নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফল ফলাদি - ০৪

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?

একদা আমার ছাদে আঙ্গুর গুচ্ছ ফলিয়া ছিলো।

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৪/২০১৯ ইং


এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত





সবে রং এসেছে

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৯ ইং




শেষ পর্যন্ত ফলাফল এই।





বেশ কয়েক বছর প্রথমে যত্নে, পরে কিছুটা অযত্নে থাকার পরে ২০১৭ সালে দ্রাক্ষার দেখা পায় ইস্রাফীল।

ছবি তোলার স্থান : ইস্রাফীলের ছাদ বাগান, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৭ ইং





ছবি তোলার স্থান : ইস্রাফীলের ছাদ বাগান, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৭ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮

=================================================================

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

সোহানী বলেছেন: ফলতো পেলাম ফলাদি কই???

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: যাহা লাউ তাহাই কদু

২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫০

মেহেদি_হাসান. বলেছেন: একদা আমাদের বাড়িতেও আঙ্গুর গাছ ছিলো গুচ্ছ গুচ্ছ আঙ্গুর হইতো দেখতে চমৎকার লাগতো কিন্তু খেতে অতি টক।

২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার আঙ্গুরগুলি পাকার পর বেশ মিষ্টি ছিলো।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার +

২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করছে ফল গুলো ধুয়ে এখনই খেয়ে ফেলি।

২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: খেতে কিন্তু মিষ্টি ছিলো।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: আমার একটু জায়গা থাকলে নানান রকমের গাছ টাছ লাগিয়ে ভরে ফেলতাম।

২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও গাছ লাগানোর যায়া নাই। ছাদে অল্প যা আছে জায়গা সেখানে গাদাগাদি করে হাবিজাবি গাছ লাগিয়ে রেখেছি।
জয়দেবপুরে জমি কিনেছি গাছ লাগাবো।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০০

ঢুকিচেপা বলেছেন: আঙুরগুলো খুব সুন্দর।
দ্রাক্ষা কি খায় ?

ছড়া/কবিতায় যে পঞ্চাশটা নাম লিখেছেন পরবর্তীতে নামসহ ফলের ছবি দিবেন। ২টা ফল চিনি না দুরিয়ান, বৈঁচি

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

দ্রাক্ষার ইংরেজি Grape মানে আঙ্গুর, অতএব খাওয়া যায়।

ছড়ার ফলের ছবিগুলি দেয়া যায়, এইটা ভালো আইডিয়া।

দরিয়ান বিদেশী ফল, কাঠালের মতো, দেখলেই চিনবেন।


বৈঁচি খঁটি দেশী ফল


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.