নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ইস্টিশন – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

বইয়ের নাম : ইস্টিশন
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : অক্টোবর ১৯৯৯
প্রকাশক : অনন্যা
পৃষ্ঠা সংখ্যা : ৯২



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
নান্দাইল রোড ইস্টিশনের স্টেশন মাস্টার আজহার উদ্দিন সাহেবের সংসারের কাহিনী এটি। তার সংসারে আছেন আধ পাগলী স্ত্রী, বার বার মেট্রিক ফেল করা বড় ছলে রঞ্জু, স্কুল পড়ুয়া মেধাবী ছাত্র টগর। আরও আছে এক বোন ও বনের মেয়ে কুসুম। কুসুম খুবই মেধাবী ছাত্রী, কিন্তু কিছুটা খেয়ালী।

রঞ্জু বার বার ফেল করে বলে এক সময় বাড়ি ছড়ে চলে যায়। পরে এক সময় ফিরে এসে একটি এনজিওতে চাকরি নেয়। কিছুদিন পরে আবার চাকরি ছেড়ে ব্যবসা করার কথা ভাবে।

এরমধ্যে এলাকার একটি নদীর উপরের রেলওয়ের সেতুটি দুর্বল হয়ে পড়ে। সেটি ঠিক করার জন্য ঢাকা থেকে লোক আসে। কাজের তদারক করার জন্য একজন চীনা ম্যানও আসে। সেখানকার ইঞ্জিনিয়ার টগরদের বাড়িতে আসা যাওয়া শুরু করে। একসময় কুসুমের প্রতি তার দুর্বলতা প্রকাশ পায়।

বোকা আর ভীতু সেই ইঞ্জিনিয়ারকে চীনা ম্যান নানা ভাবে জালাতন করে। শুধু তাকে না, বরং প্রজেক্টের সবাইকেই চীনা ম্যান নানা ভাবে জালাতন করে। এক রাতে ক্রেন চালক এবং আরও দুজন মিলে মদ খেয়ে মাতাল হয়ে চীনা ম্যানকে রেল সেতুর উপরের রেল লাইনে দড়ি দিয়ে বেঁধে রাখে। ট্রেন এসে চীনা ম্যানকে পিষে ফেলে।

বিচারে ক্রেন চালক আর তার সহকারী দুজনের ফাঁসি হয়। তারা মিথ্যে করে বলে ইঞ্জিনিয়ার তাদের সাথে জড়িত ছিল। তাই বিনা অপরাধে ইঞ্জিনিয়ারেরও ফাঁসি হয়ে যায়।

চিকিৎসার জন্য টগরের মাকে পাবনাতে পাঠানো হয়। কুসুম তার বাবার কাছে চলে যায়। টগরের দিন কাটতে থাকে কুসুমের ফিরে আসার আশায়। তার বাবা এখন ইস্টিশনেই ঘুমায়।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: এই বইটি আমি বেশ কয়েকবার পড়েছি।
দারুন বই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কাছে খুব আহামরি কিছু মনে হয়নি।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়েছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার কাছে খুব আহামরি কিছু মনে হয়নি।

এই জন্য প্রতিটা বই দুই তিনবার করে পড়তে হয়।

০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, আমি এটা মনে হয় ২ বার পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.