নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাক-পাখালি - ০৬

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। তাদের ৫টি ছবি রইলো....


দোয়েল

বাংলাদেশের জাতীয় পাখি
Binomial name : Copsychus saularis, আর Common Name : Oriental magpie-robin.
ফরাসী আর ওলন্দাজ নামের সাথে আমাদের দেশের দোয়েল নামের অদ্ভূত মিল আছে।
ফরাসীতে Shama dayal আর ওলন্দাজ ভাষায় Dayallijster এর নাম।

ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




বাঁশপাতি

অন্যান্য ও আঞ্চলিক নাম : সবুজ বাঁশপাতি, পত্রিঙ্গা, সুইচোরা, নরুন চোরা।
Common Name : Green Bee-eater
Binomial name : Merops Orientalis

ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/২৫/২০১৬ ইং




কানিবক

অন্যান্য ও আঞ্চলিক নাম : কানাবক, কোঁচবক, ধানপাখি, দেশি কানিবক।
Common Name : Indian pond heron, paddybird
Binomial name : Ardeola grayii

ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৮/২০১১ ইং




বন বাটান

Common Name : Wood Sandpiper
Binomial name : Tringa glareola

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




বুলবুলি

অন্যান্য ও আঞ্চলিক নাম :বুলবুল, লালপুচ্ছ বুলবুলি, কালচে বুলবুলি।
Common Name : Red-vented bulbul

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫-১২-২০১৬ইং





=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১

=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাঁশপাতি টা তো অনেক সুন্দর।
বনবাটান কখনো দেখি নাই মনে হচ্ছে। দেহের চেয়ে পা লম্বা।
ছবি সুন্দর হয়েছে।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:

বাঁশপাতর ছবি আমি ভালো তুলতে পারিনি। যারা পাখিদের ছবি তোলে তার এর অসাধারণ ছবি তুলে।

ধান লাগানোর আগে যখন জমি তৈরি করা হয়, তখন বনবাটানকে দেখা যায় সেই সব জমিতে খাবার খেতে।

২| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

শেরজা তপন বলেছেন: যন্ত্রপাতি না থাকার পরেও মরুভুমির জলদস্যুর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম!!

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: যারা পাখিদের ছবি তোলে তাদের ছবি দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। আমার গুলি এমনি শুধু ছবি।

৩| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে এখনো পাখী আছে?

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আছে কিছু গ্রামে। শহরে আছে শুধু কাক আর চড়ই।

৪| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: কিছু মনে করবেন, আমার ধারনা প্রতিটা ছবিতে কিছু সমস্যা আছে। ছবি গুলো হাসছে না। ঝলমল করছে না।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আগেই বলেছি পাখির ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্র আমার নাই, এবং আমার হাতও কাঁচা।
অশেষ ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৫| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পাখিদের ছবি তোলার জন্য কি যন্ত্রপাতি লাগে?

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো একটা বডি আর বিশাল একটা লেন্স।

৬| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

মিরোরডডল বলেছেন:

দোয়েল আর বুলবুলি ছাড়া বাকিগুলো নাম শুনিনি ।
বাঁশপাতিটা দারুণ ! কি শার্প ঠোঁট আর চোখটা কেমন লাল !

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কানিবক তো চেনার কথা!!
আমি সব কটাইকেই চিনতাম। বন বাটানের নামটা শুধু জানা ছিলো না।

৭| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:২১

ঢুকিচেপা বলেছেন: কানিবক এর ছবিটা ভাল লাগলো কালার এবং সেডের কারণে।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ওটি চিড়িয়াখানায় তোলা। সেডটা আসলে খাঁচা।

৮| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৩

এইচ তালুকদার বলেছেন: ছোটবেলায় গ্রামে যেয়ে কুবো পাখি দেখে অনেক ভয় পেতাম।ওটার ছবি আছে আপনার কাছে

১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: না এর ছবি নেই আপাততো। এখন খুব একটা দেখা মেলে না। গাজীপুরে একবার ছবি তোলার চেষ্টা করেছিলাম, ভালো ছবি তুলতে পারি নাই।

৯| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১:২৫

মা.হাসান বলেছেন: বাঁশপাতির নাম না বললে ভাবতাম মাছ রাঙা।

ডান পাশের বুলবুলিকে দেখে মনে হচ্ছে পুলিশ রিমান্ডে নিয়েছিলো।

ইনাম আলী সাহেবের সাথে সামান্য কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিলো। অত্যন্ত দামি ইকুইপমেন্ট ব্যবহার করেন। সাধারণ বাজারে ওগুলো খুব বেশি মনে হয় পাওয়া যায় না। তবে দু-চারটা ছবি বিক্রি হলেই ইকুইপমেন্টের দাম উঠে আসে।

আমার কাছে ছবি গুলো খুব ভালো লেগেছে। অন্য অনেকের মতোই আমি কাক-কবুতর ছাড়া খুব বেশি পাখি চিনি না।

১১ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
বাঁশপাতি খুবই সুন্দর একটি পাখি। লেজের আলাদা রূপ আছে।

ছবি তোলার সময় আমিও অবাক হয়েছি, বেচারার উপড় দিয়ে কি ঝড় গেছে কে জানে!

আমি আসলে বেড়ানোর স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলি, আর কিছু না।

অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্য আর মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.