নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রবিবাবুর চন্দ্রকণা – ১৯

২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৪



চাঁদের কতগুলি ডাকনাম আছে জানেন?

অম্ভোজ, অর্ণবোদ্ভব, ইন্দু, উড়ুপ, ঋক্ষেশ, এণকতিলক, ওষধিনাথ, ওষধিপতি, কলাধর, কলানাথ, কলানিধি, কলাভৃৎ, কান্তিভৃৎ, কুমুদনাথ, কুমুদপতু, কুমুদবান্ধব, কৌমুদীপতি, ক্ষীরাদ্ধিজ, ক্ষীরোদনন্দন, চন্দ্র, চন্দ্রক, চন্দ্রমা, চন্দ্রিমা, চাঁদ, ছায়াঙ্ক, তারাধিপ, তারাধিপতি, তারানাথ, তারাপতি, তারাপীড়, তুহিনাংশু, দ্বিজপতি, দ্বিজরাজ, দ্বিজেন্দ্র, নক্ষত্রপতি, নক্ষত্রাধিপতি, নক্ষত্রেশ, নিশাকর, নিশানাথ, নিশাপতি, নিশামণি, নিশারত্ন, নিশিকান্ত, নিশিনাথ, নিশিপতি, পক্ষচর, পক্ষজ, পক্ষধর, বিধু, মৃগাঙ্ক, যামিনীকান্ত, যামিনীনাথ, যামিনীপ্রকাশ, রজনীকর, রজনীকান্ত, রজনীপতি, রজনীরাজ, রজনীশ, রজনীসখা, রাকাপতি, রাকেশ, রাত্রিকর, রাত্রিমণি, রেবতীরমণ, শশধর, শশবিন্দু, শশভৃৎ, শশলক্ষণ, শশলাঞ্ছন, শশাঙ্ক, শশী, শিতরশ্মি, শীতকিরণ, শীতময়ূখ, শীতাংশু, শ্বেতধাম, সিতকর, সিতরশ্মি, সিতরুচি, সিতাংশু, সুধধার, সুধাংশু, সুধাকর, সুধাধামা, সুধানিধি, সুধাবর্ষী, সুধাময়, সোম, হরিণাঙ্ক, হিমকর, হিমকিরণ, হিমধামা, হিমাংশু ইত্যাদি।

চাঁদ নিয়ে ঘাটাঘাটি করার সময় হঠাৎ মাথায় এলো রবিবাবুর কোন কোন ছড়া-কবিতা-গানে চাঁদের উপস্থিতি আছে তা খুঁজে দেখি। প্রথম ৮টি পর্বে সেগুলি দেখিয়েছি। এরপর চাঁদের সমার্থক শব্দ চন্দ্র নিয়ে কবিতাংশ ৮ থেকে ১৫ তম পর্ব পর্যন্ত দিয়েছি। তারপর চাঁদের সমার্থক শব্দ শশী কে উপস্থাপন করেছি ১৬ ও ১৭তম পর্বে। ১৮তম পর্বে ছিলো ইন্দু[/sb নামে চাঁদের কবিতাংশ গুলি। এবার চাঁদের আরেক নাম বিধু সংক্রান্ত ৫টি কবিতাংশ রইলো।





১৭৭।
ওগো শোনো কে বাজায়
বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়॥
অধর ছুঁয়ে বাঁশিখানি চুরি করে হাসিখানি--
বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়॥




১৭৮।
কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে,
বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে।
যমুনারই কলতান কানে আসে, কাঁদে প্রাণ--
আকাশে ওই মধুর বিধু কাহার পানে হেসে চায়॥



১৭৯।
সাজাব সখীরে সাধ মিটায়ে,
ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে।
গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু—
কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী ।।




১৮০।
চলো দূরে নদীর তীরে,
বসে সেথায় ধীরে ধীরে
একটি শুধু বাঁশরি বাজাও।
আকাশেতে হাসবে বিধু,
মধুকন্ঠে মৃদু মৃদু
একটি শুধু সুখেরই গান গাও।



১৮১।
শরমের মেঘে ঢাকা বিধুমুখানি--
মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।
তৃষিত আঁখির আশা পূরাবি কি লো--
তবে ঘোমটা খোলো, মুখটি তোলো, আঁঘি মেলো লো ॥





আগামী পর্বে আরো কয়েকটিটি চন্দ্র পংক্তি থাকবে।


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রবিবাবুর চন্দ্রকণা - ০১
রবিবাবুর চন্দ্রকণা - ০২
রবিবাবুর চন্দ্রকণা - ০৩
রবিবাবুর চন্দ্রকণা - ০৪
রবিবাবুর চন্দ্রকণা - ০৫
রবিবাবুর চন্দ্রকণা - ০৬
রবিবাবুর চন্দ্রকণা – ০৭
রবিবাবুর চন্দ্রকণা – ০৮
রবিবাবুর চন্দ্রকণা – ০৯
রবিবাবুর চন্দ্রকণা – ১০
রবিবাবুর চন্দ্রকণা – ১১
রবিবাবুর চন্দ্রকণা – ১২
রবিবাবুর চন্দ্রকণা – ১৩
রবিবাবুর চন্দ্রকণা – ১৪
রবিবাবুর চন্দ্রকণা – ১৫
রবিবাবুর চন্দ্রকণা – ১৬
রবিবাবুর চন্দ্রকণা – ১৭
রবিবাবুর চন্দ্রকণা – ১৮

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: পরিশ্রমী পোষ্ট।

২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুই না

২| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ গবেষণা।

এটা কি কোনো পর্বে যোগ করা হয়েছে : চাঁদের হাসি বাঁধ ভেঙেছে

আমার নিজের কবিতা নিয়ে একটা গবেষণা করতে হবে, কয়টা চাঁদ ইউজ করেছি :)

২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে ব্যবহার করা হয়েছে।

৩| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

শোভন শামস বলেছেন: গবেষণাধর্মী, অপূর্ব

২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এইসব কিছু না।

৪| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭

শেরজা তপন বলেছেন: আপনার ধৈর্য নিয়ে এমন বড় মহৎ উদ্যোগ নেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
নিঃসন্দেহে কষ্টের কাজ

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রযুক্তি অনেক কঠিন কাজকেও সহজ করে দিয়েছে। এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আছে প্রযুক্তির।

৫| ২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৭

সভ্য বলেছেন: ভালো নিরীক্ষাধর্মী পোস্ট, অনেক কিছু জানলাম। শুভেচ্ছা ও শুভকামনা।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ২১ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার । অনেক কিছু জানলাম।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ২১ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

জুল ভার্ন বলেছেন: অসাধারণ। পরিশ্রমী লেখা।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: আজ ভোররাতেও কি একটা পোষ্ট দিবেন?

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো কোনো পোস্ট সম্পূর্ণ তৈরি করা নাই। তবে হাতে সময় আছে, ফুলের ছবি দিতেও পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.