নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার ভ্রমণ ২০২০ : যাত্রা শুরু

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১




দীর্ঘ্য ৬ বছর পরে পরিবার নিয়ে বেরাতে যাওয়ার সুযোগ হলো আবার। এর মধ্যে ওদের নিয়ে বেরাতে গেলেও তা ছিলো ডে ট্রিপ, যেখানেই গেছি রাতের মধ্যে বাড়িতে ফিরতেই হয়েছে। স্ত্রী-কন্যকে নিয়ে শেষ ভ্রমণ ছিলো এই কক্সবাজারেই ২০১৪ সালের মে মাসের ১৭ তারিখে। এরপরে ছোট মেয়ের জন্ম, বাবার অসুস্থতা ও মৃত্যু। তারপরেই মায়ের দীর্ঘ্য অসুস্থতা ইত্যাদি নানান কারণে বাড়ির বাইরে বেশীদূরে যেতে পারি নি, গেলেও ফিরে এসেছি রাতের মধ্যেই।

ঠিক করি যাবো আবার কক্স সাহেবের বাজারে। আরো আগেই যাওয়ার প্লান ছিলো। কিন্তু করনার কারণে সম্ভব হয়নি। এখনো করনার করাল গ্রাসে সারা বিশ্বের সাথে বাংলাদেশও বিপর্যস্ত। তবুও কোনো কিছুই থেমে নেই। সর্বচ্চো সতর্কতার সাথেই চেষ্টা করেছি বেরাতে। আমেরিকার প্রেসিডেন্টের হয়ে গেছে করনা, আমরা কোন ছাই। আজহোক কালহোক আক্রান্ত হবোই ধরে নিয়ে সর্বচ্চো সতর্ক থাকতে হবে আমাদের, কারণ ওরা আক্রান্ত হলে ওদের মেলা ব্যবস্থা ও সামর্থ আছে সুস্থ হয়ে উঠার, যার কোনোটাই আমাদের নাই।

যাইহোক কথা না বাড়িয়ে ভ্রমণের বিষয়ে আসি। স্ত্রী কন্যাদের আবদার এবার যাবে এয়ারে। এতো করে বললাম, “[i]যে টাকায় এয়ার টিকেট কিনবো তা দিয়ে অর্ধেক ঘুরা হয়ে যাবে[/i]”। লাভ হলো না। শেষ পর্যন্ত অনলাইনে ফ্লাইট এক্সপাট থেকে ২টি অ্যাডাল্ট + ২টি চাইল্ড মোট ৪টি টিকেট কটলাম ১৪,৫৩৯/= টাকায় ২৮শে সেপ্টেম্বরে বাংলাদেশ বিমানের দুপুর ২টার ফ্লাইটের। এয়ার টিকেট এতো সস্তা হয়ে গেছে দেখে অবাক হলাম। যদিও আমার জন্য মোটেও সস্তা নয়, বরং খরচ একটু বেশীই হয়ে গেলো।







২৮ তারিখ হাতে কিছুটা সময় নিয়েই বের হই বাড়ি থেকে। উত্তর বাড্ডা আমার বাসা থেকে এয়ারপোর্টে যেতে সময় লাগবে সর্বচ্চো ২০ মিনিট উবারে। দেখা গেলো তার আগেই পৌছে গেছি।







টিকেট দেখিয়ে ডমেষ্টিক টার্মিনালে ঢুকে ব্যাগ চেক করিয়ে বোডিং ফরম গুলি ফিলাপ করে ব্যাগ জমা দিয়ে দ্বিতীয় ধাপের চেকিং শেষে অপেক্ষা করতে থাকি এরোপ্লেন উঠার।




























এক সময় ডাক পরে আমাদের। পৌছে যাই বিমানের এরোপ্লেনের সামনে। শুরু হয় সকলের সেলফি আর ছবি উঠানোর পালা। আমরাও বাদ যাইনা এই সুযোগ থেকে।








নির্দিষ্ট আসনে সকলে বসে পরার পরে ঘোষণা হয় আমাদের যাত্রা শুরুর। ৪০ মিনিটের ফ্লাই শেষে এরোপ্লেন পৌছবে কক্সবাজারে। শুরু হয় এরোপ্লেন যাত্রা।


















টেকঅফের কিছু পরে আমি জানালার পাশে বসে কয়েকটি ছবি তুলি। শুরু হয় পাখির চোখে দেখা, আকাশ থেকে দেখা মেঘের খেলার এক অনবদ্য কাব্য রাচনা হতে থাকে যেনো।












জানালার পাশে বসে আমার ছোট মেয়ে নুয়াইরাও দেখে অবাক হয়ে মেঘের খেলা।















এরমধ্যে নির্দিষ্ট ৪০ মিনিট শেষ হয়ে এলে কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করে এরোপ্লেন।















এরোপ্লেন থেকে নেমে একটি কক্ষে গিয়ে নাম লিখে বের হয়ে ব্যাগ সংগ্রহ করে বেরিয়ে আসি এয়ারপোর্ট থেকে। ১০০ টাকা দিয়ে একটি ইজিবাইক ভাড়া করে চলে আসি কক্সবাজারের লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রেস্টুরেন্ট কাশুন্দি-তে।







কক্সবাজারে আসলে আমি চেষ্টা করি সৈকতের কাছাকাছি কোনো হোটেলে উঠতে, বারান্দা থেকে সাগর দেখা যায় এমন রুম পছন্দ। এখন কক্সবাজারের জন্য অফ সিজন বলে বেশ সস্তাতেই রুম পাওয়া যায়। প্রথম পছন্দ ছিলো হোটেল কল্লোল। আগেও বেশ কয়েকবার এটায় থেকেছি। এবার এসি একটি রুম যেখানে একটি কাপল বেড ও একটি সিঙ্গেল বেড আছে এবং রুম থেকে চমৎকার সাগর দেখা যায় সেটির সর্বশেষ ভাড়া চাইলো ৩,৩০০/= টাকা। আর একটু কমে চমৎকার একটি রুম পেয়ে গেলাম পাশেই হোটেল অভিসারে। এটাতেও বিছানায় বসে সাগার দেখা যায়, এসি আছে। কিন্তু মাত্র একটি কাপল বেড। বেশ বড় রুম, একটা এক্সটা বেড দেয়ার পরেও পর্যাপ্ত জায়গা রয়ে গেলো হাঁটাচলার। সাথে ছোট্টো একটা বারান্দা, বিশাল ওয়াসরুম। ভাড়া রফা হলো ২,০০০/= টাকা।


চলবে.....


ভ্রমণ সংক্রান্ত আমার সকল লেখার লিংক -

মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস

মন্তব্য ৬৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনার স্ত্রী'র ইচ্ছাটা রেখেছেন (প্লেইনে যাওয়া), এটা একটা বড় কাজ।

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু স্ত্রীর না কন্যাদেরও

২| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: উড়োজাহাজে যাত্রী কম মনে হচ্ছে।

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী না স্যার, একটা সিটও খালি ছিলো না। সম্ভবতো ১৮০ সিট, সবকটাতেই যাত্রী ছিলো।

৩| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আমি মনে মনে আপনার এই পোষ্টের অপেক্ষায় ছিলাম।
খুব চমতকার একটি পোস্ট।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অলস মানুষ স্যার। এতো তাড়াতাড়ি আসতো না। কয়েকজন খোঁচা দেয়াতে শুরু করলাম আরকি।

৪| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: আমার তো এখনই পরিবার নিয়ে চলে যেতে ইচ্ছা করছে কক্সবাজার।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বেরিয়ে আসেন, তবে সতর্ক থাকবেন সকলে। আর পারলে শুক্র-শনি বাদ দিয়ে যাবেন। মেলা রাশ হয়। আমার ফেরার দিন শুক্রবার ছিলো, প্রচুর লোক দেখেছি সেদিন।

৫| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

জাদিদ বলেছেন: ঢাকা থেকে কক্সবাজার যে কয়টা প্লেন যায় তার মধ্যে সত্যি বলতে সবচেয়ে বাম্পিং কম হয় বিমানের এই প্লেনটাকে। অন্যগুলোতে মাঝে মাঝে বেশ ভালো পেইনে পড়তে হয়। বছরের একবার আমার আয়োজন করে কক্সবাজার যাওয়া হয়। ফলে আমি আগে থেকে টিকেট কাটতে পারি,দাম কম পাই। তাছাড়া ৪০ মিনিটের একটা জার্নির জন্য সর্বোচ্চ বিমান ভাড়া ২৫০০ - ৩ হাজার হওয়া উচিত।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।
আমি কক্সবাজারে এবারই প্রথম এয়ারে গেলাম।
এর আগে বাংলাদেশ বিমানে ২বার যাওয়ার অভিজ্ঞতা আছে, ২টাই অতি খারাপ।
ঢাকা-কলকাতা : অতি জঘন্য। এসি থেকে টপটপ করে পনি পড়তে ছিলো। কুলিং সিস্টেম খারাপ ছিলো বলে ঘেমে অবস্থা খারাপ।
ব্যাংকক-ঢাকা : যাত্রীদের আচরণ দেখে নিজেকে এতোটাই ছোট মনে হয়েছে কি কিবলবো!! তাদের সাথে বিমান বালাদের আচরণও ছিলো মনে রাখার মতো।

তবে এবার যাত্রা অতি চমৎকার ছিলো।

৬| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ। দারুন লাগলো ভ্রমন কথন। বাচ্চাগুলোসহ সবার চোখে মুখেই আনন্দের ঝিলিক।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: নানান পারিবারিক বাধ্যবাধকতার কারণে দীর্ঘ ৬ বছর পরে এই ট্রিপ, আনন্দের ঝিলিকতো থাকবেই। আর ছোট কন্যার এটাই প্রথম বেরানো।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: নানান পারিবারিক বাধ্যবাধকতার কারণে দীর্ঘ ৬ বছর পরে এই ট্রিপ, আনন্দের ঝিলিকতো থাকবেই। আর ছোট কন্যার এটাই প্রথম বেরানো।

৭| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম! সুন্দর লেখায় আমার খরচা-পাতি জানা হয়ে যাচ্ছে! আগামী পর্বের অপেক্ষায়!

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতি পর্বেই খরচের বিষয়গুলি গল্প ছলে লিখে দিবো। যাতে আগ্রহীরা ধারনা পায়, পরিকল্পনা করার সময় বাজেট সম্পর্কে ধারনা থাকলে পরিকল্পনা করা অনেক সহজ হয়।

৮| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বর্ণনা আর ছবিগুলো চমৎকার হয়েছে।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৯| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৩

নেওয়াজ আলি বলেছেন: আপনার মেয়েগুলি আমার মেয়ের বয়সী । ছোট মেয়েটা মাক্স মুখের নিচে রাখে বলে লিপস্টিক নষ্ট হয়ে যাবে। মহামারীতে ঘরে আবদ্ধ থাকতে থাকতে সবাই হাঁপিয়ে উঠেছে । ভ্রমণ একটুও হলেও মন ফ্রেস হয়। সুস্থ থাকুন নিরাপদ থাকুন

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বড় মেয়ের বয়স ১১ আর ছোটটার ৬। করোনাকালীন প্রথম ৪ মাস এক বারও ঘর থেকে ওরা কেউ বের হয়নি। বাড়িতে কাউ ঢুকতে পারেনি। এক মাত্র কাজের ছেলেটি বাজার নিয়ে আসতো, আর আমি কখনো কখনো বাইরে গেছি প্রয়োজনে।
পরে মাস দেড়-দুই আগে আমার বড় বোনের পরিবার সকলেই একে একে করোনায় আক্রান্ত হয়। ফলে সেখানে আমাকে যেতেই হয়। সতর্ক ছিলাম, ফিরে এসে পরিষ্কার হয়েছি, আলাদা থেকেছি। আল্লাহর রহমতে, ওনারা সকলে ভালো হয়েছে আমিও আক্রান্ত হইনি।
এখন গুরুত্ব অনেকটাই কমে গেছে। তবুও চেষ্টা করি সতর্ক থাকতে। সকলেই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।
সতর্কতারা সাথে তাই এই ভ্রমণ করেছি।

১০| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৯

পদ্মপুকুর বলেছেন: সামনের মাসের তৃতীয় সপ্তাহে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যাওয়ার প্লান প্রস্তুত, কিন্তু করোনা পরিস্থিতিতো মনে হচ্ছে আবারও খারাপ দিকে যাচ্ছে....

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: যতদূর মনে হচ্ছে আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি করনা পরিস্থিতী আরো অনেকটাই খারাপ হবে। ট্যুরিস্ট স্পটগুলি খোলা থাকলেও খুব সাবধানে থাকতে হবে। শুভকামনা রইলো।

১১| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪১

জাদিদ বলেছেন: বাই দ্য ওয়ে, আপনার সবগুলো পোস্ট আমার খুব ভালো লাগে। কিছুটা এক ঘেয়েমি লাগছিলো, তবে এই পোস্টটা আগের সব এক ঘেয়েমি কাটিয়ে দিয়েছে!!

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার পোস্ট আপনার ভালো লাগে জেনে আনন্দিত হলাম।
ধন্যবাদ আপনাকে, এবং কৃতজ্ঞতাও।
এই পোস্টটি আপনার একঘেয়েমি কাটিয়ে দিয়েছে জেনে আরো বেশী ভালো লাগলো।
শুভকামনা আপনার জন্য।

১২| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬

মিরোরডডল বলেছেন:



এটা আমাদের পাগলা, বাহ কি কিউট ফ্যামিলি !
ইউ আর লাকি ফাদার । ভ্রমণ কাহিনী ভালো লেগেছে , অপেক্ষায় ছিলাম ।
আশা করি নেক্সট গুলোতে আরও অনেক ছবি পাবো ।
মেঘ বলেছে যাবো যাবো......... খুবই সুন্দর ভোকাল । কে এটা ?


১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আগের কোনো ভ্রমণ কাহিনীতে কি আমার নিজের ছিবি দেই নি? দিয়েছিতো!! আপনি হয়তো মিস করে গেছেন। যাইহোক এই ট্রিপে আমি মোটামুটি সেলফি তোলা অনেকটা শিখে গেছি। তাই বেশ কিছু সেলফি তুলেছি। সেগুলি কিছু কিছু থাকবে আগামীতে।

হে, লাকি ফাদার বলা যেতে পারে। আমার বড় মেয়ে খুবই শান্ত আর বুঝদার। ছোটটা তার উলটা। আগামীতে প্রতিটি ছবিতে দেখবেন ওর হাতে একটা ব্যাগ আছে। সেই ব্যাগে প্রতিদিনের কেনা খেলনা নিয়ে বেরিয়েছে।

ভ্রমণ কাহীনী এইবার বেশী তাড়াতাড়িই দিলাম, শেষও করবো আশা করি। ছবি থাকবে প্রচুর। আমার ভ্রমণ কাহিনীতে ছবিই থাকে বেশী, কথা থাকে কম।
ইচ্ছে আছে পূর্বের ভ্রমণের কাহিনী গুলিও সিরিয়ালে লেখা শুরু করবো।

রবীন্দ্রসংগীত শিল্পী সাশা ঘোষাল মেঘ বলেছে যাবো যাবো গানটি গেয়েছে।

১৩| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫২

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার পারিবারিক ভ্রমণ ! অনেক অনেক শুভকামনা।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
অনেক বছর পড়ে পারিবারিক ভ্রমণ হলো এবার।

১৪| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৬

জাহিদ হাসান বলেছেন: আপনার এই ভ্রমণ কাহিনী পড়ার পরে ইচ্ছা হল নিজেও ছেলে-মেয়েদের নিয়ে কক্সবাজারে ঘুরতে যাই।

পরক্ষণেই মনে পড়ল, আরে বিয়েই তো করি নাই। ছেলে-মেয়ে আসবে কোত্থেকে? আজকাল আমার মাথা পুরাই গেছে। =p~ =p~

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে মনেই যখন যাবেন তখন শুধু ছেলে মেয়ে কেনো? বউ-শালা-শালীও সেথে নিয়া যান। ;)

১৫| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৮

জগতারন বলেছেন:
পগলা জগাই
;
আপনাকে ব্লগে আমরা এ নামে জানলেও আপনার ঐ নামটি কী
'পাগলা জগাই' হবে? আর -
"মরুভূমির জলদস্যুর বগানে নিমন্ত্রণ আপনাকে।"
'বগানে' শব্দটি কী বাগানে হবে ?
জানাবেন ।

পরিবার নিয়ে এমন সুন্দরভাবে ভ্রমন, এর তুলনা হয় না।
সবাই ভালো থাকুন কামনা করি।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
যে সময় এই নিক তৈরি করি তখন কোনো কারণে আকার বাদ পড়ে গিয়েছিলো।
পরে বারপার পরিবর্তণের চেষ্টা করেও সফল হইনি।

ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেয়ার জন্য। বগানটা বাগান করে নিলাম। নিকটা পরিবর্তণের নোকো সুযোগ নাই।

১৬| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

জনৈক অপদার্থ বলেছেন: শুভকামনা রইলো আপনাদের জন্য। আমার আদি বাড়ি রত্নাপালং উখিয়া। কক্সবাজারের মানুষগুলো কুকুরের মত হয়। ট্যুরিস্ট দেখলেই মুরগী বানানোর ট্রাই করে, সাথে নারী যাত্রীদের লোকাল ভাষায় টিজিং। লাবনী, হিমছড়ি,মাথিন কূপ এসব জায়গায় সতর্ক থাকবেন। আফসোস লাগে বাংগালী গুলা এমন শয়তান কেনো।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার খারাপ ভালো সব যায়গাতেই আছে। বললেন - আফসোস লাগে বাংগালী গুলা এমন শয়তান কেনো।
এভাবে বলা উচিত নয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আমি গত ৩ তারিখেই ভ্রমণ শেষ করে ভালো ভাবে ফিরে এসেছি।
ভালো থাকবেন।

১৭| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বাহ বাহ

দারুন এক ফ্যামিলি ট্যুরের ভার্চুয়াল সংগী হয়ে গেলাম :)
সবার সাথেই পরিচয় হলো, দেখা হলো, অথচ কাউকে দেখা হলো না ;)
জয়তু মাস্ক :P হা হা হা

দারুন শুরু-
চলুক ভ্রমন - - -সাথে চলছি আমরাও :)

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
সাথেই থাকুন, আরো অনেক অনেক ছবি আসবে বেরাবার।

১৮| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লেগেছে আপনার আজকের পোস্টটি। সুন্দর সুন্দর ছবি ও বর্ণনায় ভীষণ উপভোগ্য হয়েছে। ++
ফ্লাইটের ভিতরে যাত্রী কি এতটাই ফাঁকা ছিল?
শুভেচ্ছা জানবেন।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের ভালো লাগা জানানোর জন্য।
জ্বী না স্যার, ফ্লাইটের একটা সিটও খালি ছিলো না। সম্ভবতো ১৮০ সিট, সবকটাতেই যাত্রী ছিলো।

১৯| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: '

ছবি ও ভ্রমনের অভিজ্ঞতা শেয়ার করার
জন্য আপনাকে ধন্যবাদ জগাই দাদা !!

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে নূর মোহাম্মদ নূরু ভাই।
ধন্যবাদ মন্তব্যের জন্যও।

২০| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০২

ভুয়া মফিজ বলেছেন: ভালোই আনন্দে আছেন। এদিকে কাজ করতে করতে আমার জান শেষ। ছবিগুলো চমৎকার। দেখি....পরের পর্বে কি চমক থাকে! :)

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কর্মমুক্ত মানুষ আনন্দেতো থাকবোই নাকি!!
কোনো পর্বেই চমক থাকবে না। কক্স বাজারের সবটাই সকলের জানা নতুন কিছু নাই। এবার ভ্রমণও কম হয়েছে।

২১| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখায় সোমেন'দাকে আবিস্কার করলাম
এটা কি বড় চমক নয় !!!

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ও!!!

২২| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩১

মা.হাসান বলেছেন: ঝকঝকে সব ছবি!
হাসিখুশি পরিবারের ছবি, দেখেই মন ভালো হয়ে যায়।

১৫ হাজার টাকার কমে কক্সবাজারের ৪টা টিকেট, যেখানে প্লেন প্রায় ভর্তি- আমার হিসেবে কমই হয়েছে।
আমাদের দেশে সরকারি ট্যাক্স খুব বেশি হবার কারনে প্লেন ভাড়া খুব বেশি। ইউরোপে ১৫ ইউরো দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়। পাশের দেশ ভারতে আগরতলা-কোলকাতা এক ঘন্টার দূরত্ব আমি ১৪০০ রুপির টিকিটে ভ্রমন করেছি।

ঐ এলাকায় যতবার গেছি , আমার ছেলের খেলনা কিনতে কিনতে ফতুর হবার দশা হয়েছে। দেখা যাক আপনার মেয়ে আপনার কি দশা করে। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক ধন্যবাদ স্যার মন্তব্যের জন্য।
এয়ার টিকেট বেশ সস্তাই হয়েছে অন্য সময়ের তুলনায়। তবে আমার জন্য বেশেই!!
ইউরোপের খবর জানি না তবে ভারতে এয়ার ফেয়ার বেশ সস্তা। আমি কলকাতা- জয়পুর ফ্লাই করেছি তখন দেখেছি।
আমার বড় মেয়েকে নিয়ে কোনো সমস্যা হয় না। আর ছোটটাকে সামলানো যায় না। প্রতিদিন কয়েকটা করে খেলনা কিনেছে এবং সেগুলি ব্যাগে পরে নিয়ে বেরাতে বের হয়েছে। তাই সব সময় ওর হাতে একটা ব্যাগ আছে।

২৩| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছা হেলিকাপ্টারে করে যাবো। কোন হোটেলের ছাদে হেলিপ্যাড আছে কে জানে!

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েকটায় আছে আছে মনে হয়।
শুনেছি গোয়াহাটি থেকে একটা হেলিকাপ্টার শেয়ার রাইড সার্ভিস আছে। কখনো গেলে সেটায় চড়বো।

২৪| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১১

করুণাধারা বলেছেন: "ইহাদের করো আশীর্বাদ
ধরায় উঠিছে ফুটি শুভ্র প্রাণগুলো
নন্দনের এনেছে সংবাদ..."

বাচ্চাদের আনন্দময়তা দেখে এই কবিতা মনে পড়ল!

চমৎকার পোস্ট হয়েছে। বরাবরের মতো গুনে গুনে পাঁচটা ছবি না দিয়ে অনেক ছবি দিয়েছেন, সব ছবিই চমৎকার! ভিডিওটাও ভালো। দারুন পোস্টে ++++

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার কবিতা।
আমার ভ্রমণ সংক্রান্ত পোস্ট গুলিতে সব সময়ই প্রচুর ছবি থাকে। কথার চেয়ে ছবি বেশী থাকে। আমি মনে করি লিখে যা বুঝানো যায় তারচেয়ে অনেক ভালো বুঝানো যায় ছবি দিয়ে।
আর ছবি সংক্রান্ত পোস্ট গুলিতে ৫টি করে দেই।
অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২৫| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:০৭

রামিসা রোজা বলেছেন:
সপরিবারে সবাই মিলে আনন্দের ঘুরে বেড়ানো ,সত্যি
খুব ভালো লাগলো ।

২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক বছর পরে এবার সুযোগ হলো দূরে কোথায় বেরাবার।

২৬| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২

পদ্মপুকুর বলেছেন: ভালো কথা, আপনি তো বেশ হ্যান্ডসাম এবং জেন্টল দেখতে, প্রোপিকে এরকম ভয়াবহ একটা ছবি দিয়ে রেখেছেন ক্যান? :-B

২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এইসেরেছে, এই প্রশ্নের কোনো জবাব নাই।
বান্দরবান-খাগড়াছড়ির দিকে বেরাতে যাই তখন লখ্য করি পাহাড়ি খেটে খাওয়া সহজ সরল মানুষ গুলি আমাকে সালাম (আদাব টাইপ) দেয় সমিহের সাথে।
বিষয়টা হচ্ছে আমার চেহারা (বিশেষ করে নাক) দেখতে ওদেরই মতো। শুধু উচ্চতা, স্বাস্থ আর গায়ের রং ওদের চেয়ে ভালো হওয়াতে ওরা আমাকে নিজেদেরই কোনো অভিজাতো পরিবারের সদস্য হিসেবে ধরে নিতো।

২৭| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আপনার এই পোস্ট হিট।

২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: তাইতো মনে হচ্ছে!!!

২৮| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: দারুন ট্রিপ তো , আপনাদের বেড়ানো দেখে আমারও বেড়াতে যেতে ইচ্ছে করছে। ছবিগুলো অনেক সুন্দর আনন্দময়।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সময় সুযোগ হলো সকলেরই সাধ্য মতো বেড়ানো উচিত।

২৯| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৮

মিরোরডডল বলেছেন:

পদ্মের সাথে সহমত, জলদস্যু দেখতে নায়কের মতো :)


২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: চাকমা নায়ক!! B-)

৩০| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:



হা হা হা...... তাতে কি হয়েছে , চাকমারা কি মানুষ নাহ ?
এতো রেসিজম হয়ে গেলো :)
নায়ক বলে কথা !

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ইহার উপরে ভাষ্য নাই

৩১| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,




একটি সুন্দর,সুখী পারিবারের ভ্রমনের আদ্যপান্ত।
ছবি সহ যেন ভ্রমনের চলতি ধারাভাষ্য। চমৎকার।

আগের কোনও এক লেখায় কক্সবাজারের কোন কোন স্পটে যাবেন , কি কি দেখবেন তার একটা ফর্দ দিয়েছিলেন সম্ভবত। আগামী পর্বে তা থাকছে নিশ্চয়ই ? শুভস্য শীঘ্রম................

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ঠিক ধরেছেন, ভ্রমণ যাত্র শুরুর ঠিক আগে আগে একটা তালিকা দিয়েছিলাম।
সেটা ফলো করা যায়নি করনা পরিস্থিতি আর অসময়ের ফেরের কারণে।
আগামী পর্বে প্রথম দিনের সূর্যাস্তের কিছু দৃশ্য থাকবে। একটু ধির গতিতে এগুবে লেখা।

৩২| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৭

ঢুকিচেপা বলেছেন: মন্তব্য করতে এসে দেখি পদ্ম ভাই এবং মিরোরডডল আপু আমার কথা বলে দিয়েছেন।
আপনার প্রোপিক দেখে আমিও ভাবতাম হয়তো বড় বড় চুল এবং পাগল টাইপের।
কয়েকজনের খোঁচাতে ভ্রমন কাহিনি পৃথিবীর মুখ দেখলো এই ভালো।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন হয়, আমরা হয়তো কারো নাম শুনেই বা কারো কথা বারবার শুনে একটা ছবি তৈরি করে নেই মনে মনে। পরে দেখা যায় সেই ছবির ধারে কাছেও বাস্তব চিত্র যেতে পারে না। আবার কখনো কখনো অনেকটাই মিলে যায়।
ভ্রমণ সিরিজের দ্বিতীয় কিস্তি লিখে ছবি। এখন ছবি বাছাই করতেছি। ছবিতে কোনো ভ্যারাইটি নাই, সব একই রকম।

৩৩| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

নিয়াজ সুমন বলেছেন: এতদিনের অদেখা কাল্পনিক জগাই ভাইটির সাথে ছবির ভাইয়ের বিস্তর পার্থক্য।
তার মানে আমার কল্পনা শক্তি খুব নিম্মমানের। একদম উল্টো হয়ে গেলো যে :)

প্রোপিকের যে কঠিন ছবি বাপরে ...
আর বাস্তবে ঠিক তার উল্টো.. :-B

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন হয়, আমরা হয়তো কারো নাম শুনেই বা কারো কথা বারবার শুনে একটা ছবি তৈরি করে নেই মনে মনে। পরে দেখা যায় সেই ছবির ধারে কাছেও বাস্তব চিত্র যেতে পারে না। আবার কখনো কখনো অনেকটাই মিলে যায়।

প্রোপিকের এই ছবিটা প্রায় ১১/১২ বছর ধরে ব্যবহার হচ্ছে অনলাইনে, ফোরামে, ব্লগে, এখন ফেবুতেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.