নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রাধিকার রূপ বর্ণনায় উল্লেখিত ফুল গুলির ছবি

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৯




আগের পোস্টে রাধিকার রূপ বর্ণনা করার সময় কৃষ্ণ যে গানটি গেয়েছিল সেটিতে যে সমস্ত ফুলের নাম এসেছিলো সেগুলির ছবি দিতে চেষ্টা করিছি। দেখেন আপনি তার কয়টি চিনতে পরেছিলেন।



রাধিকা তোমার কেশ ১। তমাল ফুলের ময়ূরপুচ্ছ,
ঐ নীলাঞ্জন নয়ন ২। নীল কুরুবক
তোমার সুগঠিত নাসিকায় যেন ৩। তিলফুলের শোভা, আর
কপলযুগলে ৪। মহুয়া ফুলের মাদকতা।

রাধিকা তোমার রক্তিম অধরে ৫। বান্ধুলির আভা,
কর্ণে তোমার ৬। বকফুলের শোভা।
তোমার শুভ্র দশন রাজি যেন আধফোটা ৭। কুন্দ, আর
বসনে তোমার ৮। কস্তুরীকুসুমের আভাস।

রাধিকা তোমার বাহুযুগল স্বর্ণ৯। যুথিকার মালা,
করযুগলে তোমার ১০ অশোকের রক্তিমা।
তোমার পয়োধর যেন দুই মুকুলিত ১১। স্থল্পপদ্ম, আর
গভীর নাভিদেশ ১২। নাগেশ্বরের ফুল।

রাধিকা তোমার জঙ্ঘাযুগল স্বর্ণ১৩। কেতকী,
চরণ তোমার চরণ কমল, দুটি ১১। স্থলপদ্ম
তোমার আংঙুলগুলি যেন ১৪। চাঁপারকলি, আর
সর্বাঙ্গে ১৫। শিরিষ ফুলের কোমলতা।

রাধিকা তোমার নখরে গুলাল আবীর মাখা,
দেহে তোমার ১৬। কনকচাঁপার আভা।
তোমার মধুর হাসিতে নবমল্লিকা, ১৭। শেফালী১৮। মল্লিকা ঝরে, আর
রাধিকা তোমার সর্বাঙ্গেই কুসুমের সমাহার!


১। তমাল



২। নীল কুরুবক (নীল-ঝিণ্টী)



৩। তিলফুল




৪। মহুয়া



৫। বান্ধুলি (দুপুরমনি)


৬। বকফুল



৭। কুন্দ



৮। কস্তুরী



৯। যুথিকা



১০ অশোক



১১। স্থল্পপদ্ম


১২। নাগেশ্বর


১৩। কেতকী (কেয়া)



১৪। চাঁপা



১৫। শিরিষ ফুল



১৬। কনকচাঁপা


১৭। শেফালী



১৮। মল্লিকা
মল্লিকা ফুল কোনটি আমার জানা নেই। কুন্দকে মেঘমল্লিকা বলে আবার হাজারি বেলীকেও মল্লিকা বলে।

ছবি : নেট হতে সংগৃহীত

কবিতা ও ফুল নিয়ে অন্য একটি লেখে ছিলো আমার। চাইলে সেটিও দেখতে পারেন-
বাসা
"বাসা" কবিতার ফুল ও গাছ গুলি
রাধিকার রূপ বর্ণনা

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, সবগুলিই ফুলই অনেক সৌন্দর্যময় তবে একটা বিষয় জানতে চাই চাঁপা এবং কাঠাল চাঁপা কি একই ফুল না আলাদা আলাদা?

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য প্রিয় মোহামমদ কামরুজজামান ভাই।



চাঁপা এবং কাঠাল চাঁপা এক ফুল নয়।
চাঁপা বলতে সাধারণত স্বর্ণচাঁপা বুঝি আমরা। সত্যি বলতে চাঁপা নাম নিয়ে অনেকগুলি ফুল আছে আমাদের চেনা। আমি একটি পোস্টে ১৩টি চাঁপার ছবি নাম-ধাম দিয়েছিলাম, সেটি দেখতে পারে - চাঁপা নিয়ে চাপাবাজি এই কটি ছাড়া আরো কয়েকটি চাঁপা আছে। যেমন বৃন্দান চাঁপা, নাগচাঁপা ইত্যাদি।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


কৃষ্ণ হচ্ছে অবতার, রাধিকা কি অবতার?

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অপেক্ষা করেন। মহাভারত সিরিজে সেই কাহিনী আসবে। যতদূর মনে পরে তাদের জন্মের পিছনে একটি সাদা ও একটি কালো চুল আছে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

জ্যাকেল বলেছেন: এই হইল চন্দ্রমল্লিকা

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: হে মল্লিকা বলতে শুধু চন্দ্রমল্লিকাকেও বুঝানো হতে পারে।
তবে হাসির সাথে সম্পর্ক বলে আমার মনে হয় ওটি কুন্দ বা বেলী হতে পারে।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কৃষ্ণ কি ঠোটে লিপস্টিক দিয়েছে নাকি! ছবিতে কৃষ্ণকে দেখে মেয়ে মনে হচ্ছে!!

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শিল্পী তার মনে ইচ্ছায় একেছে, আমার কোনো হাত নাই এই চক্রান্তরে পিছনে।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সব সুন্দর ফুল! কেয়া ফুলের সুবাস এতো মিষ্টি!!!

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কখনো কেয়া ফুল দেখিনি। কেয়া ফল দেখেছি, ছবি তুলেছি। ফুলের দেখা পাইনি।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৫

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় প্রিয় প্রিয়তে :)

২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টটিকে প্রিয়তে নেয়ার জন্য।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৬

কামাল১৮ বলেছেন: পোষ্ট প্নিয়তে নেয় কিভাবে?

২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টের নিচে ডান দিকের কোনায় তিনটি চিহ্ন আছে। সেখানে একটি স্টার বা তারকা চিহ্ন। সেখানে ক্লিক করলেই পোস্টটি প্রিয়তে যোগ হয়ে যাবে।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন।
শেষের ছবিটা ১৭ নম্বর দারুন হয়েছে। শেফালী ফুল এঁর গন্ধ আমার ভালো লাগে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ১৭ নাম্বার ছবিটা আমার তোলা।
এমন ছবি তোলার সুযোগ খুব কম পাওয়া যায়।
অনেকে ছবি তোলার জন্য পরিবেশ-উপাদান এ্যারেঞ্জ করেনেন আমি কখনো তা করি না।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোস্টটির জন্য।আমার নিজের নাম তমাল হলেও কখনো তমাল গাছের ফুল দেখিনি। ফল দেখেছি।

@চাঁদগাজী ভাই। ইতিহাসে রাধিকা বা রাধা নামে কেউ নেই। এটা বৈষ্ণবদের সৃষ্টি। কৃষ্ণ পরমাত্মা আর রাধা জীবাত্মার প্রতীক। পরমাত্মা জীবাত্মাকে আকর্ষণ করে আর জীবাত্মা চায় পরমাত্মায় বিলীন হতে। জীবাত্মা যখন পরমাত্মায় বিলীন হয় তখন এটাকে বৈষ্ণব মতে বলা হয় রাধাভাব, আর সুফী ভার্সনে বলা হয় ফানাফিল্লাহ।

মহাভারত অনুযায়ী কৃষ্ণের পত্নী সংখ্যা আট।এদের মধ্যে রাধা নামে কেউ নেই। আটজন স্ত্রীর নাম হলো, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, মিত্রবিন্দা, নগ্নজিতী, মাদ্রী, লক্ষণা ও রোহিনী।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য চমৎকার আলোচানার জন্য। মন্তব্যে লাইক দিলাম।

তমাল ফুল নিয়ে একটা পোস্ট আছে আমার, দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.