নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ০৬

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫০

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।




ভবিষ্যৎ ও স্বপ্ন - ১

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




ভবিষ্যৎ ও স্বপ্ন - ২

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




স্বপ্ন ও ভবিষ্যৎ - ৩

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




সুতিয়া নদীর মৎস শিকারী

ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং





মৎস খামার পাহারার ডেরা ঘর

ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং







=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩, চিরায়ত বাংলার চিত্র - ১৪, চিরায়ত বাংলার চিত্র - ১৫, চিরায়ত বাংলার চিত্র - ১৬


মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার ছবিগুলো সব দুর্দান্ত হয়!

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: তেমন কিছু না। আসলে আমি যে সব ছবি দেই সেগুলি ভাল লাগাটা স্বাভাবিক।
ফুল-গাছ-নদী-পাহার-প্রকৃতি- বাংলার চিত্র আমাদের এমনিতেই ভালো লাগে। তবু কাজী আবু ইউসুফ (রিফাত) ভাই ধন্যবাদ জানাই আপনাকে আপনার মতামতের জন্য।

২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:০২

ডি মুন বলেছেন: দারুণ ছবি।
++++

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ডি মুন ভাই ধন্যবাদ জানাই আপনাকে আপনার মন্তব্য ও মতামতের জন্য।

৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চিরচেনা সুন্দর দৃশ্য

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। চিরায়ত বাংলার চিত্র, চির চেনা চির আপন।

৪| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার দৃশ্য যা ভুলতেই বসেছি!!

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো সুযোগ হলেই ছুটে যাই। ভুলতে ইচ্ছে করে না।

৫| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত ভাই- ছবি গুলোর ফ্রেমিং একটাও ভালো লাগে নাই।

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ ও ৩ সবচেয়ে খারাপ হয়েছে, নিয়মের বাইরে। রুল অব থার্ড উলটে গেছে।
৪র্থটা সবচেয়ে ভালো হয়েছে। এটা আমার বিবেচনা।
আপনাকে অশেষ ধন্যবাদ মতামত জানানোর জন্য প্রিয় রাজীব নুর ভাই।

৬| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


ধানের চারা রোপন বেশ কঠিন কাজ, উপুড় হয়ে কাজ করা

২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: হে। আমরা এই কাজ ১৫ মিনিট করলে পরের এক সপ্তাহ সোজা হয়ে দাঁড়াতে পারবো কিনা সন্দেহ আছে। আর আমার মত যারা মোটা আর ব্যাক পেইন আছে তাদের হিসাব আলাদা।

৭| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার সব দৃশ্য............

২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ মতামত জানানোর জন্য হাসান জাকির ৭১৭১ ভাই।

৮| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭

নেওয়াজ আলি বলেছেন: সুশোভিত ও সৌন্দর্যময়

২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

৯| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবি তোলার জন্য ভ্রমন করেন নাকি ভ্রমনের কারণে ছবি তোলেন?

২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: দুইটাই মিলে মিসে আছে। ভ্রমণ পছন্দ করি, ছবি তুলতেও। ভ্রমণের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলি। আবার শুধু ছবি তোলার জন্যও বেরহই।

১০| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৫

ইসিয়াক বলেছেন:



আমি একসময় কত ধানের চারা লাগিয়েছি। কষ্টের কাজ তবে সুখ স্মৃতি।

২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ছোট বেলা শখ করে আমিও কামলাদের সাথে লাগিয়েছি, এক-দুইবার।

১১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:০৭

মা.হাসান বলেছেন: ধান লাগানো কষ্টকর কাজ, হয়তো নতুন লোক কষ্ট করে মিনিট পনেরো করতে পারবে, কিন্তু অনভিজ্ঞ লোকের জন্য মাছ ধরা প্রায় অসম্ভব একটা কাজ।

আর মাছের পাহারা দিতে বিলের মাঝে ঘরে একা রাতে থাকতে সাহস লাগে। পরিচিত কেউ থাকলে গল্প করলে অনেক গা ছমছমে অভিজ্ঞতা শুনতে পারবেন।

অসাধারণ ছবি। অনেক ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫টি ছবি নিয়ে এতো চমৎকার একটি গল্প বলে ফেললেন, অবিশ্বাস্য!!!
অশেষ শুকরিয়া জানাই

১২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮

ঢুকিচেপা বলেছেন: ২০১৬ সালের ছবি। এ চাল তো হজম হয়ে গেছে... হা হা
এ ধরণের ছবি দেখলে একটা কথাই জানতে ইচ্ছা হয়, এই লোকগুলো এখন কেমন আছে।
শেষের ছবিটা তারিখের কারণে বোঝা যাচ্ছে কুয়াশা ছিল।
ছবিগুলো সুন্দর হয়েছে।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হে চাল হজম হয়ে গেছে, তবে কৃষকের ভাগে কতটুকু জুটেছে কে জানে।

অবিশ্বাস্য হলেও সত্যি ঐ সময় ঢাকায় খটখটে রোদ হলেও ঐ খানে কুয়াশা ছিলো পুকুরের মাঝে। খুব বেশি না অবশ্য। আর ছবিটা অনেক দূর থেকে তোলা।

১৩| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: করোণাকাল শেষ হলে আমরা ফোটোওয়ার্কে যাবো।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী যাবো। কোনো বনে বা গ্রামের দিকে। নাকি আপনার কোনো পছন্দ আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.