নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ০৩

২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৮

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।

নির্জন সৈকতে

ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং





আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্ত
ছুঁয়ে এসেছো....


ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং





সাগরের সৈকতে, কে যেন দূর হতে
আমারে ডেকে ডেকে যায় আয়, আয়, আয়
পারিনা তবু যেতে, শেকল বাধা এই দুটি পায়......


ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০১/২০১২ ইং





বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত…


ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং





কোরাল দ্বীপের সৈকত

ছবি তোলার স্থান : কোরাল দ্বীপ, পাতায়া, থাইল্যান্ড।
ছবি তোলার তারিখ : ২০/১২/২০১০ ইং






=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯
=================================================================

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমুদ্র দেখিনি এখনো :(

সুন্দর পোস্ট

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সেকি কথা!!!!
এবার পরিস্থিতি ঠিক হলেই টম এ্যান্ড জরির সাথে তাদের বাবাকে নিয়ে বেরিয়ে পড়েন। ৪৫ মিনিটের ফ্লাই........

২| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৪

নেওয়াজ আলি বলেছেন: এখন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: তাইতো ঘুরে ঘুরে দেখি

৩| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৭

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছবি। সমুদ্র আমাকে খুব টানে।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাকেও খুব টানে।

৫| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১

ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো অদ্ভুত সুন্দর হয়েছে।
আপনি কখনো ছবি কম্পিটিশন করেননি ? অথবা অনলাইনে ছবি বিক্রি ?

২৮ শে জুলাই, ২০২০ রাত ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি গুলি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ছবি কম্পিটিশনে যাওয়ার মত যগ্যতা আমার নেই। আমি কম্পিটিশন ভয় পাই।
ফেসবুকে প্রচুর ফটোগ্রাফির গ্রুপ আছে। সেখানে প্রতিদিন কেয়েকটা করে সেরা ছবি নির্বাচন হয়। সেই সব গ্রুপে ছবি দেই। এবং প্রতিনিয়তো সেরা নির্বাচিত হয়। এরচেয়ে বেশি কিছু না।

৬| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:২০

মা.হাসান বলেছেন: থাইল্যান্ডের চাইতে বাংলাদেশের সৈকতের ছবিই বেশি ভালো লাগলো।
বাস্তবে কক্সবাজারে জল নীল দেখি নি কখনো, খুব ঘোলা পেয়েছি। এখন লক ডাউনে নাকি জল অনেক স্বচ্ছ। আমার কাছে টেকনাফের সৈকতের সবুজ জল সবচেয়ে দর্শনীয় মনে হয়েছে।

প্রতিটি ছবিই অসাধারণ।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: একবার ঝরের সময় কক্সবাজারে ছিলাম। তখন সমদ্রের জল ছিলো দুধ চায়ের কালার।
আমি অনেকবারই নীল জল পেয়েছি কক্সবাজারে, আবার ঘুলাও পেয়েছি। তবে এখানে এডিট করে কিছুনা নীল বারিয়ে নিয়েছি।
সেন্টমার্টিনের জল খুব নীল হয়।

৭| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ৭:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর দৃশ্য। সমুদ্রের রঙ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন দেখায়? কারণ জানেন নাকি?

২৮ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।


সূর্যের আলো বা রোদ মূলত ৭ টি ভিন্ন ভিন্ন রঙের সমষ্টি। বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। সূর্যের আলো যখন সমুদ্র পৃষ্ঠে পরে তখন লাল কমলা ও হলুদ রঙ সমুদ্রের জল কর্তৃক দ্রুত শোষিত হয় বটে, কিন্তু নীল রঙ আরও দ্রুত সমুদ্র গর্ভের প্রায় ৩০ মিটার পর্যন্ত ঢুকে পড়ে। যে কারণে রোদেলা দিনে সমুদ্রকে নীল দেখায়। অপরদিকে, সাগরের পানিতে যদি অধিক পরিমাণ ময়লা,কাদা,শ্যাওলা বা দূষক পদার্থের উপস্থিতি থাকে তবে ঐ পানিতে এই নীল আলো বিকিরণের ব্যাপারটা ঘটতে পারেনা। কারণ কাদা,ময়লা এগুলো সবধরনের আলোকেই বিকিরণে বাঁধা দেয়। ফলে সাগরের পানি তখন বিভিন্ন রং (কালচে,সবুজ, হালকা হলুদাভ, ঈষৎ লাল ইত্যাদি) ধারণ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.