নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রবিলাস - ০১

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৫


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০২/২০১৯ ইং


চাঁদের মেলা মেলা নাম আছে, যেমন -
অম্ভোজ, অর্ণবোদ্ভব, ইন্দু, উড়ুপ, ঋক্ষেশ, এণকতিলক, ওষধিনাথ, ওষধিপতি, কলাধর, কলানাথ, কলানিধি, কলাভৃৎ, কান্তিভৃৎ, কুমুদনাথ, কুমুদপতু, কুমুদবান্ধব, কৌমুদীপতি, ক্ষীরাদ্ধিজ, ক্ষীরোদনন্দন, চন্দ্র, চন্দ্রক, চন্দ্রমা, চন্দ্রিমা, চাঁদ, ছায়াঙ্ক, তারাধিপ, তারাধিপতি, তারানাথ, তারাপতি, তারাপীড়, তুহিনাংশু, দ্বিজপতি, দ্বিজরাজ, দ্বিজেন্দ্র, নক্ষত্রপতি, নক্ষত্রাধিপতি, নক্ষত্রেশ, নিশাকর, নিশানাথ, নিশাপতি, নিশামণি, নিশারত্ন, নিশিকান্ত, নিশিনাথ, নিশিপতি, পক্ষচর, পক্ষজ, পক্ষধর, বিধু, মৃগাঙ্ক, যামিনীকান্ত, যামিনীনাথ, যামিনীপ্রকাশ, রজনীকর, রজনীকান্ত, রজনীপতি, রজনীরাজ, রজনীশ, রজনীসখা, রাকাপতি, রাকেশ, রাত্রিকর, রাত্রিমণি, রেবতীরমণ, শশধর, শশবিন্দু, শশভৃৎ, শশলক্ষণ, শশলাঞ্ছন, শশাঙ্ক, শশী, শিতরশ্মি, শীতকিরণ, শীতময়ূখ, শীতাংশু, শ্বেতধাম, সিতকর, সিতরশ্মি, সিতরুচি, সিতাংশু, সুধধার, সুধাংশু, সুধাকর, সুধাধামা, সুধানিধি, সুধাবর্ষী, সুধাময়, সোম, হরিণাঙ্ক, হিমকর, হিমকিরণ, হিমধামা, হিমাংশু ইত্যাদি।
আপনি যে নামেই ডাকেন জোছনার আলো সবার জন্য উন্মুক্ত।

বিভিন্ন সময়ে আমার তোলা কিছু চাঁদের ছবি রইলো।



এক পূর্ণিমা রাতে তুলেছিলাম এই চঁদের ছবিটি।
হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে এই ফলাফল পাওয়া সম্ভব হয়েছে।

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০২/২০১৯ ইং




প্রায় পূর্ণ পূর্নিমা

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/১১/২০১৭ ইং
ছবি তোলার সময় : রাত ১০টা ২৯ মিনিট।







ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল, দ্বার খোল।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

দোল পূর্ণিমায় নক্ষত্রাধিপতির একখান ছবি।

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০৩/২০১৯ ইং




দিবাচন্দ্র

চাঁদের অধশতাধিক নাম আছে ঠিকই, কিন্তু দিনের বেলা যে চাঁদ দেখা যায় তারকি আলাদা কোনো ডাক নাম আছে? আরবিতে “কামরুন নাহার” অর্থ “দিনের চাঁদ”।

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/১২/২০১৬ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চন্দ্রবিলাস - ০১
চন্দ্রবিলাস - ০২
চন্দ্রবিলাস - ০৩

=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৮

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর সব ছবি :)

চাঁদের ছবি কিভাবে তোলা হয় জানালে উপকৃত হতাম।
কোন লেন্স এ তোলা যায়, সেটিং কি দিতে হয়?
নাইকন ১৮-৫৫ এম এম কিট লেন্সএ কি তোলা সম্ভব হবে??

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব আহামরি কিছু না, হাতে রেখেই তুলেছি এই ছবিগুলি আমি ২০০ এমএম লেন্স দিয়ে। পরে ক্রপ করে নিয়েছি।

ক্যামেরাকে ম্যানুয়াল মোডে নিয়ে আইএসও ১০০ তে সেট করে চাঁদের ঔজ্জ্বল্য অনুযায়ী f/8- f/11 এবং সাটার স্পীড 1/125 - 1/250 দিয়ে ছবি তুলে দেখুন। ট্রাইপডে নিয়ে চেষ্টা করতে হবে।

২| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২

রামিসা রোজা বলেছেন:
চাঁদের মেলার এতগুলো নাম আছে কখনোই তা জানা ছিলোনা
এবং আপনাকে অনেক ধন্যবাদ এই নাম গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: হে অনেক নাম এর।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: আমি কোনোদিন চন্দ্রবিলাস করতে পারি নি।
কায়মেরা ভালো না। ভালো লেন্স নেই। আসলে দরিদ্র মানূষের জন্য ফোটোগ্রাফী না।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন, আসলেই দরিদ্র মানুষের জন্য ফোটোগ্রাফি না। একটা ভালো বডি-ভালো লেন্স হলে কতো ছবি তুলতে পারতাম।
আমি চাঁদের ছবি তুলেছি ৯০০০ টাকার ২০০ এমএম লেন্স দিয়ে।

৪| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭

ওমেরা বলেছেন: আমি এই মাত্র কামরুন নাহারকে দেখলাম জানালা দিয়ে, খুব সুন্দর ।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখার সুযোগ হয়ে উঠেনা এই শহুরে লোকদের।

৫| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৫

ঢুকিচেপা বলেছেন: অদ্ভুত সুন্দর হয়েছে চাঁদের ছবি।
নামের জন্য প্রিয়তে রাখলাম।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টটি প্রিয়তে রাখার জন্য।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,






ওয়াও....................

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.