নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রেল লাইনের ধারে - ০১

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১

কু ঝিকঝিক ঝিক ঝিক......
ঝমঝমা ঝম ট্রেন চলছে, ট্রেন চলছে ওই,
ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই??

আমার দেখা সুন্দর রেল লাইনের একটা

ছবি তোলার স্থান : ভাওয়াল ন্যাশনাল পার্কের পিছনে, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০৩/২০১৬ ইং




সাম্যবস্থান

ছবি তোলার স্থান : টঙ্গীজংশনের পরে ধীরাশ্রমের দিকে অনেকটা পথ হেঁটে গেলে।
ছবি তোলার তারিখ : ০৭/০২/২০১৬ ইং




এক পায়ে দাঁড়িয়ে

ছবি তোলার স্থান : সাতখামাইর, শ্রীপুর, গাজীপুরে।
ছবি তোলার তারিখ : ১৪/০৮/২০১৬ ইং




ক্ষুদ্র ও বৃহৎ

ছবি তোলার স্থান : সাতখামাইর ও মশাখালীর মাঝামাঝি, শ্রীপুর, গাজীপুরে।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




কু...ঝিক....ঝিক......

ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলোই সুন্দর এবং ছবি তোলায় একটা কাব্যিকতা লক্ষণীয়।

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। রেল লাইন ধথরে অনেকদূর পর্যন্ত হেঁটে গেছি। তাই বেশ কিছু ছুবি তোলা আছে। হাঁটলে কতো কিছু যে দেখা যায়!!

২| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

ইসিয়াক বলেছেন: বরাবরের মতো খুব সুন্দর।

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ইসিয়াক ভাই।

৩| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রেল লাইন ধরে অনেকদূর পর্যন্ত হেঁটে গেছি। তাই বেশ কিছু ছুবি তোলা আছে। হাঁটলে কতো কিছু যে দেখা যায়!! খুব ক্ষুদ্র কিছু অংশ ছাড়া, বাংলাদেশের সবগুলো রেলপথে চলার অভিজ্ঞতা রয়েছে আমার। চলন্ত ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্যাবলি উপভোগ করা যে-কোনো যাত্রীরই একান্ত শখ, যেমন আমারও। তবে, আপনার মতো চোখ দিয়ে দৃশ্যগুলো দেখা হয় নি।

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ট্রেনে আমি চড়েছি খুব কম। হাতে গুনে বলে ফেলা যাবে। তবে কমলাপুর থেকে মশাখালি (গফরগায়ের আগের স্টেশন) পর্যন্ত হেঁটে হেঁটে গেছি। ভেঙ্গে ভেঙ্গে বেশ কয়েকদিনে, বেশ কয়েকবারে। তাই এই ছবির সংগ্রহ।

৪| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:০১

ঘরহীন বলেছেন: রেলযাত্রার মতন দৃষ্টিনন্দন ভ্রমণ হয় না।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আরামদায়ক এবং নিরাপদও।

৫| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:১১

শফিউল আলম চৌধূরী বলেছেন: লাউয়াছড়ার ভিতর দিয়ে যে ট্রেন লাইন গিয়েছে সেটিও কিন্তু দুর্দান্ত।

ছবি ১


[https://www.facebook.com/photo.php?fbid=10207152924809616&set=a.10202204233055415&type=3&theater|ছবি ২]

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো ভুল নেই তাতে।

লাউয়াছড়া ন্যাশনাল পার্কে রেল লাইন

৬| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৩

নেওয়াজ আলি বলেছেন: এই রেঢ় ব্রীজটার মত আরেকটা ব্রীজ আছে ফেনী নদীর উপর। এক পাশে চিটাং এক পাশে ফেনী।

২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐ পথে ট্রেনে কখনো যাওয়া হয় নাই আমার।

৭| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি ভালো লাগছে।

২২ শে আগস্ট, ২০২০ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৮| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৮

মা.হাসান বলেছেন: ট্রেন অনেক দেশেই আছে, কিন্তু বাংলাদেশের মতো ডাবল ডেকার কয় দেশে আছে জানা নেই।

প্রথম ছবিটা অসাধারণ। সব গুলো ছবিই খুব সুন্দর।

আগে ব্লগে একজনকে দেখেছি (নাম মনে নেই, আপনি হতে পারেন, কালা/ধলা/সাদা মনের মানুষ হতে পারে), রেল লাইন ধরে হাঁটার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। সেরকম লেখা ইদানিঙ অনেক দিন দেখি নি।

২২ শে আগস্ট, ২০২০ রাত ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

সাদা মনের মানুষ রেল লাইন ধরে হাঁটার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। উনারটা দেখেই আমি কিছু দূর হেঁটে ছিলাম।

৯| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২১

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার ছবিগুলোর ফ্রেমিং সুন্দর হয়েছে। জীবনে একটা কাল গোপীবাগ রেলগেটের পাশে ভাড়া থাকার সুবাদে ঢাকা শহরের বুক চীরে যে রেললাইনগুলো গিয়েছে, তার অ্যাম্বিয়েন্স বছরখানেক উপভোগ করার সুযোগ হয়েছে। আপনার ছবিসমুহে শেয়ার করা নান্দনিক সৌন্দর্য তাতে ছিল না, কিন্তু ছিল এক হুলুস্থুল কর্মযজ্ঞ। সুযোগ পেলেই, বিকেলে অফিস ফেরতা পথে ইচ্ছে করে রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরতাম, খানিকক্ষণ নিশ্চিন্দিপুরের অপুর ফিল নেবার জন্যে।

২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো, চমৎকার গোছানো লেখা।
শহরের রেলপথ ধরে হাঁটলে এক আলাদা জগৎ দেখা যায়। এফডিসির পিছনের অংশটুকু পার হওয়ার সময় বেশ ভয় ভয় লেগেছিলো। হাতের ক্যামেরার কারণে নানান ধরণের লোকের দৃষ্টি ছিলো আমার দিকে। ঐ অংশটুকুতে ভয়ে কোনো ছবি তুলতে পারি নাই। না দেখে আন্দাজে দুই একটা ক্লিক করেছিলাম শুধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.