নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বেখেয়ালি আমি

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৫

গত কয়েক মাস ধরে ওয়াসা বিল বেশি আসতেছে।
বাসার লোকজনের সাথে চিল্লা চিল্লি করলাম -

এতো পানি কেমনে খরচ হয়?
ভাত খাওয়া বাদ দিয়া সবাই পানি খাওয়া শুরু করছেনি!!
রাতে কি পানি অতিরিক্ত চাপের কারণে কল দিয়ে এমনি এমনি পরে যায়?
মিটার রিডিং বেশে লিখে নিতেছে নাকি?


না, এই সব কিছুই না।
পুরানা বিল চেক করে বুঝলাম এপ্রিল থেকে প্রতি ইউনিটে ২ টাকা ৮৯ পয়সা করে দাম বাড়ানো হয়েছে!!
আমার মার্চের বিলে দেখলাম প্রতি ইউনিট রেট ১১টাকা ৫৭ পয়সা। আর এখন প্রতি ইউনিট রেট ১৪ টাকা ৪৬ পয়সা।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বিল দেতে থাকেন ----------------

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আরতো কোনো উপায় নাই

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

সাগর শরীফ বলেছেন: আর আমাদের যাদের প্রিপেইড মিটারের আওতায়? গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে যাচ্ছে....

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: কি আর করার

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

আজাদ প্রোডাক্টস বলেছেন: পানি কম খান। এখনো বাতাস ফ্রী। বাতাসের উপর ট্যাক্স পর বসানোর আগে বেশি বেশি বাতাস খান।

ঢাকা ওয়াসার এমডি তাকসিম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ওই আর কি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: জিন্দাবাদ জিন্দাবাদ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগের এখন পাঠক খুবই কমে গেছে ।
হাতেগোনা কয়েকজন মাত্র এখন ব্লগ পাঠ করেন।
আফসোস!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, ফেসবুকের প্রভাব।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,




আপনার এমন বেখেয়ালি মন চাঙা করতে কিছু মন্তব্যর অংশ বিশেষ তুলে দিচ্ছি-

বিল দেতে থাকেন ----------------

গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে যাচ্ছে....

পানি কম খান। এখনো বাতাস ফ্রী। বাতাসের উপর ট্যাক্স পর বসানোর আগে বেশি বেশি বাতাস খান।

আপনার জবাবের মতোই এমন ঘটনার উপসংহার এই --- কি আর করার। আরতো কোনো উপায় নাই।

আমরা জনগণ সবাই-ই সবকিছুতেই বলির পাঠা! এটাই আমাদের ভাগ্য লিখন!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনেছি সুরা রাদের একটি আয়াতে আল্লাহ বলেছেন - "আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করে।"

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩১

নেওয়াজ আলি বলেছেন: পানির বিল অতিরিক্ত আসে বিদ্যুতের বিল অতিরিক্ত আসে জিনিসের দাম জনগণ মরে যাক সব

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পানির বিল অতিরিক্ত আসে নাই, বিলের রেট বাড়ানো হয়েছে।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিদ্যুৎ বিলও বেশী!
প্রিপেইড মিটারে ২০০০/=
টাকায় আগে দেড় মাস
যেতো। এখন এক মাস!
মগের মুল্লুক!

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কিসের মুল্লুক তা জানি না
এই মুল্লুকে আমরা ভালো নেই সেইটা জানি।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আমি ভাই পাগল হয়ে যাচ্ছি- শুধু পানি না, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ডিশ বিল, ময়লাওয়ালার বিল, ইন্টারনেট বিল, বুয়ার টাকা।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ওয়াসা বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল দিতে হয়।
কাজের লোকের বেতন, ছুটা বুয়ার বেতন, স্থায়ী বুয়ার বেতন, কয়েকটা মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন দিতে হয়।
ডিশ বিল আর ময়লাওয়ালার বিল দিতে হয় না। তবে বছরে ২বার যে বকশিস দিতে হয় তা বিলের চেয়ে বেশি ।
অবস্থা তামা তামা।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪০

মা.হাসান বলেছেন: বড় আফসোস। ব্লগের বিবেকরা এই পোস্ট দেখেন নাই। দেখলে এর বিপরীতে পোস্ট দিতেন- অনেক উদাহরন সহ- যাতে প্রমান হয়ে যেতো যে আমরা অনেক ভাগ্যবান। আসলে বিলের পরিমান অনেক বেশি হবার কথা। কল্যানমুখী সরকার সদয় হয়ে আমাদের বিলে অনেক ভর্তুকি দিয়েছে। না হলে ভেবে দেখেন, ইউরোপে তো এক বোতল পানি এক ইউরো বা আরো বেশি দামেও কিনতে হয়।

যাহোক, কোনো কোনো দেশে নাকি পানির চাইতে বিয়ার শস্তা। আমাদের নেতৃবৃন্দ ওখান থেকে কিছু ট্রেনিঙ নিয়ে আসলেও তো পারেন।

তাকসিম ভাইয়ের জয় হউক। ওনাকে ভবিষ্যতে ওয়াটার রিসোর্সেস মিনিস্টার হিসেবে দেখতে চাই।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কে কি করলো, কে কি বললো তা নিয়ে মাথা ঘামাই না। আমি শুধু আমার অবস্থার কথা ভালো ভাবে জানি। স্বাভাবীক জীবনযাত্রাটা কষ্টকর হয়ে উঠেছে। পরিত্রাণের উপায় দেখতে পাচ্ছি না। আশপাশের প্রতিবেশীইরা কে কেমন আছেন তা তারাই ভালো জানেন। বাইরে থেকে সবাইকেই মনে হয় খুব ভালো আছেন, ভিতরে ফাঁকা কলশি।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: আমি শেষ ভাই। আমি শেষ।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও শেষের পথে

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

পদ্মপুকুর বলেছেন: পানির বিলতো সবসময় একই আসে বলেই জানতাম, এটাও কি বাড়ে কমে?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতি ইউনিটের দাম বাড়িয়েছে ২ টাকা ৮৯ পয়সা। বিলতো বাড়বেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.