেছেন: আগেই পড়েছি।
শুভকামনা।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য। আমার হুমায়ূন আহমেদের বই গুলো কে বা কারা যেন নিয়ে গেছে। আর ফেরত দেয় নি। অপেক্ষা বই টা নাই। অথচ দুই কপি ছিলো।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: দুই জন লেখকের বই সব চেয়ে বেশী লোকে ধার নেয় পড়তে এবং তাদের কাছথেকেও আবার আন্য কেউ ধার নেয়, তারপরে বইগুলির পাখা আর পা গজিয়ে যায়, মূল মালিকের বাড়িতে আর ফিরে আসে না। লেখক দুজন হচ্ছেন - ঠাকুর-আহমেদ। বুঝেনেন।

৫| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৯

রাশিয়া বলেছেন: খুবই অবাস্তব - মা মেয়েকে আত্মহত্যা করতে বললেই মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়বে? আমি যতদূর পড়েছিলাম যে সুপ্রভা মিতুর সামনেই আত্মহত্যা করেছিল, কিন্তু মিতু তাকে বাধা দেয়ার কোন চেষ্টাই করেনি। সুপ্রভার অকাল মৃত্যু তার মা ও ভাই খুব স্বাভাবিকভাবে নিয়েছে - কোন প্রতিক্রিয়া দেখায়নি।

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার আলোচনার জন্য অশেষ ধন্যবাদ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অপেক্ষা – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ) আগেও একবার
পড়েছিলাম মনে হয়। তবে সেটি কার লেখা ছিলো মনে নেই।
ধন্যবাদ পাগলা দাদা

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।
আগেরটা মনে হয় আমার লেখা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.