নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফল ফলাদি - ০৩

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৫

জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?


ডেউয়া

অন্যান্য ও আঞ্চলিক নাম : ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল, ঢেউফল।
সংস্কৃত নাম : লকুচ
Common Name : Monkey Fruit, Monkey Jack, Lakoocha
Scientific Name : Artocarpus lacucha
ছবি তোলার স্থান : মালখানগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং


এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত



উত্তাল সমীরণের দাপটে ছাদের লিচুবৃক্ষের
সবেধন দুইখানি লিচু ঝরিয়া পরিয়াছিলো মোর।


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৫/২০২০ ইং





গাছ থেকে জাম নামানো হলো। এর পরেও আরো এক বল নেমেছে।

৩২ জনের বাড়িতে পাঠানোর পরে নিজের ভাগে এক বাটি ছিলো। তিনজনে খেয়ে শেষ করে ফেলেছি।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩১/০৫/২০২০ ইং




ডুমুর

ছবি তোলার স্থান : ইস্রাফীলের ছাদ বাগান, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৭ ইং




শ্বশুর মশায়ের ছাদ বাগানের রঙীন জামরুল

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০৫/২০১৬ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮

=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনার নিজের জামগাছ আছে?

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, বাবার লাগানো ২টি জাম গাছ আছে। প্রতিবছর প্রচুর জাম হয়।
সারা এলাকায় বিলি করি।
আমার নিজের কেনা একটা আছে। সেটায় জাম হয় না।

২| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: দস্যুর মতো হামলে পড়েছেন জিহ্বায় এনেছেন পানি
ফলের ছবি নিয়েই এখন করছি টানাটানি।

ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ছন্দবদ্ধ মন্তব্যের জন্য স্যার।

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১০

রোকনুজ্জামান খান বলেছেন: আহা! কি সুন্দর ।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ডেউয়া কোনো দিন খাই নাই।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি খেয়েছি কদাচিত। শুকনা মরিচ দিয়ে ভর্তা করতে হয়।

৫| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: বাহ্ চমৎকার

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৬| ০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ডেওয়া এতোটাই মাজাদার ফল যে মাঝে মাঝে মনে হয় ডেওয়া সারা বছর পাওয়া গেলে ভালো হতো। ডেওয়া আমার খুবই প্রিয় একটি ফল।

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার তেমন একটা ভালো লাগে না। গ্রামের দিকে গেলে হঠাত চোখে পড়লে হয়তো আবেগের বসে কিনে ফেলি, তবে তেমন কেউ খায় না বাসায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.