নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট থার্টি সিক্স]

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৫

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : লাল পপী ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Red Poppy
Scientific Name : Papaver rhoeas

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০২০ ইং




২। ফুলের নাম : শিউলি

অন্যান্য ও আঞ্চলিক নাম : শেফালি, শেফালিকা, নালাকুমকুমাকা, হারসিঙ্গারাপুস্পক, সুকলাঙ্গি, রাজানিহাসা, মালিকা, পারিজাত, পারিজাতা, পারিজাতাকা, অপরাজিতা, বিজয়া, নিসাহাসা, প্রহার্ষিনী, প্রভোলানালিকা, বাথারি, ভুথাকেশি, সীতামাঞ্জারি, সুবাহা, নিশিপুস্পিকা, রাগাপুস্পি, খারাপাত্রাকা, প্রযক্তা, প্রযক্তি ।
Common Name : Night-flowering Jasmine, coral jasmine, Harsingar, tree of sorrow
Scientific Name : Nyctanthes arbor-tristis

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১০/২০১৯ ইং




৩। ফুলের নাম : রাধাচূড়া (হলুদ)

অন্যান্য ও আঞ্চলিক নাম : ছোট কৃষ্ণচূড়া, রত্নগণ্ডি, সিদ্ধেশ্বরা, সিদ্ধেশ্বর, গুলেটু, সিধাক্য।
Common Name : Poinciana, Paradise Flower, Peacock flower, Petit Flamboyant, Red bird of paradise, Mexican bird of paradise, Dwarf poinciana, Dwarf flamboyant, Flamboyant Nain, Pride of Barbados, Barbados Pride, flowerfence, ।
Scientific Name : Caesalpinia pulcherrima

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৮/২০১৮ ইং




৪। ফুলের নাম : গন্ধরাজ

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Gardenia, Cape jasmine, Cape jessamine, Danh-danh, Gandhraj
Scientific Name : Gardenia jasminoides

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৩/০৩/২০১৯ ইং




৫। ফুলের নাম : জারুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : তিনিশ, স্ত্যন্দন, রথদ্রু, বঞ্জূল, স্যন্দনো, নেমী, সর্ব্বসার, অশ্মগর্ভক।
Common Name : Giant Crape myrtle, Queen's Flower, Queen's Crape myrtle, Taaman, Mota-Bondra, Banabá Plant, Pride of India.
Scientific Name : Lagerstroemia speciosa

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/০৪/২০১৭ ইং




৬। ফুলের নাম : রক্তকাঞ্চন

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাঞ্চনার, কাঞ্চনক, পাকারি, রক্তপুষ্পক, লালকাঞ্চন
Common Name : Orchid tree, Camel's foot tree, Kachnar, Mountain ebony, Red flowered bauhinia, Napoleon's hat, Paper mulberry, Poor man's orchid, Variegated orchid tree.
Scientific Name : Bauhinia variegata / Phanera variegata

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৩/২০১৯ ইং




৭। ফুলের নাম : কাশ ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : সুকাণ্ড, কাশেক্ষু, ইষীক, শ্বেতপুষ্পক, ইক্ষারিকা, ক্ষুকাশ ও ইক্ষুরস।
Common Name : Wild Sugarcane, Kans grass
Scientific Name : Saccharum spontaneum

ছবি তোলার স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/১০/২০১৪ ইং




৮। ফুলের নাম : কাঁটামুকুট

অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টকমুকুট
Common Name : Crown of thorns, Christ plant, Christ thorn
Scientific Name : Euphorbia milii

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১০/২০১৯ ইং




৯। ফুলের নাম : কৃষ্ণচূড়া

অন্যান্য ও আঞ্চলিক নাম : গুলমোহর, রক্তচূড়া ।
Common Name : Flame Tree, Royal Poinciana, Flamboyant tree, Mayflower, Peacock flower.
Scientific Name : Delonix regia

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৫/২০১৯ ইং




১০। ফুলের নাম : শ্বেতপদ্ম

অন্যান্য ও আঞ্চলিক নাম : পুণ্ডরীক
Common Name : White lotus, Lotus, Sacred lotus, East Indian Lotus
Scientific Name : Mansoa alliacea

ছবি তোলার স্থান : মুনসিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১ , - , পর্ব - ৩২ , - , পর্ব - ৩৩ , - , পর্ব - ৩৪ , - , পর্ব - ৩৫

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৫

আমি সাজিদ বলেছেন: গতকাল আর আজকের নানান দিবসের পোস্ট দেখতে দেখতে একঘেয়েমি পেয়ে বসেছিল। ফুলের ছবি দেখে যেন প্রাণ ফিরে পেলাম।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি দিবসের পোস্ট দেই না, দেখিও না।
তবে একঘেয়েমির পোস্ট আমিও দেই।

২| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৭

সামিয়া বলেছেন: অসাধারণ

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।

৫| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: শ্বেত পদ্ম আমার ভীষণ ভালো লাগে।

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও পছন্দ করি। সুযোগ হলে লাগাবো।

৬| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৯

মেহেদি_হাসান. বলেছেন: ফুলগুলো,ছবিগুলো অনেক সুন্দর।

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই সবগুলো ফুল এবং ছবিগুলোও অনেক সুন্দর।

আর সব ফুলই আমি ব্যাপোক বালা বাই তয় শিউলি ফুল টা বেশী বালা বাই (কেন শিউলি ফুল কেন বেশী বালা বাই - তা আপনার জন্য ধাধা । বলেন দেহি - কিল্লাই)

০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

ধাঁধার উত্তর দেয়ার মতো কোনো ক্লু আমার জানা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.