নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সুন্দরী সুন্দরবন - ০৩

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫০

আমি এখন পর্যন্ত ৩ বার গেছি সুন্দরবন ভ্রমণে। আরো কয়েকবার যাবার ইচ্ছে আছে।
ভ্রমণকালে ভয়ঙ্কর সুন্দরী সুন্দরবনের প্রচুর ছবি তুলেছি। কিন্তু কেনো যেনো সুন্দর ছবি তুলতে পারি নাই।

কিছু ছবি ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে এই পর্বে ৫টি ছবি রইলো।

১। নীল সবুজের মিল

ছবি তোলার স্থান : কটকা, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং





২। সুন্দরবনের ভিন্নরূপ

ছবি তোলার স্থান : সাতক্ষীরা, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৩/২০১৫ ইং




৩। সবুজ পথের হাতছানি

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং




৪। সুন্দরবনের গোলপাতা

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং



৫। জলের ধারে গোলপাতা

ছবি তোলার স্থান : হারবাড়িয়া, সুন্দরবন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৪ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সুন্দরী সুন্দরবন – ০১
সুন্দরী সুন্দরবন – ০২

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর সুন্দরবন

একদিন যাবো যদি আল্লাহ তাআলা রিযিক রাখেন

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মনসকামনা পূর্ণ হোক।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


সুন্দর বনের ভেতরে, নদীতে মাছ ধরে লোকজন?

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধনে, এখনো ধরে। কয়েক ধরণের জেলে আছে সেখানে। একেক ধরনের জেলের মাছ ধরার পদ্ধতি আলাদা আলাদা। সেগুলি দেখার সুযোগ হয়নি তেমন। আগামীতে যদি কখনো তাদের সাথে যাওয়ার সুযোগ করতে পারি তাহলে ভিন্ন রকম কিছু অভজ্ঞতা হবে।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

হাসান ইমরান বলেছেন:

আপনার ব্লগে গোলপাতার ছবি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। তখন বইতে গোলপাতার কথা পড়ে আমি ভাবতাম, গোলপাতা হয়তো তালের ডগার মতোই (তালপাতা- গ্রামে তালের ডগা বলে) অনেক বড় আর গোল গোল!

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা প্রায় সকলেই ছোট বেলায় গোলপাতাকে গোল মনে করতাম। ছোট বেলার ভাবনাগুলি কতো নির্মল হয়!!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

মেহেদি_হাসান. বলেছেন: আগের দুটি পর্বের মতোই যথারীতি ছবিগুলো চমৎকার হয়েছে। আমি একবার সুন্দরবন গিয়েছিলাম আরো ৩/৪ বছর আগে হবে তখন অবশ্য তেমন কিছু দেখার সুযোগ পাইনি আরো কয়েকবার যাবার ইচ্ছে আছে। আশা করছি আপনার মাধ্যমে সুন্দরবনের সুন্দর আরো কিছু ছবি দেখতে পারবো।

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দরবনে গিয়ে প্রচুর ছবি তুলেছি, আসবে সেগুলি আগামীতে পর্যায়ক্রমে।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দরে সমুজ্জ্বল।

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৩

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: দারুন ছবি! যিনি মরুভূমিতেও জল আনতে পারেন তার ধারনকৃত ছবি দারুন হবেনাইবা কেন? আমি করমজল পয়েন্ট দিয়ে কয়েক বছর আগে গিয়েছিলাম। পরবর্তীতে আল্লাহ্ নিলে হিরণ পয়েন্ট দিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আশাকরি আপনার তোলা আরও সুন্দর ছবিগুলি দেখতে পাবো।

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও হিরণপয়েন্ট যাবার উচ্ছে আছে আল্লাহ চাহেতো আগামী বছর রাসমেলায় যাবো ঐদিকে।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৮

ঢাবিয়ান বলেছেন: অসাধারন সব ছবি। কবে যে যেতে পারবো কে জানে!

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।
এখন সুন্দরবন ট্রিপগুলি খুব ভালো হয়, ৮৫০০ হাজার থেকে শুরু হয়।
সহজ, সুন্দর আর আনন্দের ট্রিপ হবে, সুযোগ হলে চলে যাবেন।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দরবন কি কোনো পশু পাখির দেখা পান নি। হরিন আর বানর তো খুব আছে।

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ট্যুরিস্টরা পাখি, হরিণ, বানর আর কুমির ছাড়া তেমন কিছু দেখতে পায় না।
আমার ট্রিপে সেগুলির দ;এখাও খুব কম পেয়েছি।
তাতে আমার কোনো আপসোস নেই, আমি বন দেখেই তৃপ্ত হয়েছি, আবার তৃষা বারিয়েছিও।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৫

ওমেরা বলেছেন: সুন্দর বনের ভিন্নরূপের ছবিটাই বেশী সুন্দর লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

ঢুকিচেপা বলেছেন: দুই নম্বর ছবি দারুণ লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.