নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কক্স সাহেবের বাজার, যাচ্ছি আমি আবার

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪০

আগামী কাল দুপুর ২টার ফ্লাইটে বিবি-বাচ্চাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারে। হোটেলে বসে অসল সময় কাটাবো ৩/৪ দিন। সেই সাথে কিছু কিছু ঘুরেও দাখার ইচ্ছে আছে। বিশেষ করে রামুতে আগে যাওয়া হয় নাই। ৩টা রুট ঠিক করেছি দেখার জন্য।


প্রথম রুটে দেখবো -
১। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
২। আগ্গ মেধা ক্যাং
৩। মহাসিংদোগ্রী কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির
৪। বাহারছড়া বুদ্ধিস্ট মনাস্টেরী
৫। পিতাকেট বুদ্ধিস্ট টেম্পল
৬। লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত
৭। কলাতলি বীচ
৮। দরিয়া নগর ইকো পার্ক
৯। দরিয়া নগর সমুদ্র সৈকত
১০। Pingpin Waterfalls
১১। Mounita Waterfalls
১২। Himchori Waterfall
১৩। হিমছড়ি ভিউ পয়েন্ট
১৪। পেচার দ্বীপ সমুদ্র সৈকত
১৫। ইনানী সমুদ্র সৈকত


দ্বিতীয় রুটে দেখবো -
১৬। টেকনাফ সমুদ্র সৈকত
১৭। শাহপরীর দ্বীপ
১৮। মাথিনের কূপ
১৯। টেকনাফ ছড়া (ঝর্ণা)
২০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্যাম্প


তৃতীয় রুটে দেখবো -
২১। বিজিবি ক্যাম্প মসজিদ
২২। ভূবন শান্তি ১০০ ফুট গৌতম বুদ্ধ মূর্তি
২৩। রামু কেন্দ্রীয় সীমা বিহার
২৪। রামু মৈত্রী বিহার
২৫। উসাই-ছেন (রাখাইন) রামু বড় ক্যাং
২৬। লামার পাড়া বৌদ্ধ বিহার
২৭। রাং উ রাংকুট বনাশ্রম
২৮। Sree Sree Ramkut Tirthodham

সব দেখা হবে না জানি, তবুও তালিকা করতেতো দোষ নাই।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


করোনা থেকে হুশিয়ার থাকবেন।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সাবধান আছ-ছিলাম, ধন্যবাদ্

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


এই সময়ে, এই ধরণের প্ল্যান কি সঠিক হচ্ছে?

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক হচ্ছে না। তবে আমি মাঝে মাঝে বেঠিক কাজ করি।
আমি রওনা হয়েছি ২৮ তারিখে সোমবার, আর ফিরতি পথে ৩ তারিখ শুক্রবার।
আমি যে সময়টুকু ছিলাম তখন যাতে লোক কম থাকে তাই এই প্লানিং।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১২

অনল চৌধুরী বলেছেন: মানুষ গেলে পর্যটনশিল্প বাচবে লোকজন টাকা পাবে।
তবে ১৯৯৫-২০১৬ পর্যন্ত এতোবার ওখানে গেলাম কিন্ত ৮ ৯ ১০ ১১ ১৪-এর নাম এই প্রথম শুনলাম !!!!!!

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: নাম না শুনলেও দেখেছেন

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৩

মা.হাসান বলেছেন: টেকনাফের ওসি প্রদিপ, কক্সবাজারের ওসি, এগুলাও দর্শনিয় বস্তু ছিলো। ওনারা নাই, ওনাদের শাহী চেয়ার আছে। পারলে ঐ পবিত্র চেয়ার গুলোও দেখে এসেন, ছবিও তুলে এনেন।

১ নম্বরের অনেক গুলোই আমার দেখা নাই। কক্সবাজার শহরের ভিতরের দিকেও কিছু সুন্দর জায়গা আছে। সার্কিট হাউজটা খুব সুন্দর লোকেশনে আছে।

এত কষ্ট করে টেকনাফ যাবেন, বদি সারের বাসাটাও লিস্টে রাখতে পারেন।

টেকনাফ বিচ আমার দেখা সুন্দরতম বিচ। এত সবুজ পানি কোথাও দেখিনি।

এই সময়ে প্রক্বতি খুব সতেজ। আবহাওয়া ভালো থাকলে খুব আনন্দ পাবেন। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ কামনা।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
কিছু কিছু দর্শনিয় বস্তু থেকে দূরে থাকাই ভালো।
নিজেই ইতিহাস হয়ে যাওয়ার সম্ভবনা থেকে যায় যো।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৫

পদ্মপুকুর বলেছেন: ম. হাসান স্যারের পরামর্শগুলা ভাইব্যা দেইখেন... :-B

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: হ, তয় জানোয়ার খানায় যাওনের কোনো ইচ্ছা নাইক্কা।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৬

পদ্মপুকুর বলেছেন: যদি সব ঠিক থাকে তো আমি নভেম্বরের ফার্স্ট উইকে যাবো ইনশাআল্লাহ। তখন আপনার এই রুটম্যাপ রিভিউ করবো। লিস্টে রাখলাম।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: অগ্রিম শুভকামনা রইলো।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: যান ঘুরে আসুন।
আশা করি ভালো কিছু ছবি দেখতে পাবো।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি কিছু তুলবো, তুলতেছি, তুলেছি

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: অনুরোধ করবো একটা ভ্রমন কাহিনী লিখবেন। বিশেষ করে বর্তমান সময়টার বর্ণনা যেন বেশী থাকে।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখার ব্যাপারে আমি অলসের শিরমনি। তবুও চেষ্টা করবো।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: মনখুলে ভ্রমণ করেন। আনন্দে থাকলে সবই ভাল লাগে। এসে জানাইয়েন কেমন কাটল।
আপনাদের জন্য শুভ কামনা।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ফিরে এসে ছবি দিব। ফিরে এসেছি।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার আয়োজন। শুভ হোক যাত্রাপথ।
ফিরে এসে একটা ঝমকালো দৃষ্টিনন্দন ছবি সহ ভ্রমণ ইতিহাস জানার ও দেখার অপেক্ষায় রইলাম।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম ছবি থাকবে, অল্প কথায় ভ্রমণবৃত্তান্ত লেখা যায় সাথে।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

মিরোরডডল বলেছেন:



কক্স’স বাজার অনেক ক্রাউড । তাই এর চেয়ে অনেক বেশী ভালো লাগে হিমছড়ি, টেকনাফ আর ইনানি সৈকত । ফিরে আসার পর কিন্তু মাস্ট একটা ফাটাফাটি পোষ্ট চাই । সানরাইজ, সানসেট, সাম্পান, ঝাউবন সব চাই । Have a safe trip !

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। চেষ্টা করবো লিখতে, সাথে ছবিতো থাকবেই।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: খরচাপাতি-র খবরাখবর রুট প্ল্যান অনুযায়ী জানাবেন - মনের সাথে মানি মিললে যেতেও পারি।

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মানির খরচটা ৬০% নিয়ন্ত্রণ যেখানে যাবেন সেই এলাকার উপরে। বাকি ৪০% আপনার উপরে। আমি আমারটা অবশ্যই জানাবো।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐএলাকায় গেলেও সন্ধ্যার আগেই আস্তানায় ফিরে আসবো।

১৪| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সরি, ভুলে শেষ মন্তব্যটা মুছে ফেলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.