নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আকাশ জুড়ে মেঘের খেলা - ০৪

১৬ ই জুন, ২০২১ দুপুর ১:৩০

বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঢিপি হয়ে উঠে-
শুয়ে ব’সে সভা করে সারাদিন জুটে।


মোবাইল ক্লিক
ছবি তোলার স্থান : তুরাগ, পূবাইল, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৯/২০১৮ ইং





কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।

----- সুকুমার রায় -----

মোবাইল ক্লিক
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৮/২০১৮ ইং





স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত
আকাশেরে ঢাকে,
আকাশ তাহার কোনো
চিহ্ন নাহি রাখে।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

মোবাইল ক্লিক
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৮/২০১৮ ইং





মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি...

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং





উড়িল আকাশে মেঘ গরজি ভৈরবে;—
ভানু পলাইল ত্রাসে;
তা দেখি তড়িৎ হাসে;
বহিল নিশ্বাস ঝড়ে;
ভাঙ্গে তবু মড়-মড়ে;
গিরি-শিরে চূড়া নড়ে,
যেন ভূ-কম্পনে;

----- মাইকেল মধুসূদন দত্ত -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
আকাশ জুড়ে মেঘের খেলা - ০১, আকাশ জুড়ে মেঘের খেলা - ০২, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৩, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৪
আকাশ জুড়ে মেঘের খেলা - ০৫

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ দুপুর ২:০৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইগো, ছবি গুলি দেখে শুধু একটি কথাই মনে এসেছে," আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব,হারিয়ে যাব আমি তোমার মাঝে (প্রকৃতির মাঝে) - আজকে আমার হারিয়ে যেতে নেই মানা"।

১৬ ই জুন, ২০২১ দুপুর ২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকের বাড্ডার আকাশটা খুব বিচিত্র। এই মেঘ-এই রদ্দুরের খেলা। আমারও বাড়ি ছেড়ে বেরিয়ে পরতে ইচ্ছে করছে। কিন্তু বিধিবাম। বিবি সাহেবা গেছেন তার মাকে নিয়ে গাউছিয়ায়। আমি বসে আছি বাসায় দুই মেয়েকে নিয়ে।

২| ১৬ ই জুন, ২০২১ দুপুর ২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর আকাশের ছবি

১৬ ই জুন, ২০২১ দুপুর ২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় এবং ছবিতে অনবদ্য ।

১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেলিম আনোয়ার ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়াও, দারুন সব ছবি।

১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: মোঃ মাইদুল সরকার ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:২২

রানার ব্লগ বলেছেন: মোবাইল দিয়ে এত সুন্দর ছবি তোলা যায় ?

১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: দামি মোবাইল দিয়ে অসাধারণ সব ছবি তোলে লোকে, আমি দেখি আর অবাক হই।
আমার মোবাইল কম দামী Xiaomi Redmi Note 5 দিয়ে তুলেছি প্রথম তিনটা ছবি।
অবশ্য লাইট রুমে কিছুটা রি-টার্চ করেছি ছবি গুলিতে।

৬| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সদ্য ঘোষিত ব্লগের ফটো প্রতিযোগিতায় আপনার জেতার সম্ভবনা আছে। প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেন।

১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে প্রিয় সাড়ে চুয়াত্তর । আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহন করিনা। ফলে প্রস্তুতি নেয়ার কোনো কারণ নেই।

৭| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবি দিলেই প্রতিযোগিতার জন্য অটো নিবন্ধন।

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর ভাই এইটা সুসংবাদ।
সেই ক্ষেত্রে আমি মনে হয় সর্বাধিক পোস্ট করবো। কমসেকম ৩টা তো হবেই। আরো বেশীও হতে পারে।

৮| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৭

জটিল ভাই বলেছেন:
উর্ধ গগনে বাজে মাদল!

জটিলৎকার!

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য মরুবাদ।

৯| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: একজন তিনটার বেশি পোস্ট করতে পারবে না। এটা ব্লগ কর্তৃপক্ষের নির্দেশনা।

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩ এর বেশি হলে কর্তৃপক্ষ শেষের গুলি নিশ্চই বাদ দিয়ে দিতে পারবে। দেখাযাক কয়টা হয়। অনেগুলি সিরিজতো চলছে আমার ছবি। সিরিজ গুলিকে গোনায় না ধরলে আমি বাদ।

১০| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,





আপনি পারেনও বটে। এতো এতো নান্দনিক ছবির এ্যালবাম আপনার ঝুড়িতে আছে ভাবলেই অবাক হতে হয়।
বলতেই হবে, মোবাইলে তোলা হলেও আপনার ছবির ফ্রেমিং অনবদ্য। দস্যুদের মতোই আপনি প্রকৃতি থেকে ছিনিয়ে এনেছেন সব।
শুভ কামনায়।

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আহমেদ জী এস ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্যর জন্য।
হে, আমি খুব একটা লিখতে পারি না বলে ছবি দিয়ে কাজ চালিয়ে নেই। তাই ছবির পোস্টই বেশী আমার।

মোবাইলে তোলা হলেও আপনার ছবির ফ্রেমিং অনবদ্য।
আমার বেশীর ভাগ ছবি Nikon D80 এবং Nikon D3400 ক্যামেরায় তোলা। সুন্দরবন ও কাশ্মীরের কিছু ছবি Canon EOS 1100D দিয়ে তোলা আর কিছু ছবি আছে মোবাইলে তোলা।

১১| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৫৩

হাবিব বলেছেন: শেষ ছবিটা বেশি মনোমুগ্ধকর।

১৬ ই জুন, ২০২১ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যে মতামত জানানোর জন্য।

১২| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জানানোর জন্য।

১৩| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:১১

সামিয়া বলেছেন: অসাধারণ সব ছবি

১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জানানোর জন্য।

১৪| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: এমন ছবি দেখলে মন ভাল হয়ে যায়।

১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.