নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রঙ্গিন পাখা – ০৩

০৯ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩৩

প্রজাপতিদের শরীর উজ্জ্বল রঙের। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় আর সচেয়ে বেশী আকর্ষণীয় তাদের বিচিত্র পাখা। মজার বিষয় হচ্ছে প্রজাপতির দেহ নাকি ১০ খন্ডে গঠিত। আর অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে নাকি প্রজাপতিদের প্রায় ১২৪টি প্রজাতি আছে!!




ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং




আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং




আমি প্রজাপতি ফিরি রঙিন পাখায়,
কবি তো আমার পানে তবু না তাকায়।
বুঝিতে না পারি আমি, বলো তো ভ্রমর,
কোন গুণে কাব্যে তুমি হয়েছ অমর।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং




একটি প্রজাপতি,
দঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;
চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে ।
এবার বুঝি এলে ?
----- নির্মলেন্দু গুণ -----


ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং




ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তোরে
অস্তরবির তুলিখানি চুরি ক'রে॥
হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা
বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,
অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
পাঠায় কে তোর পাখায় ভরে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং





=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রঙ্গিন পাখা – ০১, রঙ্গিন পাখা – ০২, রঙ্গিন পাখা – ০৩, রঙ্গিন পাখা – ০৪, রঙ্গিন পাখা – ০৫
রঙ্গিন পাখা – ০৬, রঙ্গিন পাখা – ০৭
=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৩

কবিতা ক্থ্য বলেছেন: ভাই, কৃতগ্গতা স্বীকার (ক্যামেরার মডেল) কই।
বরাবরের মতোই সুন্দর পোষ্ট।

১০ ই মার্চ, ২০২১ রাত ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
NIKON D3400

২| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: বরাবরের মতো সুন্দর!

১০ ই মার্চ, ২০২১ রাত ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৩

শায়মা বলেছেন: প্রজাপতি, মাছরাঙ্গা, ময়ুর আর রং ধনু এসব নিয়ে যদি চারপাশ ভরা থাকতো তবে মনে হত স্বপ্নেই আছি। :)

১০ ই মার্চ, ২০২১ রাত ২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, এ শুধু স্বপ্নেই সম্ভব।

৪| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৪

নিয়াজ সুমন বলেছেন: রঙিনের ডানায় মন হারালো অজানায়...।

১০ ই মার্চ, ২০২১ রাত ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার বলেছেন।

৫| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: বিভিন্ন ছবি দিতে পারতেন। একই লোকেশনের সব ছবি।

১০ ই মার্চ, ২০২১ রাত ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: এবং একই প্রজাপতির ছবি।
আগামীতে আবার ভিন্ন ভিন্ন দিবো

৬| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: দেখতে সুন্দর লাগলেও একই ফুল একই প্রজাপতি

১০ ই মার্চ, ২০২১ রাত ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আগামীতে আবার ভিন্ন ভিন্ন দিবো

৭| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩

মেহেদি_হাসান. বলেছেন: ছবি সুন্দর

১০ ই মার্চ, ২০২১ রাত ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৮| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

ওমেরা বলেছেন: প্রজাপতি কি একটা ছিল ?

১০ ই মার্চ, ২০২১ রাত ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: একই প্রজাপতির ছবি

৯| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৮

এম ইসলাম বলেছেন: খুবই সুন্দর পোস্ট। ভালো লাগলো বেশ । আপনার জন্য শুভেচ্ছা।
(আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি। আপলোডের সময় আপনার প্রথম দুটি ছবির রেজ্যুলেশন কতো ছিল ?)

১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.