নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

তাজমহলের ছবি

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২১


তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি সমাধি সৌধ।
মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী আরজুমান্দ বানু বেগম, তিনি মুমতাজ মহল নামেও পরিচিত ছিলেন, তাঁর স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটি। ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব-ঐতিহ্যবাহী স্থান হিসেবে তাজমহলকে তালিকাভুক্ত করে।



মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহল যখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন তখন সম্রাট শাহজাহান তার প্রিয়মতা স্ত্রীর মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। তখনি তিনি তার মৃত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে এই সৌধটি নির্মাণ করেন, যা তাজমহল নামে পরিচিত।



মুমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান তাজমহলের নির্মাণ কাজ শুরু করেছিলেন ১৬৩২ খ্রিষ্টাব্দে। মূল সমাধিটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় ১৬৪৮ খ্রিস্টাব্দে। আর বাগানসহ সম্পূর্ণ সমাধিক্ষেত্রটির সমস্ত কাজ শেষ হয় প্রায় ৫ বছর পরে ১৬৫৩ খ্রিষ্টাব্দে।



তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যশিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। তাজমহল সমাধিটি তৈরি করা হয়েছে মহামূলবান সাদা মার্বেল পাথর দিয়ে। আর তার লতা-পাতা ও ফুলের নকশায় ব্যবহার করা হয়েছে মহামূল্যবান রঙ্গিন সব পাথর।



সৌধের মূল ইমারতটি একটি বড় বর্গাকার বেদি বা ভিত্তির উপরে নির্মিত হয়েছে এবং ইমারতের প্রতিটি দিকেই হুবহু একই রকম দেখতে। বেদি বা ভিত্তির চার কোনায় চারটি মিনার রয়েছে। মিনার গুলি অনেকেটাই মজিদের মিনারের মতো দেখতে। প্রতিটি মিনারেই দুইটি করে বারান্দা দিয়ে তিনটি করে ভাগ করা হয়েছে। প্রতিটি মিনারের উচ্চতা প্রয়া ৪০ মিটার। প্রতিটি মিনারই বেদি বা ভিত্তির বাইরের দিকে কিঞ্চিৎ হেলানো আছে। যদি কখনও এই মিনার গুলি কোনো কারণে ভেঙ্গে পড়ে তাহলে এগুলি মূল সমাধির উপরে না পড়ে বাইরের দিকে পরবে।



তথ্যসূত্র : উইকিপিডিয়া
ছবি তোলার স্থান : তাজমহল, আগ্রা, ভারত।
ছবি তোলার তারিখ : ১২/০৩/২০১৪ ইং

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মমতাজ মর্মের মহল , শাহজাহান যমুনার কোলাহল।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এটাকি কবিতার লাইন?

২| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কাজী নজরুলের কোন এক কবিতায় এই কথাগুলো আছে লাইনটা ঠিক এরকমই কিনা মনে নেই।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি?
আমার জানা ছিলো না।
খুঁজেও পেলাম না।

৩| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

ভুয়া মফিজ বলেছেন: তাজমহল নাকি তেজো মহালয়া? বিজেপি বলছে, এটা নাকি জয়পুরের রাজপরিবারের ভূমির উপরে জোর করে প্রতিষ্ঠা করা হয়েছে? :P

এইসব ব্যাপারে কিছু জানেন নাকি?

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনেছি একটু একটু, কান দেয়ার আগ্রহ জাগেনি।

৪| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০২

আরইউ বলেছেন:




মজার একটা ঘটনা ঘটলো মাত্রই। আমি আপনার পোস্ট পড়ে (লগড ইন ছিলাম না তাই মন্তব্য করিনি) গেলাম ইউটিউবে আর প্রথম যে ভিডিও সাজেশন তা হলোঃ তাজমহলের রহস্যঘেরা ২২টি কক্ষ খুলতে আদালতে আবেদন! হা হা হা!

তাজমহল দেখা হয়নি। হয়ত কোনদিন আগ্রা যাবো, তাজমহলও দেখবো।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: কাকতালীয় ভাবে ঘটে গেছে।
শুভকামনা রইলো আপনার জন্য। সুযোগ হলে অবশ্যই দেখে আসবেন।

৫| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২১

জুল ভার্ন বলেছেন: সাম্প্রদায়িক রাজনীতির পুরোধা বিজেপির কাছে তাজমহল "তেজো মহালয়া" হতে যাচ্ছে।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব কথায় কান না দেয়াই ভালো।

৬| ১৪ ই মে, ২০২২ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি নিচের কবরগুলো দেখতে গিয়ে ব্যাপক আতর আর বাতির গন্ধে বিরক্ত হয়ে উপরে উঠে আসি । কাজেই নিচে কি বদ্ধ কক্ষ আছে কিনা তা জানা হয়নি । উপরে বেশ সময় কাটিয়েছি এবং তাজমহলের ছায়ায় পুব দিকে ঘুমিয়েছি কিছুটা সময় । যমুনা তখন শুকনো কিন্তু ভাল লেগেছিল দাড়িয়ে থাকতে । সন্ধ্যার আগে বেরিয়ে বাসে হোটেল খুজে তাতে উঠি ।

১৪ ই মে, ২০২২ রাত ৮:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: তাজমহলে দুবার গিয়েছি আমি।
আমি ভিতরে আসল কবরের স্থানে ঢুকার সুযোগ পাই নাই।
বদ্ধ কক্ষের কথা অনেক আগেই শুনেছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১৪ ই মে, ২০২২ রাত ৮:৫৯

তারিকুর বলেছেন: আমরা প্রায় সবাই বলি তাজমহল ভালোবাসার প্রতীক। আমরা শুধুমাত্র সম্রাট শাহজাহানের ভালোবাসা বা তার কাজ দেখে এটা বলছি। কিন্তু আমার মমতাজের কথাগুলো জানতে ইচ্ছা করে। ১৪ টা বাচ্চা জন্ম দেবার পর উনার অনুভতি কেমন ছিল? আসলে কি এটা ভালোবাসার মানুষ ছিলো নাকি বাচ্চা জন্ম দেবার মেশিন ছিল ভাই?

১৪ ই মে, ২০২২ রাত ৯:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এই প্রশ্ন নতুন নয়, বরং আর অনেক আগে থেকেই করা হচ্ছে। এটি ছাড়াও আরো অনেকগুলি প্রশ্নবোদক প্রশ্ন কিন্তু আছে।

৮| ১৪ ই মে, ২০২২ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবির সাথে সংক্ষিপ্ত বর্ণনায় পোস্ট ভালো লেগেছে।

ভারত থেকে একটা অধ্যায় ধীরে ধীরে মুছে যাবে, কিংবা কলুষিত করা হবে। 'পদ্মাবত', 'তানাজি' এসব ঐতিহাসিক মুভি দেখলে দেখতে পাবেন, ইতিহাস কীভাবে উলটে ফেলা হয়েছে। যে বর্গীরা একসময় ছিল এ তল্লাটের ত্রাস, 'বর্গী এলো দেশে' - তাদের বানানো হয়েছে দেশপ্রেমিক বীর হিসাবে। আরো কতকিছু!

১৪ ই মে, ২০২২ রাত ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সিনেমা গুলি ইতিহাসের চিত্র পালটে দিচ্ছে। সবচেয়ে খারাপ দিক হচ্ছে সাধারণ জনগন সিনেমাটাকেই ইতিহাস হিসেবে ধরে নিচ্ছে। এবং এগুলি ইচ্ছে করেই করা হচ্ছে বলে আমার বিশ্বাস।

অশেশ ধন্যবাদ আপনাকে চমৎকার এই আলোচনার জন্য।

৯| ১৪ ই মে, ২০২২ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
বাংলাদেশের নারায়ন গঞ্জের তাজমহলে যান নাই?

১৪ ই মে, ২০২২ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, গেছি। সেই শুরুর দিকেই গিয়ে ছিলাম। খুব একটা ভালো লাগেনি তখন।

১০| ১৪ ই মে, ২০২২ রাত ১১:০৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মোদির গ্রুপের মামলা কোর্ট আজকে খারিজ করে দিয়েছে।

১৪ ই মে, ২০২২ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনটাই হওয়ার কথা। ধন্যবাদ।

১১| ১৫ ই মে, ২০২২ রাত ৩:৩৮

সোনাগাজী বলেছেন:


৩ নং ছবি:

ছবিতে ২ পাশে গাছর উপর দিয়ে অন্য কোন সব ইমারতের গম্বুজ দেখা যাচ্ছে; সেগুলো কি?

১৫ ই মে, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবির বাম পাশের ইমারতটি হচ্ছে মসজিদ এবং ডান পাশের ইমারতটি হচ্ছে অতিথিশালা
দুটি ইমারতই দেখতে প্রায় একই রকম। এবং এরা কিন্তু তাজমহলের মূল অংশের ভিতরেই অবস্থিত।

১২| ১৫ ই মে, ২০২২ সকাল ৮:৩৪

বিটপি বলেছেন: বিজেপি তাইলে তাজমহলের জন্মেও সমস্যা চিহ্নিত করেছে? সাবাস! এরা পারেও। কিন্তু সমস্যা হল এরা চাইলেও এইটারে ভাঙতে পারবেনা - কারণ তাজমহল হল ভারতের দুধ দেওয়া গরু - লাত্থি তাই খাইতেই হপে।

১৫ ই মে, ২০২২ রাত ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এদের মাথায় এই সমস্ত বিষয়ে সম্ভবতো গোবর ভরা। জানেনইতো গোবর খুবই উত্তম সার, ফলে মাথাতে চমৎকার চমৎকার জিনিজ জন্ময়।

১৩| ১৬ ই মে, ২০২২ রাত ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লাইফে কিছূই দেখলাম না।

১৬ ই মে, ২০২২ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখনো অনেক সুযোগ আছে দেখার নিশ্চই। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.