নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : গোলাপি আমরুল

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৮

ফুলের নাম : গোলাপি আমরুল



অন্যান্য ও আঞ্চলিক নাম : অম্লিকা, আংববতী, আমরুক, আমরুল, আমরুল শাক, ক্ষুদ্রাম্লী, চতুশ্ছদা, চাঙ্গেরী, চুকত্রিপাতি, চুকা শাক, চুক্রা, চুত্রিকা, চৌপতিয়া, চ্যাংদোলা, টক পাতা, বড় আমরুল।

Common Name : Pink woodsorrel, Large-Flowered Pink Sorrel, lilac oxalis.
Scientific Name : Oxalis debilis

আদিনিবাস দক্ষিণ-আমেরিকা। তবে ভারত উপমহাদেশে এ-উদ্ভিদ হাজার বছর আগেও ছিল তার প্রমাণ বেদ ও চরক সংহিতায় পাওয়া যায়।

আয়ুর্বেদসহ সকল ভেষজ চিকিৎসাশাস্ত্রে এ শাকের ব্যবহার আছে। আয়ুর্বেদবিদগণ মনে করেন এই গাছের নির্যাস রক্ত শোধনে সহায়তা করে। সর্দি বসেগেলে, অম্লপিত্ত রোগে, কটিতে ব্যথায় এ শাকের বিশেষ ব্যাবহার আছে। মুত্রগ্রহ রোগে, আমাশয়ে, ক্ষুধাবর্ধণ, জ্বর উপশমসহ আরো অনেক ব্যবহার আছে এ-শাকের। বিশেষ করে আমাশয় রোগে এর কার্যকারিতা প্রচুর।



আম শব্দের একটি অর্থ কচি বা অপক্বও বুঝায়। আবার রোগের নামও হয় আম, যাকে আমরা আমাশয় বলি। । আমরুল শাক আম-কে প্রতিহত করে, সংস্কৃতি তে “রুকে”, তাই এই শাকের নাম “আমরুক” যা সময়ের আবর্তে লোকমুখে দাঁড়ালো আমরুল নামে। অর্থাৎ আম রোগ-কে প্রতিহত করে বলেই আমরুল। অন্য কোনো কারণ ও থাকতে পারে এই নামকরণের।



আমরুল শাকে অক্সালিক অ্যাসিড থাকে বেশ পরিমাণ। ফলে এ-গাছের পাতা টক স্বাদযুক্ত। আমরুল গ্রামাঞ্চলে শাক হিসেবে খাওয়া হয়। রান্না করলে অম্ল অনেকটাই কমে যায়। তবে গোলাপির চেয়ে হলুদ আমরুলই বেশি দেখা মেলে। টক স্বাদের এই শাক কাঁচা ভর্তা করে খাওয় যায়। গ্রামদেশে শিশু-কিশোরা খেলার ছলে এ শাক কাঁচা খায়। আমরুল শাকের পাতায় প্রচুর ভিটামিন-সি, ক্যারেটিন, ক্যালসিয়াম পটাশিয়াম রয়েছে।



আমরুল শাক ১৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ২/৩ ইঞ্চি ডগার উপর ফুল ফোটে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফুল ফোটে। ফুলের রং গোলাপি কিংবা হলুদ হয় এবং পাঁচটি যুক্ত পাঁপড়ি থাকে।

অযত্নে আর অবহেলায় বাড়ির আনাচে-কানাচে যত্রতত্র, বিশেষ করে ভেজা মাটিতে আমরুল গাছ জন্মাতে দেখা যায়। ফুল ছাড়াও আমরুল এমনিতেই অনেক সুন্দর লাগে দেখতে এর পাতার কারণে। আমরুলের ৩টি করে পাতা হয়। প্রতিটি পাতা দেখতে হৃদয় আকৃতির।



জানা যায় বিশ্বে প্রায় ২০০ প্রজাতির আমরুল শাক জন্মে। তার মধ্যে বাংলাদেশে হলুদ ফুলের আমরুল বেশি জন্মে। গোলাপি আমরুল ফুলও দেখা যায় সচরাচর। থানকুনি গাছের মতো যে জমিতে জন্মে তার সম্পূর্ণটা দখলের চেষ্টা করে এরা।


ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১৯ ইং


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বেগুনী অলকানন্দা, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২, গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪, তারাঝরা- ২, দাদমর্দন-২, নাগলিঙ্গম-২, পপী-২, পপী-৩, পপী-৪, বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, কচুরি পানার ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১ , - , পর্ব - ৩২ , - , পর্ব - ৩৩ , - , পর্ব - ৩৪ , - , পর্ব - ৩৫

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ছবি তোলার স্থান বোটানিক্যাল গার্ডেন। তার মানে আপনি খালি ইদিক-সিদিক ঘুইরে বেড়ান ভাইজান। খালি মজাই মজা।

বোটানিক্যাল গার্ডেনে খালি ছবি তোলার জন্য গিয়েছেন নাকি আরো কিছু দেকতে :P গিয়েছিলেন ? ছবি গুলি বড়ই সৌন্দর্য। আর আশে পাশের দৃশ্যাবালীও নিশ্চিত সৌন্দর্য ছিল ( জানিনা করোনার কারনে ফাকা কিনা)।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভুল করিছেন ভাইজান, দুটিখানি ভুল হইছে।

এক, স্থানের নিচে তারিখ আছে ০৪/০৩/২০১৯ ইং, মেলা পুরানা তারিখ।
দুই, বিগত কয়েক বছরে বোটানিক্যাল গার্ডেনে পরিবেশ আকাশপাতাল পরিবর্তন হয়ে গেছে। আগের চিত্র আর নাই মোটেই। বৌ-বাচ্চা বা পরিবারের সকলকে নিয়ে যাওয়া চলে এখন।
শেষ জিনি বোটানিক্যাল গার্ডেনের দায়িত্বে ছিলেন উনার সাথে বসে একদিন আলাপ করেছিলাম। অনেক কিছু জানিয়েছেন সেদিন। উনার চেষ্টাতেই এই পরিবর্তন। ইচ্ছে আর সৎ সাহস থাকলে আনেক কিছু করা যায়।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

মনিরা সুলতানা বলেছেন: বাপ রে সব ফুল গাছের ই দেখি ভেষজ গুন থাকে !!
তবে এই ফুলের রঙ ভীষণ প্রিয়।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় সব ফুল গাছেরই জানা ভেষজ গুণ আছে।
এর আরো নানান ধরন আছে

৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: আমরুল শাকের নাম শুনেছি তবে ফুলগুলো মনে হয় আকারে অনেক ছোট তাই নজরে পরে নি । চমৎকার দেখতে ।
মনিরা আমার প্রোপিক দেখো । এই রংগের কারনেই একে বদলাই না :)
+

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ফুল গুলি ছোটো, তবে ফুল ফুটলে চোখে পড়বেই। হলুদট একটু বেশি ছোট হয়। আর এই গোলাপিটা ফুটলে আপনাকে বাধ্য করবেই চোখ চেয়ে দেখতে।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:



ইহার চাষ হয়, নাকি বন্য?

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু মন্তব্য করার জন্যই এই প্রশ্ন করেন আপনি। এটাও ভালো।

পোস্টে লেখা আছে - অযত্নে আর অবহেলায় বাড়ির আনাচে-কানাচে যত্রতত্র, বিশেষ করে ভেজা মাটিতে আমরুল গাছ জন্মাতে দেখা যায়।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: জুন আপু ...
এই ফুলের নাম ও শুনেছি জুন ?
তবে সত্যি ই এই রঙ মন কে ভালো করে দেয়।

২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: জুন আপ প্রপিকের ফুলটি দেবকাঞ্চন, অনেকটা রক্ত কাঞ্চনরন মতো।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ছরি ভাই,আমিত পড়েছিনু ০৪/০৩/২০২০ মানি করোনা কালীন । গলতিছে মিসটেক ঐ গেছে।মাপ করে দিন।

আর আমি সর্বশেষ গিয়েছিনু বেগম জানকে সংগে লই ৮/৯ বছর আগে ।তহন মাশাআললাহ যা দেকেছিনু চারিদিকে আবেশে-আরামে :( চোখ আমনে আমনে বুইজে আসছিল। ভিক্ষা চাইনা কুকুর সামলাও টাইপ।

অবশ্য আমারো যে কিছু-মিছু মন চাইছিলনা এটাও হাচা কতানা কিন্তু না খাইতে পারলে আংগুর ফল টক ইডা বলি চলি আইচি।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: একটা সময় এর অবস্থা অতি ভয়ানক ছিলো। এখন ফুলফ্রেস হয়ে গেছে। আমি বৌ-বাচ্চা নিয়ে দিন কয়েক আগেও গিয়েছিলে। যে সময়ের কথা আপনি বলছে সেই সময়টায় এই যায়গার মোহে পড়ে নাই এমন তরুন খুব কমই আছে।
তবে সেই পুরনো স্বাদ পেতে চাইলেও বলধা গার্ডেনে ঢু মেরে আসতে পারেন।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫০

কলাবাগান১ বলেছেন: শীতের মাঝে কোটওয়ালা থেকে একটা কোট কিনলে আরেকটা হয়ত ফ্রি দেয়.....নিজের ব্যবসার খাতিরে...। এতে এত সন্দেহ করার কি আছে... বাংগালীর মত এত কন্সপিরিসি থিয়োরীতে বিশ্বাসী জাতি আমি আরে দেখি নাই.... যারা এস্ট্রাজেনেকার টিকা কে ভারতীয় ভারতীয় টিকা বলে জনগনের মাঝে অবিশ্বাস এর বীজ বপন করতে চাচ্ছে, তাদের কাছে মানুষের জীবন বাচানোর চেয়ে আসল উদ্দেশ্য কি সেটা বুঝার জন্য রকেট সাইনটস্ট হতে হয় না।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভুল পোস্টে মন্তব্য পেস্টে হয়ে গেছে মনে হয়।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা ফুল। কিন্তু অবহেলিত।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি এটা এনে লাগিয়েছিলাম টবে, হয়েছিলো। তবে ফুল পাইনি।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৫

কলাবাগান১ বলেছেন: "হারকাপানো প্রচন্ড শীতে নিজের গায়ের জেকেট আরেক জনকে উপহার দেয়ারমতো উদার কেউ কেনো হয়?"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.