নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট থার্টি টু]

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩২

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : লিলি

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Netted Veined Amaryllis, Striped Leaved Amaryllis
Scientific Name : Hippeastrum reticulatum

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং




২। ফুলের নাম : দুপুরমনি

অন্যান্য ও আঞ্চলিক নাম : সূর্য মনি, বনদুলি, কুপুরিয়া দুপুরিয়া, বন্ধুক, কটলতা, বন্ধুলী, দুপুরচণ্ডি, দুপুর মালতি
Common Name : Midday Flower, Scarlet Mallow, Copper Cups, Florimpia, Noon Flower, Scarlet Pentapetes, Scarlet phoenician
Scientific Name : Pentapetes phoenicea

ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




৩। ফুলের নাম : আমরুল (বেগুনী)

অন্যান্য ও আঞ্চলিক নাম : জানা নাই।
Common Name : Purple Shamrock, False shamrock, Love plant
Scientific Name : Oxalis triangularis

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০৩/২০১৮ ইং




৪। ফুলের নাম : রাধাচূড়া (হলুদ)

অন্যান্য ও আঞ্চলিক নাম : ছোট কৃষ্ণচূড়া, রত্নগণ্ডি, সিদ্ধেশ্বরা, সিদ্ধেশ্বর, গুলেটু, সিধাক্য।
Common Name : Poinciana, Paradise Flower, Peacock flower, Petit Flamboyant, Red bird of paradise, Mexican bird of paradise, Dwarf poinciana, Dwarf flamboyant, Flamboyant Nain, Pride of Barbados, Barbados Pride, flowerfence, ।
Scientific Name : Caesalpinia pulcherrima

ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং




৫। ফুলের নাম : ঘোড়া চক্কর

অন্যান্য ও আঞ্চলিক নাম : সুতাহারা, গোরাচাঁপা, সাপ-মনসা / গোড়াচক্র, মুর্বা, মুর্ভা, মুর্গা বা ঘোড়াচক্কর
Common Name : Snake plant, Mother-in-law's tongue, Viper's bowstring hemp.
Scientific Name : Sansevieria trifasciata

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৩/২০১৯ ইং




৬। ফুলের নাম : হাজার বেলি

অন্যান্য ও আঞ্চলিক নাম : হাজারী বেলি, সহস্র বেলি
Common Name : Chinese Glory Bower, Chinese Glory Flower, Honolulu rose, Glory tree, Glory Bower, Stickbush, Cashmere Bouquet, wild jasmine, fragrant clerodendrum; fragrant glory bower, Lady Nugent's rose (Jamaica),
Scientific Name : Clerodendrum chinense

ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




৭। ফুলের নাম : হংসলতা

অন্যান্য ও আঞ্চলিক নাম : ঘুঘুলতা
Common Name : Calico Flower, Elegant Dutchman's pipe, Pipe vine.
Scientific Name : Aristolochia elegans

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/১০/২০১৯ ইং




৮। ফুলের নাম : বাদুর ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : বাদুর-মুখো ফুল
Common Name : Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower.
Scientific Name : Tacca chantrieri,

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং




৯। ফুলের নাম : ক্লিমেটিস

অন্যান্য ও আঞ্চলিক নাম : অ্যারোমেটিক জুঁই, এরোমেটিক জুঁই
Common Name : Fragrant virgin's bower, fragrant clematis, sweet-scented virgin's bower
Scientific Name : Clematis flammula

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৪/২০১৯ ইং




১০। ফুলের নাম : দোলনচাঁপা

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Butterfly Ginger Lily, White ginger lily, Mariposa, Garland Flower
Scientific Name : Hedychium coronarium

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/১০/২০১৯ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাধাচূড়া আর কৃষ্ণচুড়ার মধ্যে পার্থক্য কি? রাধাচূড়ার আরেক নাম সিদ্ধেশর উল্লেখ করেছেন আপনি। ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার নামের সাথে এই ফুলের কোনও সম্পর্ক কি আছে?

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্য আর ফুলের প্রতি আগ্রহ দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ স্যার।
কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক নামে আমার এই লেখাটিতে রাধাচূড়া আর কৃষ্ণচুড়ার মধ্যে পার্থক্য ছবিসহ বুঝিয়ে দিয়েছে। সময় করে দেখবেন, খারাপ লাগবে না আশা করি।

সিদ্ধেশ্বরী এলাকার নামকরণের সাথে এই ফুলের কোনো সম্পর্ক নেই। সিদ্ধেশ্বরী নামকরণের কাহিনী আমি শুনেছিলাম কারো মুখে, এই মূহুর্তে মনে করতে পারছি না।

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১০

হাসান ইমরান বলেছেন:

ভালো লাগলো । তবে লিলি আর দোলনচাঁপা ফুলের প্রকৃত রঙ দেয়া হলে হয়তো আরো ভালো লাগতো । অর্থাৎ, এডিট না করলেই ভালো হতো। প্রত্যেকটা ছবিরই একটা গল্প থাকে। এডিটের কারণে প্রকৃত গল্পটা হারিয়ে যায়।
শুভকামনা রইলো। চালিয়ে যান।

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার মতামত আর পরামর্শের জন্য। আগামীতে মনে রাখার চেষ্টা করবো।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি কি কখনো কোনো আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন - ফলাফল কি? এই কারণে বলা, ছবি তুলতে অনেকেই হয়তো পারেন কিন্তু ছবির ব্যাখ্যা সবাই পারেন না, আপনি আপনার ছবির ব্যাখ্যা জানেন। গুড জব।

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করার মতো ভালো বা বলা উচিত যোগ্য ফটোগ্রাফার আমি নই। তাছাড়া আমি ভিতু প্রকৃতির লোক, প্রতিযোগিতায় অংশনিতে ভয় পাই।

তবে ২০১৮ সালের মাঝামাঝিতে হঠাত করে নজরে আসে ফেইস বুকে ফটোগ্রাফির কিছু গ্রুপ আছে। অনেকেই সেখানে নিজর তোলা ছবি শেয়ার করে। প্রতিদিনের শেয়ার হওয়া ছবিগুলি থেকে ভালো কিছু ছবিকে দিনের সেরা ছবি হিসেবে এ্যাডমিনরা নির্বাচন করে। আমিও তখন থেকে সেই সব গ্রুপে ছবি দিতে শুরু করি এবং তখন থেকে এখন পর্যন্ত আমার তোলা ছবি ১০ হাজার ৮শত বার নির্বাচিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে।

আর, বেশীরভাগ ছবির পিছনে ছোট ছোট গল্প থাকে। প্রতিটা ছবি পোস্ট করার সময় সেই গল্পগুলি মনে নাড়া দেয়। স্মৃতির এই নাড়ার জন্য ছবি তুলে রাখি। আর কিছু না।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: আজ আমার নেট খুব স্লো। ছবি গুলো দেখা যাচ্ছে না। স্প্রীড বাড়লে আমি আবার আসবো। ছবি দেখতে আমার ভালো লাগে।

১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি দেখতে আমারও খুব ভালো লাগে।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন: চমৎকার।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৬| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৮

ডঃ এম এ আলী বলেছেন:


আমার লেপটপে কোন ফুলের ছবি আসছেনা ।
শুধু নীচের মত চিহ্ন আসে ।


আমি ইমগোর ব্যবহার করে ছবি বড় করে ব্লগে সংযুক্ত করে থাকি ।
গতকাল হতে ইমগোরে কোন ছবি এডও করা যাচ্ছেনা ।
আমার নীজের পোষ্টেও ইমগোর ব্যবহৃত ছবি
দেখা যাচ্ছেনা। অন্য আরো দু একজনের পোষ্টে গিয়ে
দেখেছি , কোন খানেই ছবি দেখতে পাচ্ছিনা ।
যে লেপটপে কোনদিনই সামুতে বিচরণ করিনি ও ইমগোর
ব্যবহার করিনি আমার সে রকম আরেকটি লেপটপে ভিজিটর
হিসাবে গিয়ে দেখেছি । সেখানেও ছবি আসেনি ।
ইমগোর ছাড়া অন্য মাধ্যমে সংযুক্ত করা ছবিগুলি ঠিকই ভেসে উঠে ।
বিষয়টি কি হল বুঝতে পারছিনা । ইমগোরকে দুর করতেও পারছিনা ।
এর হাত হতে উ্ত্তরনের বিষয়ে আপনার কোন ধারণা থাকলে
জানালে বাধিত হবো ।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনটা হওয়ার কোনো কারণ আমি বুঝতে পারছি না। এর কোনো সমাধান আমার জানা নেই। তবে ২ দিন অপেক্ষা করে দেখতে পারেন ঠিক হয় কিনা।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


কোন ফুল নিজের ইচ্ছায় নড়ে চড়ে?

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: মাছি ফাঁদ ফুল গুলি কিছুটা নড়েচড়ে বলা চলে।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: দূর্দান্ত ফটোগ্রাফী, কয়েকটা ফুল তো আগে কখনো দেখিইনি.......শুভ কামনা সব সময়।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এই পোস্টে ৩টি আনকমন ফুল আছে।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৩

জুন বলেছেন: ঘোড়া চক্কর বা স্নেক প্ল্যান্টের ফুলগুলো অসাধারণ জলদস্যু। সব ফুলই ভালো লাগে।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বছর দুই-তিন আগে হঠাত করে রমনায় গিয়ে এই ফুলের দেখা পাই। আমিতো অবাক, এর যে ফুল হয় এটাই জানা ছিলো না আমার। তারপরপরই আমার বন্ধুর ছাদেও এই ফুল ফুটে। লোভে পড়ে ওরা কাছ থেকে এনে আমিও লাগিয়েছি। যদি কখনো আমার ঘরে এর দেখা পাই।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
১ নং ফুল দেখেছি কিন্তু এমন সুন্দর দেখিনি।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ নং ছবিটি কালার টেম্পারিক করা আছে। শুধু লাল রাং ছাড়া বাকি সব রং তুলে ফেলা হয়েছে।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৪

মিরোরডডল বলেছেন:



লিলিটা খুবই সুন্দর ।
দুপুরমনি? এতো কিউট নাম কখনও শুনিনিতো !
রাধাচূড়া যেমন নাম ঠিক তেমন দেখতে আকর্ষণীয় ।
ঘোড়া চক্কর, বাদুর ফুল নামের মতো ফুলগুলোও কেমন যেনো আনইউজাল লুক ।
বেলী দোলনচাঁপা এগুলো আমার অনেক প্রিয় ফুল ।


১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার বিশ্লেষণের জন্য।
লিলিটার কালার টেম্পারিক করা আছে।
দুপুর মনি সাধারনত লাল হয়, এই হালকা গোলাপিটা একটু কম চোখে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.