নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট টুয়েন্টি সেভেন]

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৫

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : ঝুমকো লতা ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : লাল ঝুমকো লতা, ঝুমকা লতা, রাধিকা নাচন, কৃষ্ণকমল, রাখী ফুল ।
Common Name : Red passion flower, Red Granadilla scarlet passion flower, passion flower.
Scientific Name : Passiflora coccinea

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




২। ফুলের নাম : অলকানন্দা (ছোট)

অন্যান্য ও আঞ্চলিক নাম : কটকিংশুক, কণ্টকী, নিম্ববৃক্ষ, পারিভদ্র, পালতেমাদার, পালদেমাদার, পালিধামাদার, প্রভদ্রক, বুনো পলাশ, মন্দার, মাদার, মান্দর, রক্তপুষ্প ।
Common Name : Tiger's Claw, Indian Coral Tree, Coral Tree, Sunshine Tree, Lenten tree ।
Scientific Name : Erythrina variegata, Erithrina Indica.

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং




৩। ফুলের নাম : ট্রাম্পেট ভাইন

অন্যান্য ও আঞ্চলিক নাম : ঘন্টি-ফুল লতা, কমলা ট্রাম্পেট ভাইন
Common Name : Chinese Trumpet Vine, Chinese Trumpet Creeper.
Scientific Name : Campsis grandiflora

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




৪। ফুলের নাম : নীলঘন্টা

অন্যান্য ও আঞ্চলিক নাম : নীললতা, নীলঘন্টি, নীল ঘণ্টলতা, নীলঘণ্ট
Common Name : Bush Clock Vine, King's Mantle
Scientific Name : Thunbergia erecta

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




৫। ফুলের নাম : রক্ত কম্বল

অন্যান্য ও আঞ্চলিক নাম : রঞ্জনা, রঞ্জন, রঞ্জকা, চন্দন দানা, চন্দন-গোটা, লাল চন্দন, রাঙা চন্দন দানা, রক্তচন্দন। সংস্কৃত নাম - ক্ষারকা (Ksharaka), তাম্রকা (Tamraka), রক্তচন্দনা (Raktachandana), তিলকা (Tilakah), রক্তগুঞ্জা (Ratangunja), রতনগুঞ্জা (Ratangunja), কাঞ্চনদানা (Kunchandana), রঞ্জকা (Ranjaka)
Common Name : False Red Sandalwood, Acacia Coral, Red Bead-tree, Circassian Seed, Circassian-tree, Coral Wood, Curly Bean, Jumbi Bead, Peacock Flower-fence, Red Lucky Seed, Saga Seed tree.
Scientific Name : Adenanthera pavonina

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




৬। ফুলের নাম : শ্বেত রঙ্গন

অন্যান্য ও আঞ্চলিক নাম : সুরভী রঙ্গস, সাদা রঙ্গন
Common Name : Snow Ball Ixora, Fragrant Ixora, Torch Tree
Scientific Name : Ixora finlaysoniana

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




৭। ফুলের নাম : বাসন্তিকা (হলুদ)

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Golden trumpet tree, Golden-Haired Trumpet Tree, The Tree of Gold, Yellow Trumpet Tree, Tabebuia flower
Scientific Name : Handroanthus chrysotrichus

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১৯ ইং




৮। ফুলের নাম : লতা করবী

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Climbing Oleander, Rose Allamanda, Cream Fruit Vine
Scientific Name : Strophanthus gratus

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং




৯। ফুলের নাম : বিলাতি শিরিষ

অন্যান্য ও আঞ্চলিক নাম : গোলাপি শিরিষ, রেইন ট্রি কড়ই
Common Name : Rain Tree, Coco tamarind, Acacia preta, French tamarind, Saman, Monkey pod
Scientific Name : Samanea saman / Albizia saman

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং




১০। ফুলের নাম : ব্লিডিং হার্ট (লাল)

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Red Bleeding Heart, Java Glory Vine
Scientific Name : Clerodendrum speciosum

ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০১

নেওয়াজ আলি বলেছেন: একদম সতেজ ও সজীব ছবি

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৩

ওমেরা বলেছেন: ঝুমকো লতা ও অলকানন্দা ফুলের ছবি আপনার আগের পোষ্টেও দেখেছি।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সিরিজে একই ফুল একাধিকবার আসবে।
তবে মনে হয় ঝুমকো লতা ও অলকানন্দা অন্য ভেরাইটির ছবি দিয়েছি আগে।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

ওমেরা বলেছেন: মেয়েদের কানের দুলের নাম আছে ঝুমকো । এখন বলেন তো কোনটা থেকে কোনটার নাম হয়েছে মানে ঝুমকো লতা ফুলের মত তাই কি ঐ দুলের নাম হয়েছে ঝুমকো নাকি কানের দুল ঝুমকোর মত ফুল তাই নাম হয়েছে ঝুমকো লতা?

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঝুমকো লতা ফুলের সবচেয়ে আদি নাম সম্ভবতো শঙ্খচক্রগদাপদ্মধারী। এই নামেই এই ফুলের আসল পরিচয় লুকানো আছে।


ঝুমকোলতা ফুলের গর্ভাশয়ের আকৃতি শঙ্খের মতো। পাপড়িগুলো চারদিকে ছড়িয়ে একটা চক্র তৈরি করেছে। স্ত্রীকেশ তিনটির মাথা দেখতে গদার মতো আর বৃতিগুলো পদ্মফুলের পাপড়ির মতো মেলে ধরেছে নিজেদের।
হিন্দুধর্মাবলম্বীরা এ ফুলের সঙ্গে শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডবদের মিল খুঁজে পান। তাদের মতে নীলবর্ণ চতুর্ভূজা সত্যনারায়ণ শঙ্খচক্রগদাপদ্মধারী। তার চার হাতে শঙ্খ, চক্র, গদাও পদ্ম ধরা আছে ।

অন্যদিকে ঝুমকোলতা ফুলের ইংরেজি নাম passion flower, আর প্যাশন শব্দের অর্থ নাকি প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি। খ্রিষ্টান মিশনারিরা মনে করেন এই শব্দের মধ্যে লুকিয়ে আছে ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যুর কষ্ট।

এরচেয়ে বেশী কিছু বলা আমার পক্ষে সম্ভব না।

৪| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



চট্টগ্রামের পাহাড়ে কি কি ফুল ফোটে?

২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: দুঃখিত স্যার, আমা ঠিক জানা নেই।

৫| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফুলের বনে যার কাছে যাই
তারেই লাগে ভালো . . . .


আপনার দারুন দারুন ফুলে মনে পড়লো গানের কলি :)
রক্তাক্ত হৃদয় ফুলটা অসাম! কৃষ্ণচূড়ার ভাই-বেরাদার নাকি? ;)

২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ব্লিডিং হার্ট এর সাথে কৃষ্ণচূড়ার কোনো সম্পর্ক নেই। এটি ছোট লতানো টাইপ ঝোপালো গাছ।

৬| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০

শেরজা তপন বলেছেন: দুয়েকটা ফুল আগে কখনো দেখিনি ! ধন্যবাদ ছবি দিয়ে চিনিয়ে দেবার জন্য

২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পোস্টের অনেকগুলি ফুল আমিও প্রথম বার দেখেই ছবি তুলেছি।

৭| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২২

শাহ আজিজ বলেছেন: আমার নিজের লাগানো ঝুমকো লতা গাছ ছিল অনেকদিন । দোতালায় দাড়িয়ে ছুয়ে দিতাম আদর করে , সাথে ছিল নীলকণ্ঠি । গাছগুলো এখন নেই । আমরা শহর ছেড়েছি বাস্তু ছেড়ে , কে দেখবে গাছগুলো । ভাড়াটিয়া জীবনে টব ছিল সঙ্গী , তাও দিয়ে দিয়েছি । এখন একদম ফাকা । ইচ্ছে করেনা আর বাগান করতে । বাড়িওয়ালার ১০তালার উপরে অনেক গাছ । ওগুলোকে আদর দেই ।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: গাছের প্রতি ভালোবাসা সব সময়ই টিকে থাকবে এইভাবে। স্যার আমার নিজেরও কোনো বাগান নেই। অন্যের বাগানে গেলে ছবি তুলি, তখন সেই ফুলটাই আমার হয়ে যায়।

৮| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৫

ইসিয়াক বলেছেন:


লা জবাব! আমি মুগ্ধ।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

ঢুকিচেপা বলেছেন: চমৎকার লাগলো ছবিগুলো।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

১০| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ফুলের নাম/পরিচয় কিভাবে নির্ধারন করলেন? হঠাত অজানা ফুল দেখতে পেলে সেটার পরিচয় কিভাবে বের করেন? আবার, অনেক সময় দেখা যায় দুটি ফুল দেখতে প্রায় একই তবে নাম ভিন্ন, এক্ষেত্রেও কিভাবে তাদের নাম আলাদা করেন? curious minds want to know।

ছবিগুলার প্রশংসা আর নাইবা করলাম।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ফুলের নাম/পরিচয় আমি নির্ধারণ করিনাই, আগে থেকেই এদের নাম ধাম আছে।
২, ৮, ১০ এর ছবি যখন তুলি তখন তাদের নামধাম জানা ছিলো না। নেটে একটু ঘাটাঘাটি করলেই নাম জানা যায। একে বারেই জানতে না পারলে পরিচিত যারা জানতে পারেন বলে মনে করি তাদের নক করি। আরাও চিনতে না পরলে ফেসবুকে ফুলের গ্রুপগুলিতে পোস্ট করে জানতে চাই।
একই রকম ফুলের নামও সন্দেহ হলে উপরের প্রসেসে জেনে নেই।
জানতে চাওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

১১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আর হ্যাঁ আপনার ছবিগুলা কি রেফারেন্সের জন্য নিজের কাছে ডাউনলোড করে রাখতে পারি?

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী পারেন। কোনো সমস্যা নেই।

১২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

মিরোরডডল বলেছেন:



ঝুমকো জবা দেখেছি, আমার অনেক প্রিয় একটা ফুল কিন্তু
ঝুমকো লতা এই প্রথম দেখলাম ।
খুব সুন্দর !




২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ছাদে একটা ঝুমকো জবা আছে। একটা গাছের গ্রুপ থেকে উপার পেয়েছিলাম।
ঝুমকো লাতার কিন্তু অনেকগুলি ভ্যারাইটি আছে।

১৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর সব ফুল।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৪| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি সুন্দর।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

১৫| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: ফেসবুকে আমার একটা গ্রুপ আছে। 'আমার ফোটোগ্রাফী'' নাম। আমি চাই এখানে আপনি ছবি দিন।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক পুরনো গ্রুপ, সদস্য সংখ্যাও অনেক, কিন্তু নিষ্ক্রিয় গ্রুপ মনে হলো।

১৬| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪১

অজ্ঞ বালক বলেছেন: অলকানন্দা দেইখা পছন্দের এক কবিতার কথা মনে পড়লো আর বলধা গার্ডেন ফিরাইয়া আনলো অনেক অনেক স্মৃতি। সুন্দর পোস্ট।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
বলধা গার্ডেনের স্মৃতিতো অন্যরকম হওয়ার কথা!!!

১৭| ২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক পুরনো গ্রুপ, সদস্য সংখ্যাও অনেক, কিন্তু নিষ্ক্রিয় গ্রুপ মনে হলো।

নিষ্ক্রিয় বলেই আপনার সহযোগিতা চাইছি। আপনি গ্রুপ্টাকে প্রানবন্ত করে তুলুন। প্লীজ।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ফুল দিয়ে শুরু করলাম। যদি শেষ পর্যন্ত আমার ধয্য থাকে তাহলে ৩০০+ ফুলের ছবি দিবো

১৮| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

রামিসা রোজা বলেছেন:
ফুল দেখতে যেমন সুন্দর নামগুলো অসাধারণ।
এত সুন্দর নাম ছিলো জানতাম না ।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হাতে গোনা দুই-একটি ছাড়া বাকি সবগুলি ফুলেরই সুন্দর সুন্দর নাম আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.