নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

Blue Moon দেখুন আজ রাতে

৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

বাংলাদেশ সময় অনুযায়ী আজ ৩১শে অক্টোবর রাত ৮টা ৪৯ মিনিটে পূর্ণিমা হবে, যদিও সন্ধ্যা থেকেই মেঘমুক্ত আকাশে চাঁদের দেখা মিলবে।



যেহেতু এটি অক্টোবর মাসের দ্বিতীয় পূর্ণিমাতাই আজকের পূর্ণিমাকে বলা হয় Blue Moon।

আবার ৩১শে অক্টোবর যেহেতু খ্রীষ্টানরা হ্যালোইন হিসেবে পালন করে। তাই এচি হবে Halloween Blue Moon।

আগ্রমীরা দেখতে পারেন - "Blue Moon বা নীল চন্দ্র নীল নহে"

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঁচালেন
মনে মনে আফসোসে মরছিলাম -গতকাল বুঝি চলে গেছে ব্লু মুন :P

যদিও ফিরতে ফিরতে ৯ টা পেরিয়ে যাবে- তবুও বাকী টুকু দেখার বাসনা রইল

৩১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: তেমন আলাদা কিছু না স্যার, সারা রাতই দেখার সুযোগ আছে। এই উসিলায় একটু চাঁদ দেখা হলো শহুরে মানুষের, এই আরকি।

২| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Once a blue moon না হয়ে এত ঘন ঘন blue moon হচ্ছে কেন?

৩১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার পোস্টে একটা লিংক দিয়েছি দেখেন। সেখানে ব্যাখ্যা করা আছে।
আরো কিছু ব্লুমন আছে যেগুলি বিরল। আজকেরটাও বিরল।
বিরল গুলি নিয়ে আরো কয়েকটা লিখবো।

৩| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


হ্যালুইন খৃষ্টানদের কোন উৎসব বা দিবস নয়, ইহা কৃষকদের উৎসব।

৩১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি স্যার এই বিষয়ে খুব একটা ভালো জানি না।
আপনি যখন বলছেন তখন তাই ঠিক।
Halloweenহ্যালোইন

৪| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: খালি চোখে কি দেখা যাবে?

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: পূর্ণিমা দেখতে খালি আর ভরা চোখের কোনো বিষয় নাই স্যার।

৫| ০১ লা নভেম্বর, ২০২০ ভোর ৫:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা মহা ধুম ধানেই হ্যালোইন পালন করছি ।চারটা বড় বড় মিষ্টি কুমড়া বিশেষ ভাবে কেটে তার ভিতর মোম বাতির আলো জ্বেলে দরজার সামনে রাখা আছে।কয়েক রকমের ভূত কিছু কংঙ্কাল মাকড়সা বাদুর ইত্যাদি।বহু চকলেট কেনা হয়েছিল বাচ্চাদের দেয়ার জন্য কিন্তু সরকার নিষেধ করায় দেয়া হল না।
আমি ছবি দিতে জানি না,জানলে ছবি দিতাম। আমি একে বারেই নতুন অক্ষর খুঁজে পাইনা লিখতে অনেক সময় লাগে।তাই খুব কম মন্তব্য করি।হাজার হাজার বানান ভুল।পড়শুনা ছেড়েছি ৭০ দশকে।তার পর আর চর্চা নেই।কি লিখেতে কি লিখি আমি নিজেই জানি না।
এখানে( কানাডায়) আজকে ব্লু মুন দেখা যাবে। আকাশ পরিস্কার কিন্তু বাইরে খুব ঠান্ডা।গাড়িতে বসে যতটুকু দেখা যায়।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার শুভকামনা রইলো আপনার জন্য। বানান ভুল নিয়ে মাথাঘামানোর কিছু নাই। আমার কিবোর্ডের ব্যাটারি দূর্বল হয়ে গেছে কয়েক দিন ধরে। তাই মাঝে মাঝেই শব্দের মধ্যে কোনো অক্ষর মিস হয়ে যাচ্ছে। কিছু যায় আসে না। আমরাতো আর কবিতা লিখছিনা।

৬| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পূর্ণিমা দেখতে খালি আর ভরা চোখের কোনো বিষয় নাই স্যার।

আসলে আমি পূর্নিমার আলোর কথা বলতে চাই নি। চাঁদকে দেখতে চেয়েছি। তাছাড়া আমার ঘর ছোট হলেও জানালা দিয়ে চাঁদের আলো আসে।

০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও চাঁদের কথাই বলেছি , পূর্নিমার আলোর কথা বলিনি। সঠিক বুঝিয়ে লিখতে পারি নাই হয়তো।
পূর্ণিমার পূর্ণ চাঁদ বললে হয়তো বুঝার সমস্যা হতো না।
যাইহোক, আধারণ পূর্ণিমার পূর্ণিমার চাঁদের সাথে শুধু মাত্র তারিখ ছাড়া আর কোনো বাহ্যিক পাথক্য নেই Halloween Blue Moon এর।

৭| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক বছর পর আপনার ব্লক বাড়িতে এলাম। জানালা দিয়ে চাঁদ আর তার আলোর খেলা দেখতে আমার ভীষণ ভাল লাগে---- আন্তরিক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য

০১ লা নভেম্বর, ২০২০ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।
আমার একটি ঘরেও বিছানায় বসে চাঁদ দেখা যায়। যদিও ঘরটিতে কেউ থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.