নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৫ম খণ্ড : পর্ব - ০৯

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:০২

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৫ম খণ্ড প্রকাশ হয় ১৮১৯ সালে। ৩৫০ থেকে ৪৩৫ পর্যন্ত মোট ৮৬ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৪৩১

Scientific Name : Rosa spinosissima
Common Name : Burnet rose
বাংলা নাম : গোলাপ


৪৩২

Scientific Name : Passiflora tuberosa
Common Name : Passionflower
বাংলা নাম : বুনো ঝুমকা লতা


৪৩৩

Scientific Name : Adenia lobata
Common Name : Passionflower
বাংলা নাম : জানা নাই


৪৩৪

Scientific Name : Murraya paniculata
Common Name : orange jasmine, orange jessamine, china box or mock orange
বাংলা নাম : কামিনী


৪৩৫

Scientific Name : Cryptostegia grandiflora
Common Name : rubber vine
বাংলা নাম : জানা নাই


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: আমি মুক্ত।
আমি খুশি এজন্য। এখন মন ভরে মন্তব্য করতে পারবো।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

২| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

জটিল ভাই বলেছেন: তথ্য, ছবি, ও লিখা, অনন্য। জানার শেষ নেই.......

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:




আপনার জমিতে কি চাষ করেছেন? কুয়ায় মাছ পেয়েছেন এই বছর?

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার জমি কিছুই চাষ করিনি, এখনো চাষের উপযুক্ত হয়নি।
কারো সামর্থ কম হলে তাকে হেও করে কিছু বলাটা আপনার জন্য খুব স্বাভাবিক বিষয়।
আমার তিনটি কুয়া আছে, একটি কমবেশী দেড় শতাংশের, দ্বিতীয়টি কমবেশী ৫ শতাংশের, শেষটি কমবেশী ২০ শতাংশের।
প্রথম দুটির মাছ ধরিনি। শেষটির মাছ ধরে উপস্থিত সকল বন্ধুদের মাঝে উপহার হিসেবে দিয়ে দিয়েছি।

৪| ০৪ ঠা মে, ২০২১ রাত ৮:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার একাগ্রতা ও ধৈর্যের প্রশংসা করতে হয়। আপনি কি বাঁশ গাছে ফুল হতে দেখেছেন? ছবিতে না সামনা সামনি?

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:



না এখনো দেখিনি। দেখার খুব ইচ্ছে আছে, এখনো সুযোগ হয়ে উঠেনি।
তবে একবার একটি বাঁশ ঝার দেখে মনে হয়েছিলো ফুল ফুটেছে। কিন্তু দূরত্ব ছিলো অনেক, কাছে যাওয়ার কোনো উপায় ছিলো না। দূর থেকে ছুবি তুলেছি। পরে চেক করে দেখেছি, কিছু বুঝা যায় না।

৫| ০৪ ঠা মে, ২০২১ রাত ৮:৪৩

স্বর্ণবন্ধন বলেছেন: বোটানিকাল মিউজিয়ামে যাওয়ার মতো অভিজ্ঞতা হলো। সুন্দর লিখেছেন।

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এটি বেকার একটি সিরিজ, কারো তেমন কোনো আগ্রহ নেই। তবুও দিয়ে যাই, কারণ ফুল সম্পর্কে আমার আগ্রহের কোনো কমতি নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.