নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৬ষ্ঠ খণ্ড : পর্ব - ০৪

২০ শে মে, ২০২১ রাত ১০:৪৯

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৬ষ্ঠ খণ্ড প্রকাশ হয় ১৮২০ সালে। ৩৩৬ থেকে ৫২০ পর্যন্ত মোট ৮৫ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৪৭১

Scientific Name : Begonia fischeri
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৪৭২

Scientific Name : Delphinium grandiflorum
Common Name : Siberian larkspur
বাংলা নাম : জানা নাই


৪৭৩

Scientific Name : Delphinium cheilanthum
Common Name : Siberian larkspur
বাংলা নাম : জানা নাই


৪৭৪

Scientific Name : Paeonia officinalis
Common Name : common peony, garden peony, peony
বাংলা নাম : জানা নাই


৪৭৫

Scientific Name : Hakea microcarpa
Common Name : small-fruit hakea
বাংলা নাম : জানা নাই


৪৭৬

Scientific Name : Agathosma ciliaris
Common Name : Mountain Anise Buchu
বাংলা নাম : জানা নাই


৪৭৭

Scientific Name : Melaleuca squamea
Common Name : swamp honey-myrtle
বাংলা নাম : জানা নাই


৪৭৮

Scientific Name : Lychnis fulgens
Common Name : Brilliant campion, catchfly
বাংলা নাম : জানা নাই


৪৭৯

Scientific Name : Pancratium zeylanicum
Common Name : rain flower
বাংলা নাম : লিলি


৪৮০

Scientific Name : Plumeria rubra
Common Name : Plumeria, frangipani or variations
বাংলা নাম : কাঠগোলাপ


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২১ রাত ১১:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:




অনেক সুন্দর সুন্দর ফুলের ছবি দেখলাম । দেখে মুগ্ধ ।
উপরের ৪৭১ নং ছবিতে দেখানো
বেগোনিয়াস গোত্রের ফুলটি আর্দ্র উষ্ণমন্ডলীয় এবং
ক্রান্তীয় জলবায়ুতে, স্থানীয় কিছু প্রজাতি সাধারণত
শীতল জলবায়ুতে শোভাময় বাড়ির উদ্ভিদ হিসাবে
বাড়ির অভ্যন্তরে জন্মে। তেমনি একটি বেগোনিয়াস
প্রজাতির ফুল গত তিন বছর যাবত আমার বাসার
বৈঠকখানার ভিতর জানালার কাছে নিয়মিতভাবে
থোকায় থোকায় অসংখ্য ফুল দিয়ে যাচ্ছে ।


অনেক অনেক শুভেচ্ছা রইল

২১ শে মে, ২০২১ বিকাল ৩:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এই ফুল আমি কখনো দেখিনি বাস্তবে।
আপনার ফুলের ছবি দেখে স্যার মুগ্ধ হয়ে গেলাম!!!!
অশেষ ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে মে, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: আমার একটা বাগান বাড়ি থাকলে- আমি সব রকমের গাছ লাগাতাম।

২১ শে মে, ২০২১ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার গ্রামের বাড়ি জন্য জমি কিনেছি, আশা করছি আগামি বছর থেকে গাছ লাগানো শুরু করা যাবে। ২ থেকে ৩ বছরের মধ্যে মোটামুটি মাথা গোজার মতো পরিবেশ তৈরি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সেটা আপনি বাগান বাড়ি মনে করে যেকোনো গাছ লাগিয়ে আসতে পারেন।

৩| ২১ শে মে, ২০২১ দুপুর ১:৪৭

বিজন রয় বলেছেন: প্রকৃতপক্ষে আপনার পোস্ট থেকে অনেক উপকার পাচ্ছি।

কিন্তু আফসোস সবসময় ব্লগে আসতে পারিনা।
তাই বঞ্চিত হই।

এভাবেই লিখে চলুন।

২১ শে মে, ২০২১ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.