নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার ভ্রমণ ২০২০ : প্রথম দিনের সূর্যাস্ত

০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

কক্সবাজার ভ্রমণ ২০২০ : প্রথম দিনের সূর্যাস্ত



কক্সবাজার ভ্রমণ ২০২০ এর যাত্রা শুরু ২৮শে সেপ্টেম্বর ২০২০ বাংলাদেশ বিমানের দুপুর ২টার ফ্লাইটে। ঢাকা থেকে রওনা হয়ে ৪০ মিনিটে প্লেন থেকে পাখির চোখে দেখা অপরূপ দৃশ্যের স্বাদ নিতে নিতে আমরা ৪ জন পৌছে যাই কক্সবাজার এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ইজিবাইক ভাড়া করে চলে আসি কক্সবাজারের লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রেস্টুরেন্ট কাশুন্দি-তে। এখানে দুপুরের খাবার খেয়ে পাশেই হোটেল অভিসারে উঠে আসি।

আগেই বলেছি হোটেলে অভিসারের পঞ্চম তালায় ৫০৮ নং যে রুমটি ভাড়া নিয়েছি সেটি বেশ বড়। উত্তর পাশে একচিলতে নামকা ওয়াস্তে ব্যালকনি, কাজের কিছু না। তবে রুমের পশ্চিম দেয়াল জুড়ে বিশাল কাঁচের জানালা। পর্দা সরালেই লাবনী পয়েন্টের মার্কেট পেরিয়ে দেখা যায় উপ-সাগরের ঢেউ।
















হোটেলের পিশ্চিম অংশে আছে একটি চমৎকার কমন বারান্দা। এখানে দাঁড়ালে চোখের সামনে অনেকটুকু দিগন্ত উন্মচিত হয়। দক্ষিণ দিকে বিশাল একটি হোটেলের নির্মানাধীণ অবকাঠাম দাঁড়িয়ে আছে। সম্ভবত করনার কারণে নির্মাণ কাজ এখন বন্ধ। সামনে দিয়ে রাস্তাটি চলে গেছে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত। হোটেলের উলটো পাশে বনবিভাগের রেস্ট হাউস, গাছ গাছালিতে ছাওয়া। দেখলাম লাবনী পয়েন্টের পুরনো রাস্তার ঠিক ডান পাশেই টুরিস্ট পুলিশরা বিশাল দালান করেছে সৈকত ঘেষে। সৈকতের এতো কাছে আর কোনো অবকাঠামো নেই মনে হয়। খোঁজ নিয়ে জানতে পেরেছি ওখানে টুরিস্ট এ্যালাও না। তাহলে এতো বড় অবকাঠামতে কারা থাকে? কে জানে!!











যাইহোক, হোটেল রুমে ব্যাগ রেখে আমরা বেরিয়ে আসি সৈকতে যাওয়ার জন্য। হোটেল থেকে বেরিয়ে কয়েক মিনিট হেঁটেই পৌছে যাই সৈকতে। সূর্যি মামার ত্যাজ কমে এসেছে। পশ্চিমাকাশে ছাড়া ছাড়া মেঘ। বড় মেয়ে সাইয়ারা ১১ বছর বয়েসে ইতিমধ্যে দু’বার এসেছে কক্সবাজারে, এটা তৃতীয় বার। আর ছোট মেয়ে নুয়াইরার এবারই প্রথম আসলো। ভয় আর আনন্দ নিয়ে উপভোগ করছে চারপাশ। সাগরের নোনাজলে পা ভেজাবার ইচ্ছে আর ভয় ওর মনে।



















সূর্য পাটে যেতে বসেছে। এরই মাঝে দেখি পূর্বাকাশে দেখা দিয়েছে রংধনূ। আর পশ্চিমাকাশের চারপাশে রক্তিম আভা ছড়াতে ছড়াতে নেমে যাচ্ছে সাগর অবগাহনে। অনেক অনেক বছর পরে এতো অপূর্ব সূর্যাস্ত দেখছি কক্সবাজারে। ক্যামেরা আর মোবাইলে টপাটপ কয়েকটা ছবি তুলে নিলাম।


https://www.youtube.com/watch?v=GqFlXy2SeRI&feature=youtu.be
















৩০ টাকা ঘন্টা হিসাবে একটি খাটিয়ায় আয়েশ করে বসে দেখছি রবির লালচে আলো মেঘের পরে ছড়িয়ে দেয়ার দৃশ্যাবলি। পিছনে বেশ বড় একটি চাঁদ উঠে আসছে। ঘুড়ি উড়াচ্ছে একজন। চাঁদের পটভূমিতে অতি আকর্ষণীয় সেই দৃশ্য। তেমন ভালো ভাবে ক্যামেরা বন্দি করা গেলো না।



















এভাবেই শেষ হলে আমাদের প্রথম দিনের সমূদ্র দর্শন। আগামী কাল থেকে শুরু হবে ভ্রমণ কক্স-বাজারে।
চলবে.....


ভ্রমণ সংক্রান্ত আমার সকল লেখার লিংক -

মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস


মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০০

রোকনুজ্জামান খান বলেছেন: আপনার ভ্রমন শুভ হোক সেই সাথে সবার সু স্বাস্থ্য কামনা করছি।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনকে।
ভ্রমণ শেষ করে এক মাস আগেই সুস্থ ভাবে বাড়িতে ফিরে এসেছি।

২| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই চমৎকার পোস্ট স্যার।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৪| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২০০৬ সালের মাঝামাঝিতে আমি বেশ কটা দিন অভিসার হোটেলে ছিলাম।
খুবই ভালো ছিল সেই সময়।
এখন কেমন কে জানে।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: তেমন আহামরি কিছু না স্যার। তবে বাজেট ট্যুরের জন্য ভালো।

৫| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি উপভোগ করলাম।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনে খুশী হলাম স্যার।

৬| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:০০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভা্বীসাব শুটকি কিনে নাই!!!

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পর্যন্ত ৬/৭ বার গেছে কক্সবাজার বেরাতে। কখনো শুটকি কিনে নাই, কিনবেও না।
কিনে আচার, সেন্ডেল, চাদর।

৭| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: এই পর্যন্ত ৬/৭ বার গেছে কক্সবাজার বেরাতে। কখনো শুটকি কিনে নাই, কিনবেও না।
কিনে আচার, সেন্ডেল, চাদর।


--- /:)
-শুনেছি রাজশাহী ও বরিশালের মানুষ নাকি শুটকি খায় না :|| যাক বার্মিজ আচার, সেন্ডেল ও চাদর- সবসময় পায় কদর!

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কোন এলাকার লোক শুটকি খায় না তা জানি না।
আমি এবং আমরা ঢাকার লোক, আমরা শুটকি খাই।
তবে বেরাতে গিয়ে শুটকি কিনে আনার মতো শুটকিপ্রিয় লোক আমি এবং আমরা নই।

৯| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

নিয়াজ সুমন বলেছেন: শুরুতে ছবির নান্দনিকতায় মুগ্ধ।
পুতুলের মতো ছোট ভাতিজিকে দেখে ভালোলাগলো।
ভাবি ও ভাতিজি কে তো দেখা হলো।
সবার প্রতি শুভ কামনা। ছবির মতো সুন্দর হোক তাদের প্রতিটি মুর্হুত।
কিন্তু ভ্রমণের রূপকার ভাইকে তো দেখলাম না !!

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ভাইজান।
পুতুলের মতো মেয়েটি কি পরিমান জেদি আর মুডি তা যদি জানতেন!!
প্রথম পর্বে আমার ছবি আছে। এই পর্বে আমার নিজের ওনো ছবি তোলা হয় নাই। মিসেসের মোবাইলে দুই-একটা ছবি থাকলেও থাকতে পারে।

১০| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

নেওয়াজ আলি বলেছেন: সত্যিই আপনি চমৎকার ছবি তোলেন। আপনার সাথে বেড়াতে যাওয়া দরকার

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সেক্ষেত্রে ভুল করবেন। আমি মানুষের (পোট্রেট) ছবি ভালো তুলতে পারি না।

১১| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

নিয়াজ সুমন বলেছেন: আমি মাঝে বেশ কিছুদিন ব্লগে বিচরণ করিনি। তাই আগের পর্ব মিসিং হয়েছে।
আজকে হঠাৎ ডু মারতে আপনার পোস্ট দেখলাম।
আপনার প্রতিদিনের ব্লগ দেখে আর বর্ণনা শুনে এর মধ্যে আপনার একটা কাল্পনিক ছবি আমার মনে একেঁ নিয়েছি। তো দেখা যাক সেই মিষ্টি মানুষটি কেমন। দেখে মন্তুব্য ঘরে আবার ফিরে আসবো।

পুতুল তো একটু জেদি আর মুডি হবে। তা না হলে কি আর সেই পুতুল। পুতুলের জন্য শুভ কামনা। পুতুল কে নিয়ে চট্টগ্রামে আপনার দাওয়াত রইলো।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশিরভাগ সময় দাখা যায় আমরা কারো নাম শুনেই বা কারো কথা বারবার শুনে একটা ছবি তৈরি করে নেই মনে মনে। পরে দেখা যায় সেই ছবির ধারে কাছেও বাস্তব চিত্র যেতে পারে না। আবার কখনো কখনো অনেকটাই মিলে যায়।
আমার প্রপিকের কারণে একটা ভুল চিত্র তৈরি হয় প্রায় সকলের মনে।

ধন্যবাদ আপনাকে নিমন্ত্রণের জন্য। চট্টগ্রামে বেরাতে গেলে অবশ্যই আপনাকে জানাবো।

১২| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



রাখাইন মেয়েদের দেখেছেন?

০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: না দেখিনি।
সৈকর্তের মার্কেটটিতে রাখান মেয়েরা থাকে না।
পুরনো বার্মীজ মার্কেটে গেলে ওদের দেখা মিলতো, কিন্তু সেখানে এবার যাওয়া হয় নাই।

১৩| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর ছবিগুলো।++
মিষ্টি মিষ্টি দই ভাতিজিকে অনেক শুভেচ্ছা।ভাবিজিকে সালাম। প্রকৃতির মন জুড়ানো ছবির সঙ্গে আপনার সুন্দর পারিবারিক ছবিগুলোতে মুগ্ধতা। শুধু আক্ষেপ থেকে গেল জলদস্যু ভাইকে দেখতে না পেয়ে। নাকি দিবালোকে বা পুলিশের সামনে বার না হতেই নিজেকে লুকিয়ে রাখা। হেহেহে....

শুভেচ্ছা নিয়েন প্রিয় ‌ভাই।

০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পদাতিক চৌধুরি ভাইজান অশেষ ধন্যবাদ আপনাকে মজার মন্তব্যের জন্য।
প্রথম পর্বে আমার ছবি আছে। এই পর্বে আমার নিজের কোনো ছবি তোলা হয় নাই। মিসেসের মোবাইলে দুই-একটা ছবি থাকলেও থাকতে পারে। আগামী পর্বগুলিতে আমার ছবিও থাকতে পারে।

১৪| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবরের ফল মিঠা হয়...আজ প্রমাণ পেলাম আবার

দারুন সিরিজের দারুন পর্বের জন্য ধন্যবাদ।
অসাধারন প্রকৃতি, সূর্যাস্ত আর প্রিয় মানুষদের নিয়ে সমুদ্র দর্শনে আমাদের ভার্চুয়াল সংগী করায়
আমরাও দেখে নিলাম দারুন রংধনু আর সূর্যাস্ত। সমুদ্র আর ঢেউ :)


++++

০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমি একটু অলস লোক, নইলে আরো আগে দেয়া যেতো।
আমিতো লিখি কম, ছবি দেই বেশী। তাই পোস্ট তৈরি করতে বেশী সময় লাগে না।
শতশত ছবি থেকে কয়েকটা ছবি আলাদা করে ফাইনাল টাচ দিতেই সময় বের হয়ে যায়।
এই পর্বে ১৫০্+ ছবি থেকে প্রথম দফায় ৫০+, দ্বিতীয় ছাটায়ে ৩০+ এবং শেষে এই ২২/২৩টি ছবি রেখেছি।
আশাকারি আগামী পর্ব শীঘ্রই আসবে।

১৫| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মিরোরডডল বলেছেন:



সমুদ্র মানেই উত্তাল, ভালোলাগা ।
পাগলার মেয়ে দুটোর নাম সুন্দর ।
আমি আগে কখনও শুনিনি ।




০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে লেখাটুকু পড়া ও মন্তব্য করার জন্য।
মেয়েদের নাম আমি রেখেছি।
আমার মায়ের নাম সুরাইয়া, অর্থ তারা।
বড়ে মেয়ের নাম সাইয়ারা, অর্থ তারা বা তারকা।
ছোট মেয়ের নাম নুয়াইরা, অর্থ গোলাপের পাপড়ি।

১৬| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মিরোরডডল বলেছেন:



একটা বানান ঠিক করে নেবে ইফ ইটস ওকে ।
ওটা বেলকুনি হবে না , ব্যালকনি ।

নীলাকাশ সাগর সানসেট, এতকিছুর সাথে রংধনুটা যেন বোনাস ।
বিউটিফুল !






০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
ঠিক করে নিয়েছি।

এর আগে আর একবার সম্ভবতো কক্সবাজারে রংধনু দেখেছিলাম।
এবার পরপর দুইদিন দেখেছি। দ্বিতীয় দিন খুবই ক্ষীণকায় ছিলো।

১৭| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আমার আসা। আপনি বলার পরে মনে পড়েছে। প্রথম পর্বে আমি নিজেও মন্তব্য করেছিলাম। মাক্স পড়া আপনার ছবি আছে। এমন একটা পোস্টে সময়ে লাইক দিতে ভুল হয়েছে দুঃখিত। দ্বিতীয়বার অবশ্য আর ভুল হয়নি। হেহেহে....

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আবারও মন্তব্যের জন্য।
কৃতজ্ঞতা লাইক প্রদানের জন্য।

১৮| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

করুণাধারা বলেছেন: দিন থেকে রাত পর্যন্ত চমৎকার সব ছবি। সবচেয়ে ভালো লাগলো আপনার ছোট মেয়ের সূর্য খাবার ছবি... দারুন ছবি তুলেছেন!!

০২ রা নভেম্বর, ২০২০ রাত ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: সূর্য খাওয়ার চেষ্টায় সাইয়ারা
ছবি তোলার স্থান : কটকা, সুন্দরবন।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং



বড় বোনের এই ছবি দেখে ছোটো জনেরও ইচ্ছে সূর্য ভক্ষণের ছবি তোলার। সেই ইচ্ছে এবার পূরণ হলো ওর।

১৯| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুনে খুশী হলাম স্যার।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ, আপনার জন্যও শুভকামনা

২০| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভ্রমণকালীন সুন্দর ছবি। ++++

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২১| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

পদ্মপুকুর বলেছেন: গেলবছরেও তো চেয়ার ভাড়া ২০ টাকা করে ছিলো, ৩০ টাকা হয়ে গেছে এখন? ঘুরতে যাওয়ার আনন্দটা অন্যের মধ্যেও ছড়িয়ে দেয়ার বিরল গুণ আপনার মধ্যে আছে দেখা যাচ্ছে। আপনার সাথে সাথে আমরাও ঘুরছি....

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি শেষ বার যখন গেছি তখন রাতের বেলা ১৫ টাকায় বসেছে। এখন এক দাম, কোনো দামাদামি নাই।

আমি ভ্রমণের গল্প করেত পছন্দ করি।
লিখতে আলসেমি লাগে। লেখার কমতি পোষানোর জন্য বেশী বেশী ছবি দেই।

২২| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভ্রমণ পোস্ট সব সময়ই ভালো লাগে।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও পছন্দ করি।

২৩| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৭

ঢুকিচেপা বলেছেন: আপনার ছোট মেয়ে খুব আনন্দ করেছে দেখছি।

ছবিগুলো ভালো লেগেছে।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দুই জনই বেড়ানোর ওস্তাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.