নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট থার্টি ওয়ান]

১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : লতা পারুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : পারুল লতা, নীল-পারুল, রসুন্ধি, রসুন্ধি-লতা, নীলঘণ্টা।
Common Name : Garlic Vine, Wild Garlic, Amethyst Vine, Fake garlic, False garlic, Purple garlic.
Scientific Name : Mansoa alliacea

ছবি তোলার স্থান : ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১০/২০১৯ ইং




২। ফুলের নাম : সোনালু

অন্যান্য ও আঞ্চলিক নাম : বাঁদর লাঠি, বান্দর লাঠি, বানরনড়ী, রাখালনড়ী, সোদাল, সোনাইল, আরগ্বধ, অমলতাস, আরোগ্যশিম্বী, কুণ্ডল, কৃতমালক, কর্ণিকার, কর্ণী, কলিঘাত, চতুরঙ্গুল, দীর্ঘফল, নৃপদ্রুম, প্রগ্রহ, ব্যাধিঘাত, রাজবৃক্ষ, শম্পাক, স্বর্ণাঙ্গ, হেমপুষ্প।।
Common Name : Golden shower, purging cassia, Indian laburnum, purging cassia.
Scientific Name : Cassia fistula

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৫/২০১৮ ইং




৩। ফুলের নাম : ডালিয়া

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নেই।
Common Name : Dahlia
Scientific Name : জানা নেই।

ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/০১/২০১২ ইং




৪। ফুলের নাম : পারিজাত

অন্যান্য ও আঞ্চলিক নাম : কটকিংশুক, কণ্টকী, নিম্ববৃক্ষ, পারিভদ্র, পালতেমাদার, পালদেমাদার, পালিধামাদার, প্রভদ্রক, বুনো পলাশ, মন্দার, মাদার, মান্দর, রক্তপুষ্প ।
Common Name : Tiger's Claw, Indian Coral Tree, Coral Tree, Sunshine Tree, Lenten tree ।
Scientific Name : Erythrina variegata, Erithrina Indica.

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১৯ ইং




৫। ফুলের নাম : বাসন্তিকা (হলুদ)

অন্যান্য ও আঞ্চলিক নাম : নেই।
Common Name : Golden trumpet tree, Golden-Haired Trumpet Tree, The Tree of Gold, Yellow Trumpet Tree, Tabebuia flower
Scientific Name : Handroanthus chrysotrichus

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১৯ ইং




৬। ফুলের নাম : সুখদর্শন

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Milk and Wine Lily, pink-striped trumpet lily, wide-leaved pink-striped trumpet lily, wide-leaved crinum lily crinum lily
Scientific Name : Crinum latifolium

ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং




৭। ফুলের নাম : বোতল ব্রাশ

অন্যান্য ও আঞ্চলিক নাম : বতল ব্রাশ
Common Name : Weeping Bottlebrush; Creek Bottlebrush; Drooping Bottlebrush; Red Bottlebrush.
Scientific Name : Melaleuca viminalis

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং




৮। ফুলের নাম : পলাশ

অন্যান্য ও আঞ্চলিক নাম : কিংশুক, কিনাকা, কির্স্মী, যাজ্ঞিক, ব্রহ্মপাদপ, ক্ষারশ্রেষ্ঠ, রক্তপুষ্প, ত্রিবৃত ও সমিদুত্তম।
Common Name : Flame of the Forest, Parrot tree, Bastard Teak, battle of Plassey tree, Bengal kino, palas tree ।
Scientific Name : Butea monosperma

ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৩/২০১৮ ইং




৯। ফুলের নাম : দাঁতরাঙ্গা

অন্যান্য ও আঞ্চলিক নাম : লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার।
Common Name : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter's rhododendron, Senduduk.
Scientific Name : Melastoma malabathricum

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১০/২০১৯ ইং




১০। ফুলের নাম : সূর্যমুখী

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Sunflower
Scientific Name : Helianthus annuus

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ফুল সৌন্দর্যের প্রতীক ।আর আপনার মাধ্যমে প্রতিনিয়ত ফুলের সাথে পরিচয় হচছে তার জন্য শুকরিয়া।

১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ফুল সৌন্দর্যে সকলেই মুগ্ধ হয়, এই মুগ্ধতা প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করুক এটাই কামনা।

২| ১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ১০ টি ফুলই সুন্দর। অথচ এইসব ফুল মেয়েরা খোপায় পড়ে না।

১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তাইতো!! খোপায় পরার ফুল একটিও নেই!!!

৩| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

মিরোরডডল বলেছেন:



সোনালুকে মনে হয় কোথাও কোথাও সোনাইল বলে । খুব সুন্দর ।
আর নীল পারুল কি যে মিষ্টি দেখতে ! পার্পল ইজ অলওয়েজ দ্যা বেস্ট ।

১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। সোনাইলের বিষয়টা সঠিক বলেছে।

অন্যান্য ও আঞ্চলিক নাম : বাঁদর লাঠি, বান্দর লাঠি, বানরনড়ী, রাখালনড়ী, সোদাল, সোনাইল, আরগ্বধ, অমলতাস, আরোগ্যশিম্বী, কুণ্ডল, কৃতমালক, কর্ণিকার, কর্ণী, কলিঘাত, চতুরঙ্গুল, দীর্ঘফল, নৃপদ্রুম, প্রগ্রহ, ব্যাধিঘাত, রাজবৃক্ষ, শম্পাক, স্বর্ণাঙ্গ, হেমপুষ্প।।

৩ বছরের বেশী অপেক্ষার পর এই বছর আমার গাছে নীল পারুল ফুটেছে।

৪| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪

মিরোরডডল বলেছেন:

ইউ আর সো লাকি ম্যান । পাগলার বাসায় এতো সুন্দর ফুল গাছ আছে, ওয়াও !

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ছাদে যায়গা নেই। অল্প যা আছে সেখানে গাদাগাদি করে কিছু গাছ লাগানো আছে। ওরা ফুল ফল যা দেয় টুকটাক তাতেই মন ভরে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.