নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত বাংলার চিত্র - ১৭

১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪১

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত চিরায়ত বাংলার চিত্র।



ছবি তোলার স্থান : মিঠামইন, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং



সহজ লোকের মতো কে চলিতে পারে!
কে থামিতে পারে এই আলোয় আঁধারে
সহজ লোকের মতো !তাদের মতন ভাষা কথা
কে বলিতে পারে আর!- কোনো নিশয়তা
কে জানিতে পারে আর? – শরীরের স্বাদ
কে বুঝিতে চায় আর?- প্রাণের আহ্লাদ
সকল লোকের মতো কে পাবে আবার!
----- জীবনানন্দ দাশ -----


ছবি তোলার স্থান : মিঠামইন, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং



ধর্ম জাল বা ভেসাল জাল

ছবি তোলার স্থান : সাঁতারকুল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং



ঝরঝর বরিষে বারিধারা।
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ফিরে বায়ু হাহা স্বরে,ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে
রজনী আধারা
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : পানামনগর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/০৯/২০১১ ইং



নছিমন

ছবি তোলার স্থান : রাজবাড়ী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০১২ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩, চিরায়ত বাংলার চিত্র - ১৪, চিরায়ত বাংলার চিত্র - ১৫, চিরায়ত বাংলার চিত্র - ১৬

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৪

কামাল৮০ বলেছেন: জীবনানন্দের কবিতার মাধ্যমেই বাংলাকে চিনেছি।এমন করে দেখার চোখ সকলের নাই।রূপসী বাংলা কাব্য গ্রন্থ এক সময় নিয়মিত পড়তাম।কতো দিন পড়া হয় না।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলার গ্রাম আর প্রকৃতিকে নিয়ে অনেকেই কবিতা লিখেছেন, তবে এমন ভাবে আর কোউ তুলে আনতে পারে নাই।

২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


সুন্দর ছবিগুলোর মাঝেই মনে হয় জীবনানন্দ অনুভব করলাম।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৩:০২

সোনাগাজী বলেছেন:



রাজবাড়ী এলাকাটি উঁচু এলকা?

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি যে এলাকায় গিয়েছিলাম সেটি মোটামুটি উঁচু এলাকা ছিলো, তবে পাহাড়ি এলাকা নয়।

৪| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো চমৎকার হয়েছে।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য প্রিয় মশিউর ভাই।

৫| ১৩ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫২

জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় জুল ভার্ন ভাই।

৬| ১৩ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নসিমন নামকরণ কেন হয়েছে জানেন? :)

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
না, জানি নাতো!
কেনো রেখেছে এই নাম?

৭| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব সুন্দর সব ছবি । মুগ্ধ হলাম । শুভ কামনা রইলো ।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় বাবন ভাই।

৮| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




পানামনগর এর ছবিটি কাব্যিক!

কবির ভাষাতেই বলতে হয় --
আমারে ফিরায়ে লহ!
সেই সর্ব-মাঝে যেথা হতে অহরহ
অঙ্কুরিছে মুকুলিছে মুঞ্জরিছে প্রান
শতেক সহস্ররূপে , গুঞ্জরিছে গান
শতলক্ষ সুরে, উচ্ছসি উঠিছে নৃত্য
অসংখ্য ভঙ্গীতে.......

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেদিন আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম। ছবি তুলতে তুলতেই ধুম করে বৃষ্টির কবলে পরে গেলাম। আশ্রয় নিলাম একটি মন্দিরের বারান্দায়। সেখানে দাঁড়িয়েই এই ছবিটি তুলেছিলাম।

ধন্যবাদ আপনাকে প্রিয় আহমেদ ভাই আপনার সুন্দর এই মন্তব্যের জন্য।।

৯| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৭

মিরোরডডল বলেছেন:




পাগলা, খুব সুন্দর ছবিগুলো ।
বিশেষ করে প্রথম দুটো ছবি ।




১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবিতে ভালো লাগা জানানোর জন্য ধন্যভাদ আপনাকে প্রিয় মিরোরডডল।

১০| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: ভালো। সুন্দর।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
শুকরিয়া, ধন্যবাদ।

১১| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নসিমন যাত্রাপালা একসময় সারা দেশে আলোড়ন তুলেছিলো যাত্রা ভক্তদের কাছে। নসিমন যেই এলাকার বাহন সেই এলাকার মানুষ এই নামকরণ করেছিল। আরেকটা বাহন আছে 'আলম সাধু'।
আলম সাধু হচ্ছে নসিমন যাত্রার একটা চরিত্র।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আলম সাধু নামটা আগে শুনি নাই তবে করিমন শুনেছি। নছিমন - করিমন।
যাইহক, আপনার কাছ থেকে নামকরণের কারণ জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

১২| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নসিমন, করিমন , আলম সাধু এই তিনটাকে আমাদের এলাকায় ভটভটি নামে ডাকা হয়।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভটভটি নামটা জান ছিলো ্‌আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.