নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আকাশ জুড়ে মেঘের খেলা - ০৩

১১ ই মে, ২০২১ রাত ২:৫০


মোবাইল ক্লিক
ছবি তোলার স্থান : তুরাগ, পূবাইল, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৯/২০১৮ ইং




মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি...

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং




আকাশের ময়দানে বাতাসের ভরে,
ছোট বড় সাদা কালো কত মেঘ চরে।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।

----- সুকুমার রায় -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং




আকাশে যখন রং এর মেলা বেনিআসহকলা

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০৫/২০২০ ইং




ওই মেঘ করে বুঝি গগনে।
আঁধার ছাইল, রজনী আইল,
ঘরে ফিরে যাব কেমনে!

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

মোবাইল ক্লিক
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৮/২০১৮ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
আকাশ জুড়ে মেঘের খেলা - ০১, আকাশ জুড়ে মেঘের খেলা - ০২, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৩, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৪
আকাশ জুড়ে মেঘের খেলা - ০৫

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২১ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



তুরাগ নাকি একেবারেই ভরাট হয়ে গেছে? বছরের কোন সময়ে তোলা ছবি?

১১ ই মে, ২০২১ দুপুর ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এটি তুরাগের পূবাইল অংশের ছবি।
তুরাগের একটি শাখা এটি। সেতুটির নাম তেরমুখ ব্রীজ। এর নিচ দিয়ে এসে তুরাগের এই শাখাটি মিশেছে বালু নদীতে।
ছবিটি বর্ষার সময় সেপ্টেম্বর মাসে যখন সমস্ত ধান ক্ষেতের জমিগুলি জলের তলে চলে গিয়ে প্রায় হাওরের আকার নেয় তখন তোলা হয়েছে।

২| ১১ ই মে, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ১।

২।

৩।

একসময় আকাশ আর নদীর ছবি তুলতে আমার খুব ভালো লাগতো।

১১ ই মে, ২০২১ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ, ছবিগুলি সুন্দর হয়েছে।

৩| ১১ ই মে, ২০২১ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১১ ই মে, ২০২১ বিকাল ৩:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই মে, ২০২১ বিকাল ৫:২৩

জটিল ভাই বলেছেন:

সুন্দর ছবি। মনটা ভরে গেলো.......

১১ ই মে, ২০২১ বিকাল ৫:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১৪ ই মে, ২০২১ রাত ২:৩৬

ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে।

১৪ ই মে, ২০২১ সকাল ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.