নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট থার্টি এইট]

৩১ শে মে, ২০২১ রাত ৮:৩৮

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : শিউলি

অন্যান্য ও আঞ্চলিক নাম : শেফালি, শেফালিকা,নালাকুমকুমাকা, হারসিঙ্গারাপুস্পক, সুকলাঙ্গি, রাজানিহাসা, মালিকা, পারিজাত, পারিজাতা, পারিজাতাকা, অপরাজিতা, বিজয়া, নিসাহাসা, প্রহার্ষিনী, প্রভোলানালিকা, বাথারি, ভুথাকেশি, সীতামাঞ্জারি, সুবাহা, নিশিপুস্পিকা, রাগাপুস্পি, খারাপাত্রাকা, প্রযক্তা, প্রযক্তি ।
Common Name : Night-flowering Jasmine, coral jasmine, Harsingar, tree of sorrow
Scientific Name : Nyctanthes arbor-tristis

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১০/২০১৯ ইং




২। ফুলের নাম : সন্ধ্যামালতী

অন্যান্য ও আঞ্চলিক নাম : সন্ধ্যামনি, কৃষ্ণকলি
Common Name : Marvel of Peru, Four o'clock Flower
Scientific Name : Mirabilis jalapa

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১০/২০১৯ ইং




৩। ফুলের নাম : লিলি

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : White Crinum Lily, St. Christopher Lily
Scientific Name : Crinum jagus

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং




৪। ফুলের নাম : সরিষা ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : সরষেফুল
Common Name : Flower of Mustard Plant
Scientific Name : Brassica campestris

ছবি তোলার স্থান : সিংগাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/১২/২০১২ ইং




৫। ফুলের নাম : সুখ মুরালি

অন্যান্য ও আঞ্চলিক নাম : বাংলা: কালো বাসক, হিন্দি: গুলশাম, তামিল: নীলামূলি, তেলুগু: নীলাম্বরমু ।
Common Name : Blue Sage, Blue Eranthemum, Eranthemum ই্ত্যাদি।
Scientific Name : Eranthemum pulchellum

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৬। ফুলের নাম : রক্তকাঞ্চন

অন্যান্য ও আঞ্চলিক নাম : কাঞ্চনার, কাঞ্চনক, পাকারি, রক্তপুষ্পক, লালকাঞ্চন
Common Name : Orchid tree, Camel's foot tree, Kachnar, Mountain ebony, Red flowered bauhinia, Napoleon's hat, Paper mulberry, Poor man's orchid, Variegated orchid tree.
Scientific Name : Bauhinia variegata / Phanera variegata

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৩/২০১৯ ইং




৭। ফুলের নাম : কাশ ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম : সুকাণ্ড, কাশেক্ষু, ইষীক, শ্বেতপুষ্পক, ইক্ষারিকা, ক্ষুকাশ ও ইক্ষুরস।
Common Name : Wild Sugarcane, Kans grass
Scientific Name : Saccharum spontaneum

ছবি তোলার স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/১০/২০১৪ ইং




৮। ফুলের নাম : কৃষ্ণচূড়া

অন্যান্য ও আঞ্চলিক নাম : গুলমোহর, রক্তচূড়া ।
Common Name : Flame Tree, Royal Poinciana, Flamboyant tree, Mayflower, Peacock flower.
Scientific Name : Delonix regia

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৫/২০১৯ ইং




৯। ফুলের নাম : শ্বেতপদ্ম

অন্যান্য ও আঞ্চলিক নাম : পুণ্ডরীক
Common Name : White lotus, Lotus, Sacred lotus, East Indian Lotus
Scientific Name :

ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১০। ফুলের নাম : লাল পপী ফুল

অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Red Poppy
Scientific Name : Papaver rhoeas

ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০২০ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১ , - , পর্ব - ৩২ , - , পর্ব - ৩৩ , - , পর্ব - ৩৪ , - , পর্ব - ৩৫
১০টি ফুলের ছবি : পর্ব - ৩৬ , - , পর্ব - ৩৭

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২১ রাত ৮:৪৫

সভ্য বলেছেন: হাসনা হেনা ফুল আমার খুব প্রিয়, আমার আগের ব্লগীয় নাম ছিলো হাসনাহেনা। (হা হা হা)

৩১ শে মে, ২০২১ রাত ৮:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার একটি হাসনাহেনা গাছ আছে, গত বছর থেকে ফুল আসছে। ডাল কেঁটে পুতে দিয়ে ছিলাম, অনেকগুলি চারা হয়েছে।

২| ৩১ শে মে, ২০২১ রাত ৯:১৪

সভ্য বলেছেন: ভালো লাগলো জেনে

০১ লা জুন, ২০২১ রাত ২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ৩১ শে মে, ২০২১ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২ আর ৬ দেখতে প্রায় একই রকম। অবাক হলাম, সন্ধ্যামালতীর নাম কৃষ্ণকলি দেখে। কৃষ্ণকলি তো কালো হওয়ার কথা ছিল :)

যাই হোক, সুন্দর পোস্ট।

০১ লা জুন, ২০২১ রাত ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ আর ৬ এর আরং এর মিল ছাড়া আর কোনো মিল নাই।

অনেক ফুল আছে যাদের নামে সাথে রং এরকোনো মিল নাই। এই পোস্টেই তেমন আরেকটি ফুল আছে, সুখ মুরালি যার আরেক নাম কালো বাসক। অথচো ফুলটি নীল রং এর।

৪| ৩১ শে মে, ২০২১ রাত ১০:৪৩

নেওয়াজ আলি বলেছেন: খুবই সুন্দর ফুলের ছবি

০১ লা জুন, ২০২১ রাত ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ০১ লা জুন, ২০২১ রাত ১২:৪৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুখ মুরালি আর লিলি বোধহয় এবার প্রথম দেখলাম। ছবি গুলো সুন্দর।

০১ লা জুন, ২০২১ রাত ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামত আর মন্তব্যের জন্য।

৬| ০১ লা জুন, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি সুন্দর।

০১ লা জুন, ২০২১ রাত ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামত আর মন্তব্যের জন্য।

৭| ০১ লা জুন, ২০২১ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি

০১ লা জুন, ২০২১ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামত আর মন্তব্যের জন্য।

৮| ০১ লা জুন, ২০২১ দুপুর ১২:৩০

জুন বলেছেন: আমাদের দেশীয় ফুলগুলোও কিন্তু অসাধারণ সুন্দর। ৫ নং সুখ মুরালী দেখে প্রথমে আমি ভেবেছি এটা বুঝি "ফরগেট মি নট "। পরে ইংরেজিতে দেখলাম অন্য নাম। ফুলের চেয়ে সুন্দর পৃথীবিতে মনে হয় আর কিছু নেই।

০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৭:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের দেশী ফুল গুলির রূপ আসলেই মনোমুগ্ধকর।
কিছু কিছু পথ ফুল আছে যার রূপ কেউ সেই ভাবে লক্ষ্যই করে না। কিন্তু হঠাত করে ছবি দেখলে প্রায় সকলেই অবাক হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.