নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : ঝুমকোলতা

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

এই ফুলের নামের শেষ নাই, কি বাংলায়, কি ইংরেজিতে, কি সংস্কৃতিতে। নামও সব বাহারি বাহারি। তেমনি তার আকার-রূপ আর রং এরও বাহারী মেলা।



ঝুমকো লতা ফুলের অনেকগুলি নামের মাঝে একটি নাম হচ্ছে - "শঙ্খচক্রগদাপদ্মধারী"। এই বিটকেলে নামটাই ঝুমকো লতা ফুলের সঠিক পরিচয় দিয়েছে।

ঝুমকো লতা ফুলের গর্ভাশয়ের আকৃতি শঙ্খের মতো। পাপড়িগুলো চারদিকে ছড়িয়ে একটা চক্র তৈরি করেছে। স্ত্রীকেশ তিনটির মাথা দেখতে গদার মতো আর বৃতিগুলো পদ্মফুলের পাপড়ির মতো মেলে ধরেছে নিজেদের।

ঝুমকো লতা ফুলের অন্যান্য নাম : ঝুমকো লতা, ঝুমকা লতা, রাধীকা নাচন, কৃষ্ণকমল, রাখী ফুল, কৌরভ পাণ্ডব পুস্প, পঞ্চপাণ্ডব পুষ্প, শঙ্খচক্রগদাপদ্মধারী।

Common Name : Maypop, Purple passionflower, Passionflower, Passionfruit flower, Passion-flower vine, Purple granadilla, Passiflorina, Flower of the Five Wounds, Water Lemon vine, Wild Apricot vine, Passionaria, Passionblume



ঝুমকো লতা ফুলের ইংরেজি নাম Passion Flower, আর Passion শব্দের অর্থ নাকি প্রেম বা ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি। খ্রীষ্টান মিশনারিরা মনে করেন এই শব্দের মধ্যে লুকিয়ে আছে ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যুর কষ্ট।



Frederick Goodall's এর আঁকা ছবি Passionate Encounter

অন্যদিকে হিন্দুধর্মাবলম্বীরা এ ফুলের সঙ্গে শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডবদের মিল খুঁজে পান। তাদের মতে নীলবর্ণ চতুর্ভূজা সত্যনারায়ণ শঙ্খচক্রগদাপদ্মধারী। তার চার হাতে শঙ্খ, চক্র, গদাও পদ্ম ধরা আছে।



সত্যনারায়ণ শঙ্খচক্রগদাপদ্মধারী রূপে


ঝুমকো লতা চিরসবুজ লতানো গাছ, অনেক বছর বাঁচে। কিছু কিছু গাছে সারা বছর অল্প বিস্তর ফুল ফুটলেও সাধারনত বর্ষাকালে ফুল বেশী ফোটে। ফুলে সুঘ্রাণ আছে।

কিছু প্রজাতির ঝোমকো লতায় ফল হয়। সেই ফলগুলি খাওয়ার যোগ্য। জল মিশিয়ে সুস্বাদু সরবত তৈরি করা যায়, যা ট্যাং নামে পরিচিতি।

ঝুমকোলতা মূলতো বুনো লতাই ছিলো আদিতে, এখনো আছে। কোনো যত্ন ছাড়াই আমাদের দেশেও কয়েক রকম বুনো ঝুমকোলতা হয়। বুনো ঝুমকোলতার ফুলের রং সাধারনত সাদা হয়। ফুল এবং ফল গুলি হয় ছোটো ছোটো। ফুলের সৌন্দর্য, আকার আর রং এর বাহারে আকৃষ্ট হয়ে মানুষ একে নিজেদের বাগানে স্থান দিয়েছে।



ঝুমকোলাতা ফুলের রূপে মুগ্ধ হয়ে আমাদের কবিরা বেশ কিছু কবিতা ও ছড়া লিখেছেন।

"হারিয়ে পাওয়া আলোটিরে
নাচায় ডালে ফিরে ফিরে
ঝুমকো ফুলের লতা।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----





"ঝুমকোলতার বনে দোল দোল দখিনায়
গুন গুন ভ্রমরা যে ফুলেদের গান শোনায়
‘তুমি আমার, ওগো আমি তোমার।’'
----- পুলক বন্দ্যোপাধ্যায় -----





"খোলা জানালার ঐ আকাশে
আমার ফেলে আশা পলাশপুরে
লাজুক ঝুমকোলতা বুঝি ঘুমিয়ে পড়েছে
চোঁখে স্বপ্নীল সুখের ছোঁয়া আর একবুক যন্ত্রনা নিয়ে
আমি এক নগর বাউল জেগে আছি বড় একা।"
----- রুদ্র পলাশ -----


ছবি গুলি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে তুলেছি।





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

জুল ভার্ন বলেছেন: ছবি ব্লগ ভালো হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যে মতামতের জন্য।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: Passionate Encounter আপনার প্রিয় পেইন্টিং মনে হয়। আগের একটা পোস্টেও দিয়েছিলেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: না।
এই পোস্টেই দিয়েছিলাম। আগেরটায়।
এখানে সেই একই জিনিস আছে, শুধু ফুলগুলি চেঞ্জ হয়েছে।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই পোস্টে প্যাশন নিয়ে অন্য কোন পেইন্টিং দিলে নতুনত্ব আসতো। নাকি ঝুমকা লতার সাথে এই পেইন্টিংটার কোন বিশেষ সম্পর্ক আছে?! :)

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো সম্পর্কে নেই।
কোন ছবিটা দিলে ভালো হয়!
উই একটা ছবি সাজেস্ট করেন।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ছবি ব্লগে +++ তবে ভাই, একটা প্রশ্ন মনে জাগে - যে কোন কিছু ক্যামেরায় যত সৌন্দর্যময় দেখায় বা সুন্দর লাগে বাস্তবে এমন লাগেনা (এত ভাল) কেন ? তা সে ফুল কিংবা হুল :P যাই হোক।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় মোহামমদ কামরুজজামান ভাই পোস্টে মন্তব্য এবং + এর জন্য।

ক্যামেরার ছবি বাস্তবের চেয়ে সব সময় ভালো হয় তা কিন্তু নয়। তবে বেশীরভাগ ক্ষেত্রেই এটা সত্যি।
এই সত্যির পিছনে অনেকগুলি কারণ আছে। যেমন-
ক্যামেরায় যেমন জুম করার সুযোগ থাকে।
ব্যাকগ্রাউন্ড ব্লার অথবা ব্লাক করা যায়।
রংএর উজ্জলতা প্রয়োগন মতো কমানো বা বাড়ানো যায়।
এমন কিছু তৈরি করা যায় যেটা বাস্তবে দেখা সমম্ভব নয়।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

শেরজা তপন বলেছেন: দারুন সুন্দর একটা ফুল। সম্ভবত এর কোন সুবাস নেই -নাকি?

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ঝুমকো লতা চিরসবুজ লতানো গাছ, অনেক বছর বাঁচে। কিছু কিছু গাছে সারা বছর অল্প বিস্তর ফুল ফুটলেও সাধারনত বর্ষাকালে ফুল বেশী ফোটে। ফুলে সুঘ্রাণ আছে।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৯

হাবিব বলেছেন: ছবিগুলো মনকাড়া

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৭

সোহানী বলেছেন: ওয়াও দারুন ফুলতো। দেখেছি কিনা মনে করতে পারছি না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এর অনেকগুলি ভ্যারাইটি আছে।
বাংলাদেশে এর একটু বুনো প্রজাতি আছে ফুলের রং সাদা আর আকারে সামান্য ছোটো হয়।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর প্রকাশ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: এই ফুল নিয়ে আগেও একবার লিখেছিলেন।
তবে এবার তথ্য বেশি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, প্রায় মাস খানেক আগে পোস্টটি দিয়েছিলাম। একই পোস্ট। শুধু ফুলের ছবিগুলি ভিন্ন ছিলো।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৪

ফাহমিদা বারী বলেছেন: আরে! এটারই নাম যে ঝুমকোলতা এটা তো জানতাম না! তবে প্যাশন নামটা পরিচিত ছিল।

আমাদের অফিসে একটা নাগামঞ্জুরির গাছ আছে। ভাবছি সেটা নিয়ে একদিন ব্লগে লিখব।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কতো ফুলের নাম আমাদের অজানা রয়েগেছে!
হঠাত করে পরিচিত নাম-না-জানা ফুলের নাম জানতে পারলে আলাদা একটা ভালো লাগা পেয়ে যায়।

যাইহোক নাগামঞ্জুরি নামে সম্ভবতো কোনো ফুল নেই।
আমি অনুমান করছি আপনি নাগলিঙ্গম ফুলের কথা বলতে চাচ্ছেন। আমার অনুমান এবং জানায় ভুলও থাকতে পারে।


অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনার পোস্টের অপেক্ষায় রইলাম।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২২

ফাহমিদা বারী বলেছেন: জি নাগালিঙ্গমই বলে তাকে। তবে নাগামঞ্জুরি নামটাও দেওয়া হয়ে থাকে। একবার সেই ফুল নিয়ে কিছু ঘাঁটাঘাঁটি করে জেনেছিলাম। নাগামঞ্জুরি ফুল লিখে সার্চ দিন। এই ফুলের ছবি পেয়ে যাবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: নাগলিঙ্গম ফুলের বেশ কয়েকটি নাম আছে। সেগুলি হচ্ছে - হাতি জোলাপ, কামান গোলা, তোপ গোলা, শিবলিঙ্গম, শিবফুল ইত্যাদি।

তবে নাগামঞ্জুরি বা নাগমঞ্জুরি নামটি কোথাও পাইনি আমি। এটি ভুল নাম।
শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.