নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দেবী – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১৯ শে জুলাই, ২০২২ রাত ১১:২২

বইয়ের নাম : দেবী
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : মিসির আলি বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : জুন ১৯৮৫
প্রকাশক : অবসর প্রকাশনা
পৃষ্ঠা সংখ্যা : ৮০ টি



হুমায়ূন আহমেদের ১০ম প্রয়াণ দিবসের শেষ সময়ে এই পোস্ট তার লেখার প্রতি আমার ভালো লাগার প্রকাশ হিসেবে ধরে নিবেন।

সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
রানু যা স্বপ্ন দেখে তাই সত্যি হয়ে যায়। রানুর বয়েস ১৭-১৮ বছর, মাস ছয়েক আগে তার বিয়ে হয়েছে আনিসের সাথে। আনিসের বয়স ৩৭, চাকুরি করে। রানুরা যে বাড়িতে এখন ভাড়া থাকে সেই বাড়ির বড় মেয়ে নীলু মিসির আলির ছাত্রী।

রানু রাতের বেলা ভয় পায়। হঠাৎ হঠাৎ নুপুরের শব্দ শুনতে পায়, তখন তীব্র ফুলের গন্ধ আসে। তাই তার স্বামী আনিস মিসির আলির কাছে যায়। মিসির আলি আনিসের কাছে সেই সব শুনে রানুর সাথে কথা বলতে চায়। পরে রানু মিসির আলিকে জানায় ১০ বছর আগে প্রথম রানু ভয় পায়। তারা সবাই মিলে তাদের গ্রামের বাড়িতে নদীতে গোসল করার সময় একটা মৃত লাশ তাকে টেনে নিতে চায়।

মিসির আলি তার স্বভাবমত রানুর গ্রামের বাড়িতে গিয়ে সেই সব পুরনো কথা গুলি নানা জনের কাছে খুঁজে খুঁজে বের করেন। সেখান থেকে তিনি জানতে পারেন ঘটনা অনেকটাই সত্যি। তিনি রানুর আদি বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন ছোট বেলায় একটি মন্দিরের সামনে একটি বয়স্ক লোক রানুর শরীরে হাত দিতে গেলে সেই মন্দিরের মুর্তিটি নাকি রানুর শরীরে ঢুকে যায়। তা দেখে ভয়ে সেই লোকটি পালিয়ে যায়। এরপর থেকে সেই মুর্তিটি আর দেখতে পাওয়া যায় না।

নীলুর পরিচয় হয় একজন লোকের সাথে। খুবই সুদর্শন আর ভদ্র সেই লোক। পরিচয় ধীরে আরো বাড়ে। দুজন পছন্দ করে একে অন্যকে। একদিন লোকটি নীলুকে তার পরিবাবের অন্যদের সাখে আলাপ করিয়ে দিবে বলে তাদের বাড়িতে নিয়ে যেতে চায়। নীলু সেই লোকের গাড়িতে করে রওনা হয়। তখন রানু হঠাৎ হরেই বুঝতে পারে নীলু একটি বদলোকের পাল্লায় পরেছে। লোকটি নীলুর ক্ষতি করবে। বাস্তবেও তাই হয়। লোকটি নীলুকে একটি অন্ধকার ঘরে বেঁধে রাখে। লোকটি ধারালো একটি খুর বের করে। তখন রানু চেষ্টাকরে তার সাথে যে মুর্তিটি থাকে তাকে দিয়ে রানুকে সাহায্য করতে। রানুর তখন খুবই খারাপ অবস্থা, সারা শরীর আগুনের মত গরম হয়ে যায়।

রানু মারা যায়, আর ঠিক তখনই ভয়ে আধমরা নীলু কার যেন অস্তিত্ব টের পায়, তার ভয় কেটে যায়। সে বুঝতে পারে তার বিপদ কেটে গেছে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২২ রাত ১২:১০

আখেনাটেন বলেছেন: বহুদিন আগে পঠিত.......ভালো লেখা......এ নিয়ে মনে হয় ছবিও হয়েছে....।

২০ শে জুলাই, ২০২২ রাত ১২:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী, দেবী নামেই একটি মুভি তৈরি হয়েছিলো।
মিসির আলির চরিত্রে ছিল চঞ্চল চৌধুরী।

২| ২০ শে জুলাই, ২০২২ রাত ১২:১২

কামাল৮০ বলেছেন: এতোটাই সংক্ষিপ্ত করেছেন যে সব তাল গোল পাকিয়ে গেছে। মাথা ঠান্ডা করে আরেক বার পড়বো।বয়সের কারনেও হতে পারে আবার করোনার কারনেও হতে পারে।
লেখক কি বলতে চেয়েছেন তা বুঝতে পারি নাই।

২০ শে জুলাই, ২০২২ রাত ১২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
কাহিনী মনে থাকে না বলে আমি পড়ার সময় এই কাহিনী সংক্ষেপ গুলি লিখে রেখেছি। এখন দেখি এগুলি পড়লে মাঝে মাঝেই কাহিনী পুরটা মনে করতে পারছি না। |-)

৩| ২০ শে জুলাই, ২০২২ রাত ১২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


মুভিটা দেখেছেন?

২০ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখেছি।
ভালো হয়েছে।
তবে আরো ভালো হতে পারতো।

৪| ২০ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



উনিও এসব হাউকাউ প্লট লিখেছেন? তিনি কি আমাদের অপু তানভীরের লেখা পড়তেন?

২০ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার চোখের সমস্যার কথা আমরা জানি।
বাংলা উপন্যাস বা সাহিত্য সম্পর্কে যে আপনার জানার দৌড় শূন্যের কোঠায় সেটি ঢোল পিটিয়ে সবাইকে জানানোর দরকার কি? আপনি যে আজ পর্যন্ত হুমায়ূন আহমেদ বা অন্য কারো কোনো বাংলা উপন্যাস পড়েন নি সেটি সবাইকে না জানালেইকি ভালো হয় না!

৫| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৭:৩১

ঢাবিয়ান বলেছেন: আহ মিসির আলীকে নিয়ে এই বইটাই খুব সম্ভবত প্রথম পড়েছি।

২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
এর আর একটি পার্ট আছে। নিশীথিনী

৬| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:৩৫

বিটপি বলেছেন: এই বইটা না পড়লে বুঝা যাবেনা কি অসাধারণ অনুভূতি হয় বিভিন্ন সময়ে। হুমায়ূন দ্যা গ্রেটের অসাধারণ একটা বই। আমি আগে পড়েছি নিশীথিনী তার পরে পড়েছি দেবী। খুবই মজা পেয়েছি।

২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
৪ নং মন্তব্য পড়লে বুঝতে পারবেন আসলে হুমায়ূন আহমেদ ছিলেন আহাম্মক।
আমাদের ব্লগের দুই-একজন ভক্ত তার চেয়ে ভালো প্লটে লিখতে পারেন।

আমরা যারা হুমায়ূন পড়ে মুগ্ধ হই, আমরা আসলে মূর্খ বলেই মুগ্ধ হই।

৭| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই

২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিসির আলি উপন্যাস তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
মিসির আলির আবেদন এখনো আছে, এক বিন্দুও কমে নি।

৯| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: উনিও এসব হাউকাউ প্লট লিখেছেন? তিনি কি আমাদের অপু তানভীরের লেখা পড়তেন?


হুমায়ূন দ্যা গ্রেটের অসাধারন সৃস্টি মিসির আলী চরিত্র। না পড়লে বুঝতে পারবেন না।

২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভুল বলেছেন।
কোনো কিছু বুঝতে হলে গুরুজীকে পড়তে হয় না। উনি অনুমান করে নিতে পারেন।

১০| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৪

অপু তানভীর বলেছেন: দেবী পড়েছিলাম অনেক আগে । যখন তার বই পড়তে শুরু করি প্রথম প্রথম । অসাধারণ একটা বই । তারপর দেবী নিয়ে আবার আলোচনা শুরু হল যখন দেবী মুভিটা বানানো হল । অনেকে নতুন করে আবার দেবী পড়েছে । তারপর মুভির সাথে মিলানোর চেষ্টা করেছে !

ব্লগে এই চলটা অনেক দিন ধরেই আছে । বাংলা সাহিত্যের একটা বই না পড়েই, কোন লেখকের কোন বই না পড়ে তাই বইয়ের উপোর বিশেষজ্ঞ মত দিয়ে দেওয়া । মানুষ কত সিরিয়াস লেভেলের বলদ হলে এই কাজ করতে পারে !

২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

অনেক পুরনো একটা ঘটনা মনে পড়ে গেলো।
তখন অনার্সে পড়ি। ক্লাশের ব্রেকে বারান্দায় বসে এক বন্ধু খালি গলায় রবীন্দ্র সংঙ্গীত শোনালো। তখন কথা কথায় শেষের কবিতার বিষয় উঠে এলো। উপন্যাসের একটি বিষয় নিয়ে একজন আমার সাথে বেশ তর্ক জুড়ে দিলো। কিছুক্ষণ পরে আমার সন্দেহ হলো সে বেহুদা তর্ক করছে।
আমি জিজ্ঞাসা করলাম- "তুমি শেষের কবিতা পড়েছ?"
সে কাচুমাচু হয়ে জবাব দিল - "না"
আমি তখন আর একটা কথাও না বলে মনে মনে ভাবলাম - "আমার মতো মুর্খ আর কেউ নাই"

১১| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও! দেবী উপন্যাসের সংক্ষিপ্তসার!!
আমার অন্যতম হওয়া লেখা একটা উপন্যাস। অনেকদিন আগে উপন্যাসটি পড়া শেষ করে এই ব্লগে একটা রিভিউ লিখেছিলাম।

সময় হলে একটু ঘুরে আসার অনুরোধ রইলো।

শুভেচ্ছা আপনাকে।

২০ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
অবশ্যই পড়তো আপনার রিভিউ।
আপনার লেখার লিংকটি দেন।

১২| ২০ শে জুলাই, ২০২২ রাত ৯:২৮

কামাল৮০ বলেছেন: নুহাশ পল্লিতে আপনাকে এবং রাজীবকে দেখলাম না? আশা করেছিলাম

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিতো শেক্সপিয়ারও পড়ি, আপনি কি টিকেট পাবেন?

১৩| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উপন্যাসটি আমার পড়া!
বেশী সংক্ষিপ্ত হয়ে গেছে।

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মতামত জানানোর জন্য প্রিয় নূর ভাই।

১৪| ২১ শে জুলাই, ২০২২ রাত ২:৩৬

কামাল৮০ বলেছেন: শেক্সপিয়রের ট্রাজিডিগুলো এক অসাধারন সৃষ্টি।বিশেষ করে হ্যামলেট কতোবার যে পড়েছি।রাজকুমার সিদ্ধান্তহীনতায় ভোগে।সে নিশ্চিত হতে চায় তার পিতার হত্যাকারী কে।ইংরেজি নাটকে যখন আগ্রহ আছে,বার্নার্ড শর নাটক পড়েছেন।তার কিছু চমৎকার নাটক আছে।ইবসেনের ডল হাউসএক অসাধারন নাটক।

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলে নাকট আমার অপছন্দের বিষয়। পড়ে আরাম পাইনা, কেমন ভাঙ্গা ভাঙ্গা মনে হয়। বার্নার্ড শর খুব একটা পড়েছি বলে মনে পড়ে না।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.