নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৫ম খণ্ড : পর্ব - ০৪

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২২

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৫ম খণ্ড প্রকাশ হয় ১৮১৯ সালে। ৩৫০ থেকে ৪৩৫ পর্যন্ত মোট ৮৬ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।



৩৮১

Scientific Name : Hibiscus diversifolius
Common Name : swamp hibiscus
বাংলা নাম : জানা নাই


৩৮২

Scientific Name : Haemanthus albiflos
Common Name : paintbrush,
বাংলা নাম : জানা নাই


৩৮৩

Scientific Name : Templetonia retusa
Common Name : paintbrush,
বাংলা নাম : জানা নাই


৩৮৪

Scientific Name : Cullumia reticulata
Common Name : Cullumia
বাংলা নাম : জানা নাই


৩৮৫

Scientific Name : Calathea zebrina
Common Name : Zebra plant
বাংলা নাম : জানা নাই


৩৮৬

Scientific Name : Indigofera australis
Common Name : Australian indigo, Austral indigo
বাংলা নাম : জানা নাই


৩৮৭

Scientific Name : Hepatica nobilis
Common Name : Common hepatica, liverwort, kidneywort, pennywort
বাংলা নাম : জানা নাই


৩৮৮

Scientific Name : Erysimum diffusum
Common Name : Diffuse wallflower
বাংলা নাম : জানা নাই


৩৮৯

Scientific Name : Erythrina americana
Common Name : Common Coral Tree
বাংলা নাম : পারিজাত, মান্দার, মাদার


৩৯০

Scientific Name : Crocion pubescens
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব,

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর আঁকতেন। ধন্যবাদ

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, স্বাগতম।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৮

ওমেরা বলেছেন: আপনার আকাঁ কোন ছবি নেই? থাকলে আমি সেগুলো দেখতে চাই।

০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ছবি আকতে পারি না।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.