নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৫ম খণ্ড : পর্ব - ০৫

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৮

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৫ম খণ্ড প্রকাশ হয় ১৮১৯ সালে। ৩৫০ থেকে ৪৩৫ পর্যন্ত মোট ৮৬ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৩৯১

Scientific Name : Kopsia fruticosa
Common Name : Shrub Vinca, Pink Kopsia, Pink Gardenia
বাংলা নাম : ডাকুর


৩৯২

Scientific Name : Oxylobium arborescens
Common Name : tall shaggy-pea
বাংলা নাম : জানা নাই


৩৯৩

Scientific Name : Callistemon rigidus
Common Name : tall shaggy-pea
বাংলা নাম : বতোল ব্রাস


৩৯৪

Scientific Name : Bellevalia ciliata
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৩৯৫

Scientific Name : Corydalis nobilis
Common Name : Siberian corydalis
বাংলা নাম : জানা নাই


৩৯৬

Scientific Name : Acacia alata
Common Name : winged wattle
বাংলা নাম : জানা নাই


৩৯৭

Scientific Name : Rosa banksiae
Common Name : Lady Banks' rose, just Banks' rose
বাংলা নাম : গোলাপ


৩৯৮

Scientific Name : Brimeura amethystina
Common Name : amethyst hyacinth
বাংলা নাম : জানা নাই


৩৯৯

Scientific Name : Nyctanthes arbor-tristis
Common Name : Har singar, Coral Jasmine, Tree of Sorrow, Queen of the night
বাংলা নাম : শেফালী, শিউলি


৪০০

Scientific Name : Vaccinium amoenum
Common Name : Large-Cluster Blueberry
বাংলা নাম : জানা নাই


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: আমি তো এতদিন জানতাম শেফালি আর শিউলি ফুল আলাদা।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার জানায় ভুল থাকতে পারে। আপি আবার চেক করেনেন।

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শিউলি
অন্যান্য ও আঞ্চলিক নাম : শেফালি, শেফালিকা।

সংস্কৃত নাম : নালাকুমকুমাকা, হারসিঙ্গারাপুস্পক, সুকলাঙ্গি, রাজানিহাসা, মালিকা, পারিজাত, পারিজাতা, পারিজাতাকা, অপরাজিতা, বিজয়া, নিসাহাসা, প্রহার্ষিনী, প্রভোলানালিকা, বাথারি, ভুথাকেশি, সীতামাঞ্জারি, সুবাহা, নিশিপুস্পিকা, রাগাপুস্পি, খারাপাত্রাকা, প্রযক্তা, প্রযক্তি।

Common Name : Night-flowering Jasmine, coral jasmine, Harsingar, tree of sorrow.

Scientific Name : Nyctanthes arbor-tristis

২| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় দেখেছি, শেফালি ও শিউলি নামদুটো খুব জনপ্রিয়। অভিজাত ঘরের মেয়েদের নাম শিউলি, শেফালি, বকুল রাখা হতো।

শিউলি শেফালি আলাদা নাকি একই ফুল, এটা নিয়া কোনো চিন্তায় পড়ি নাই :) আজ উইকিতে দেখলাম, জিনিস একই।

সুন্দর পোস্ট।

১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ছোট বোনের নাম শেফালি। এখন শেফালি-শিউলি নামগুল আর রাখা হয় না।

উইকির তথ্য সবসময় সঠিক না থাকলেও এই তথ্যটা সঠিক।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা আপনার জন্যও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.