নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সুন্দরী সুন্দরবন - ০২

২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৯

আমি এখন পর্যন্ত ৩ বার গেছি সুন্দরবন ভ্রমণে। আরো কয়েকবার যাবার ইচ্ছে আছে।
ভ্রমণকালে ভয়ঙ্কর সুন্দরী সুন্দরবনের প্রচুর ছবি তুলেছি। কিন্তু কেনো যেনো সুন্দর ছবি তুলতে পারি নাই।

কিছু ছবি ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে এই পর্বে ৫টি ছবি রইলো।

১। সবুজ পথ

ছবি তোলার স্থান : কলাগাছিয়া, সাতক্ষীরা।
ছবি তোলার তারিখ : ২২/০৩/২০১৫ ইং




২। ভাটার সময় বনের ধারে

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং




৩। বনের মাঝে কাঠের ওয়াক ওয়ে

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং




৪। ভাটার টানে

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং




৫। শিকার ও শিকারি

ছবি তোলার স্থান : কটকা, সুন্দরবন, বাংলাদেশ।
তারিখ : ২২/১১/২০১৪ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সুন্দরী সুন্দরবন – ০১

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবে এসব জায়গা ঘুরবো আল্লাহ জানেন :(

খুব সুন্দর

২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন খুব সহজ হয়ে গেছে।
জনপ্রতি ৮৫০০ থেকে শুরু হয়ে নানান রেটে বিলাসবহুল ট্রিপ আছে। যেকোনো একটায় গেলেই অনেকটা দেখে আসা যায়।
শুভকারনা রইলো।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১০

এম এ হানিফ বলেছেন: একবার গিয়েছিলাম, ভার্সিটি থেকে। এই কাঠ দিয়ে বানানো সেতুর একটি কাঠ ভেঙ্গে আমাদের এক বান্ধুবীর এক পা নিচে চলে গেছল। সে খুব ভয় পেয়েছিল। একটু আহত ও হয়েছিল। পরে আমরা দুজন মিলে ওকে টেনে তুলি।

মনে পড়ছে সেদিনের কথা ।

২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: রোদ জল আর নোনা আবহাওয়ায় দ্রুতই নষ্ট হয় কাঠগুলি। সব সময় সাবধানে চলতে হয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্যে স্মৃতিচারনের জন্য।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

মেহেদি_হাসান. বলেছেন: ক্লাস ৮ এ থাকতে একবার গিয়েছিলাম।

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ, বেশ।
কতোটুকু গিয়েছিলেন?

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ২০০৯ সালে কটকায় এক রাত ছিলাম! দারুন এক্সাইটিং -- আবারও যেতে চাই -সময় সুযোগ করে।

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও ছিলাম, তবে লঞ্চে। খুবই চমৎকার একটি ট্রিপ ছিলো।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার একবার ফোটোওয়ার্কে যাওয়ার ইচ্ছা আছে।

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ক্যামেরা আর লেন্সের অবস্থা খারাপ। নতুন কিনতে হবে।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৪

পদ্মপুকুর বলেছেন: আপনি কি মহৎ উদ্দেশ্যে ছবি দেন, না কি আমাদের লোভ ধরান? B:-)

২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: নিজের খায়েস মিটাই আর অন্যের আগ্রহ তৈরির হোক মনেমনে তা চাই।
আমি রাজনীতিবিদ নই মহৎ উদ্দেশ্যের ধারে কাছে আমি নাই।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

আরািফন বলেছেন: চারবার গেছি চারবার গেছি

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ বেশ।
আমার আরো যাওয়ার ইচ্ছে আছে।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩

কল্পদ্রুম বলেছেন: ৩ নম্বরটা বেশ সুন্দর। ব্রীজের উপর কেউ না থাকলে আরো ভালো হতো।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
ব্রীজ ফাঁকা পাওয়া সময়সাপেক্ষ্য ব্যাপার।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২১

ঢুকিচেপা বলেছেন: সবুজে আচ্ছাদিত রূপ।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: সবুজের আড়ালে আছে ভয়ঙ্কর রূপ।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারের উচিত সুন্দরবনের বাঘকে রক্ষা করা। বাঘ না থাকলে সুন্দরবন দ্রুত নিঃশেষ হয়ে যাবে। দরকার হলে অন্য জঙ্গল থেকে বাঘ কিনে সুন্দরবনে ছেড়ে দেয়া উচিত। বানরের পরিমান বেশী। তাই কিছু বানর রপ্তানি করা যেতে পারে।

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: রপ্তানি করার মতো সংখ্যা কোনো প্রাণীরই নেই মনে হয়।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

মলাসইলমুইনা বলেছেন: সুন্দরবন নিয়ে একটা ফটো সিরিজ করুন। সুন্দরবনের ফটো কম হয়ে গেছে মনে হচ্ছে ।তাছাড়া এই সুযোগে সিরিজ করে নিন, কয়লার ময়লায় এ সুন্দরবন সুন্দর ভাবেতো দূরের কথা অক্ষতই থাকে কিনা ভবিষ্যতে সেটারওতো কোনো নিশ্চয়তা নেই ! তিন নাম্বার ফটোটা সুন্দর এসেছে।সুন্দরবনের খানিকটা ফ্লেভার আছে এই ফটোতে ।

২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য মতামত আর পরামর্শের জন্য।
সংন্দরবন নিয়ে আসলেই আশংকার কারণ তৈরি হয়েছে। আমাদের করার কিছুই নাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.