নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ১৯

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৫৯

কি সুধা ছড়িয়ে দেয় উষার আযানে!
জাগাইতে মোহমুদ্ধ মানব সন্তানে।
আহা কি মধুর ওই আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
----- কাজী নজরুল ইসলাম -----


ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৯ ইং




ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন,
নত করো শির। দিবা হল সমাপন,
সন্ধ্যা আসে শান্তিময়ী।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : মৈনট ঘাট, দোহার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৮ ইং





গায়ের পথে সাজের বেলায়

ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/১১/২০১৮ ইং




সূর্য ডোবার সময় হল যেই...
নদীর জলে পরলো তার সোনালী আভা


ছবি তোলার স্থান : মৈনট ঘাট, দোহার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১১/২০১৮ ইং





তুমি চেয়ে আছো, তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছো, তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর, বহুদূর......
----- শিরোনামহীন -----


ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি
ভালো লাগলো

১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৭

জটিল ভাই বলেছেন:
যাবার আগে, দোহাই লাগে, একবার ফিরে চাও,
আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও......

১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে এসিড বৃষ্টি, অসময়ে
হয়তো সূর্যের রঙ হয়ে যাবে ঘোলাটে,
হয়তো গলে যাবে হিমালয়।

হয়তো সূর্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিংকি,
হয়তো বরফ পরবে কোলকাতায়,
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ।
হয়তো চলবে না গাড়ি রাস্তায়।


দেখো বদলে যেতে হবেই, বদলায় পদবি
বদলায় ঠিকানা, বদলায় সময়
বদলায় জামার ভিতর সকলের শরীর,
বদলায় চাহিদা শিরায় শিরায়।
কোনটা ভালো, কোনটা খারাপ সেটাও বদলে যায়।
কে হিন্দু, কে জাপানি, কিসের দায়।
যেটাই সত্যি সেটাই থাকবে দাফন হবার পর।
দিন-রাত মিলেমিশে ভোরবেলায়।

আমি আসবো ফিরে তোমার পাড়ায়,
ফিরে আসবো আমি তোমার পাড়ায়।
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়।
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
----- অঞ্জন দত্ত -----

৩| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:১০

রোকনুজ্জামান খান বলেছেন: আরেক বার যেতে চাই রিম ঝিম ঝিম সুদুরপুর অবাক রোদ ভেজা তপ্তদুপুর।

১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:



আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে
একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর
সারা বেলা বন্ধ জানালা...

৫| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ্ই আযান আবার কারো কারো
ঘুমের ব্যঘাত ঘটায়, হায়রে মুসলমান!!

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কবি শামসুর রহমান :
আযানের ধ্বনি বেশ্যার খদ্দের ডাকার ধ্বনির মত মনে হয়। বা
মুয়াযজ্জিনের আযানের ধ্বনি যেনো বেশ্যার অলিতে গলিতে।
এইরকমই কিছু একটা বলেছে।


কবি কায়কোবাদ :
“কে ঐ শোনালো মোরে আযানের ধ্বনি
মর্মে মর্মে সুর, বাজিলো কি সুমুধুর
আকুল হইলো প্রাণ, নাচিলো ধমনী”।



কবি নজরুল :
“মাসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই
যেন গোড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই।”


শামসুল হক :
“ও কাক! তুই খুব জোরে কা কা কর,
যাতে মুয়াজ্জিনের আজানটা আর শোনা না যায়!!”

৬| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:০৫

কামাল১৮ বলেছেন: কবিতা ও ছবির সুন্দর মিল।

১৪ ই জুন, ২০২১ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.