নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মুখচ্ছবি - ০২

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

চলতিপথে অচেনা জনের তোলা কিছু ছবি, যা তোলার সময় অনুমতি নেয়া হয়নি বেশীরভাগ সময়। কেউ বুঝতে পেরেছে ছবিতোলার বিষয়টা, কেউবা জানতেই পায়নি। আবার কেউ কেউ ছবি তোলার জন্য নিজেই আগ্রহী হয়ে এসেছে।


সাদা-কালো জীবন

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১০/০৪/২০১৭ ইং





দিল্লির এক গুরুদুয়ারার সামনে দেখা পাই এই ভক্তের। নিজেদের ঐতিহ্যবাহি পোষাকে গুরুদুয়ারায় প্রবেশের ঠিক আগ মূহুর্তে ছবিটি তুলেছি অনুমতি না নিয়েই।






আলাপচারিতায় মগ্ন দুই বন্ধু ধামরাইয়ের এক চায়ের দোকানে।






ইস্টিশনের রেলগাড়িটা, মাপে না আর ঘরির কাঁটা,
প্ল্যাটফর্মে বইসা ভাবি কখন আসবে ট্রেনটা, কখন আসবে ট্রেনটা.....

ছবি তোলার স্থান : ঢাকা বিমান বন্দর রেলওয়ে স্টেশন , ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০১/২০১৬ ইং





একটু উষ্ণতা জন্য....

ছবি তোলার স্থান : কাওরাইদ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মুখচ্ছবি - ০১

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই চমৎকার সাদাকালো রং

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৮

মিরোরডডল বলেছেন:




চমৎকার সব ছবি । জীবন যেখানে যেরকম ।
ট্রেন স্টেশনে ভদ্রলোক কোনকিছু নিয়ে চিন্তিত ।
একটু উষ্ণতার জন্য ছবিটা খুব মায়া লাগছে !





১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: জীবনের কিছু খণ্ডচিত্র।
অশেষ ধন্যবাদ আপনার বিশ্লেষণ ও মতামতের জন্য।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ছবিতে গাজীপুরের ছবি বেশী থেকে কেন? আপনি ওখানে কি জন্য যান?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: যেহেতু আমার কোনো গ্রাম নেই তাই গ্রামের বাড়ি বানাবো বলে গাজীপুরের জয়দেবপুরে অল্প কিছু জমি কিনেছি গ্রামের শেষ মাথায়। । তাই যাওয়া হয়।
তবে ছবি যা দেখছেন সেগুলি সেখানকার নয়। একটা সময় রেল লাইন ধরে কমলাপুর থেকে মশাখালী পর্যন্ত হেঁটে গিয়েছিলাম ভেঙ্গে ভেঙ্গে। ফলে অনেক ছবি তোলার সুযোগ পেয়েছিলাম। সেই সব ছবিই দিই এখন।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার সাদা কালো I

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদা ভালো লাগা জানানোর জন্য।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: আপনি মনে হয় পৃথিবীর সব মানুষকে ক্যামেরাতে বন্ধী করে ফেলবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এ্যা..... এইটা কি কইলেন দাদা!!!

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিতো শিরোনামে এক নান্দনিক উপস্থাপনা!

++++

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: গাজীপুরের ছবিও দিতে পারেন। ভারি সুন্দর জায়গা আছে ওখানে।
ভাল লাগল ছবিগুলো।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: হে তা দেয়া যায়।
কিছু কিছু দিচ্ছিতো।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

ঢুকিচেপা বলেছেন: “ গুরুদুয়ারায় প্রবেশের ঠিক আগ মূহুর্তে ছবিটি তুলেছি অনুমতি না নিয়েই।”
হা হা.. আপনার ঘাড়ে কি দুইটা মাথা ? ভক্তের কোমরে তলোয়ার দেখেন নি ? টের পেলে তো ঘ্যাচাং ফু হয়ে যেতো।

“একটু উষ্ণতা জন্য....”
মুখ দেখা যাচ্ছে না তাই অনেক কিছু ভাবা যায়।

সব ছবিই ভাল লেগেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শিখদের সাথে তলোয়ার, ভোজালি, ছুরি রাখার অনুমতি ভারত সরকার দিয়েছে। এমনি ওদের মহিলারার সাথে কারুকাজ করা ছোট ছুরি রাখে।
একবার দিল্লী থেকে রাজধানীতে করে কলকাতা ফেরার সময় আমার সহ-যাত্রী ছিলো এক শিখ পরিবার। স্বামী-স্ত্রী দুজনেই পক্ককেশ বয়ষ্ক। সাথে ছুরির মতোই ধারালো সুন্দরী দুই কন্যা। তাদের চেয়েও বেশি আকর্ষণীয় ছিলো তাদের সাথে থাকা কারুকাজময় খাপে রাখা ছুরি।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

আখেনাটেন বলেছেন: চমৎকার...........শেষের ছবির বাবাজি মনে হচ্ছে এই দুনিয়া নিয়ে বিরাট হতাশ....... :(

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: হতে পারে।
আমি নানান ঝক্কি করে সকাল সকালই পৌছে ছিলাম ঔখানে, শীতের সকালে হালকা মিষ্টি রোদে বসে ছিলেন উনি।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মা.হাসান বলেছেন: একটা বাদে বাকি গুলো সাদাকালোতে দিয়েছেন। মনে হচ্ছে সাদাকালোতেই এই ছবি গুলো বেশি মানিয়েছে। অনুমপ।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও তাই মনে হয়, এগুলি যেনো সাদা কালোই হওয়া উচিত ছিলো।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,




আসলেই জীবনের খন্ড খন্ড দৃশ্যগুলো সাদা-কালোর মতোই আলাদা আলাদা- পরিষ্কার।

আপনার ছবিরা কথা বলে।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ‌এ্যা..... এইটা কি কইলেন দাদা!!!

যতটা পারুন তুলতে থাকুন।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: মানুষের ছবি তুলতে গেলে আমার প্রচন্ড অস্বস্তি হয়। তাই তুলতে পারি না।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: গুরু দুয়ারার ভক্ত তলোয়ার নিয়ে ঘোরেন দেখছি।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী সমস্ত শিখরাই তলোয়ার বা ছুরি বা ভোজালি সাথে রাখেন। এমনকি তাদের নারীরাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.