নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ১১

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২০

আজ শুধু কচি ধানের ক্ষেতের ছবি


ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৪/২০১৯ ইং




তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়....
----- অঞ্জন দত্ত -----


ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৪/২০১৯ ইং




শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে-
বলিলামঃ ‘ একদিন এমন সময়
আবার আসিও তুমি- আসিবার ইচ্ছা যদি হয়;
পঁচিশ বছর পরে ।‘
এই ব’লে ফিরে আমি আসিলাম ঘরে;
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৪/২০১৯ ইং




একদিন খুঁজেছিনু যারে
বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে,
মালতীলতার বনে,- কদমের তলে,
নিঝুম ঘুমের ঘাটে,-কেয়াফুল,- শেফালীর দলে!
যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে.....
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৪/২০১৯ ইং




আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই,
লুকোচুরি খেলা........
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৪/২০১৯ ইং

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

অধীতি বলেছেন: ছবির সাথে জুড়ে দেয়া ছন্দগুলো আহা!

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

মা.হাসান বলেছেন: আজ সবগুলোই অনেকটা একরকম হয়ে গেলো, পার্থক্য করতে পারলাম না।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুরুতে লিখে দিয়েছি।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সবুজ ধানক্ষেত আমার খুব পছন্দ।


ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। এবং ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮

জুল ভার্ন বলেছেন: সুজলা সুফলা শশ্য শ্যামল আমার প্রিয় বাংলাদেশ।

১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার সোনার বাংলাদেশ

৫| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: বাংলার প্রকৃত রূপ

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখন ধান পাঁকার সময় শুরু হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.