নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাক-পাখালি – ১০ : চড়াই

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৭

চড়াই বা চড়ুই বা গৃহস্থালির চড়াই

Common Name : Sparrow, Old World sparrows, true sparrows

একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ "গৃহস্থালির চড়াই"। পৃথিবীতে মোট ৪৮ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়।



পুরুষ-স্ত্রী চড়ুই দেখতে আলাদা। পুরুষ পাখিটি দেখতে বেশি সুন্দর এবং সে বেশি গান গায়।

এরা ৪ থেকে ৬টি ডিম পাড়ে। ছানা ফুটতে সময় লাগে প্রায় ১৩ দিন। ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে খাবার খেতে যায়। মাটি থেকে পোকামাকড় শস্য খুঁটে খায়।



প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। বাসা তৈরি হলে পুরুষটি সুরেলা কণ্ঠে গান গায়। বাচ্চা ফুটলে দু’জনেই তাদের লালন-পালন করে।



প্রতিবছর ২০ মার্চ ২০১৪ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
সূত্র : উইকি পিডিয়া



ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/০৮/২০১৭ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১

=================================================================

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে এত পাখি কিন্তু আমার শুধু চড়ুই পাখি ভালো লাগে। চড়ুই পাখির জন্য মায়া লাগে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সব পাখির জন্যই মায়া লাগা দরকার।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫০

জাহিদ হাসান বলেছেন: চড়ুই পাখি বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে পাওয়া যায় এই তথ্য সংযুক্ত করা দরকার।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
যতদূর জানি পৃথিবীর অনেক দেশেই এদের পাওয়া যায়।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: চড়ুই পাখির জন্যও পৃথক দিবস আছে এটা জানা ছিল না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: যেই দুনিয়াতে বোকাদের জন্য দিব আছে সেখানে সব কিছুর জন্যই মনে হয় আছে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৩

মা.হাসান বলেছেন: চড়ুই কিচমিচ করে, এদের গান কখনো শুনিনি । মাঝে মাঝেই ঘরে ঢুকে পড়ে। তখন বিরক্ত লাগে।

সব গুলা পাখিই ভিজে গেছে। দেখছি আগস্টে , বর্ষার মাঝে তোলা।

বরাবরের মতোই সুন্দর সব ছবি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাড়ির টিনের চালে বসে ঝিরি ঝিরি বৃষ্টিতে এরা ভিজতে ছিলো। বারান্দায় দাড়িয়ে এই ছবি গুলি তলেছিলাম আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.