নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে থাকার ব্যবস্থা এবং সাপ্তাহিক হাট সম্পর্কে তথ্যা জানতে চাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫২

আশ্রমের একটি বিশেষ প্রয়োজনে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের ২ বা ৩ জনকে চুয়াডাঙ্গাতে যেতে হবে।


সত্যি বলতে আমরা যাবো আশ্রমের জন্য কয়েকটি গাড়ল কিনতে। ইচ্ছে আছে গ্রামের হাটে ঘুরে কিছু রাজহাঁস সহ আরোকিছু জিনিস কেনার। কিন্তু জানতে পারলাম চুয়াডাঙ্গায় কোনো থাকার ব্যবস্থা নেই। আমরা ১ অথবা ২ রাত থাকতে পারি চুয়াডাঙ্গা ও মেহেরপুর মিলিয়ে। চুয়াডাঙ্গায় থাকার ব্যবস্থা না থাকলে হয়তো মেহেরপুরে থাকবো।

তাই জানতে চাচ্ছিলাম চুয়াডাঙ্গা বা মেহেরপুরে থাকার ব্যবস্থা কেমন সে সম্পর্কে আপনাদের কোনো ধারনা আছে কিনা। তাছাড়া ঐ এলাকার কোথায় কোথায় কি কি বারে সাপ্তাহিক হাট বসে সেটাও জানা জরুরি ছিল।

চুয়াডাঙ্গা বা মেহেরপুরের কেউ কি আছেন?
আওয়াজ দেন। সাহায্য করেন।

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার পছন্দের প্রাণী হলেও আপনার আশ্রমের পরিবেশে দেশীয় ছাগল/গরুকে বেশি মানায়! তবে রাজহাঁসের বিষয়টি আপনার আশ্রমের পাশের জলাশয়ের জন্য অনন্য -এটা আমার ব্যক্তিগত মতামত -সহজভাবে নেয়ার অনুরোধ রইলো,

★★ ইউটিউবে গাড়লের ফার্ম ও হাট সম্পর্কে হয়তো কিছু তথ্য পেতে পারেন। আপনার সফর সুন্দর ও সফল হউক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মতামত, মন্তব্য ও পরামর্শের জন্য।
গাড়লের ফার্মের সাথে কথা হয়েছে।
হাট কবে কবে কোথায় কোথায় বসে সেটি জানা দরকার ছিলো।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫০

রেজাউল৮৮ বলেছেন: আপনি ফেসবুকে স্বপ্নবাজ সৌরভকে নক করে দেখুন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
উনার গ্রামের বাড়ি কি ঐদিকে?

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: ব্লগে তো অনেকেই চুয়াডাঙ্গা, মেহেরপুর বা তার নিকটস্থ এলাকারর আছেন বলে আমার ধারণা। আশাকরি শীঘ্রই তাদের কেউ না কেউ আওয়াজ দিবেন, কেননা আপনার সাহায্যের আবেদনটি খুবই সুন্দর করে লিখেছেন।
আপনাদের প্রচেষ্টা সফল হোক, শুভকামনা---

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি নাম বলতে পারছিনা তবে চুয়াডাঙ্গায় থাকার হোটেল আছে , গুগল করে দেখ ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে
হোটেল
চুয়াডাঙ্গা · 01786-100120

হোটেল ভিআইপি আবাসিক
হোটেল
চুয়াডাঙ্গা · 01760-030206

গুরুর হোটেল
কোনো পর্যালোচনা নেই · হোটেল
চুয়াডাঙ্গা · 01883-882943

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি বরিশ্যাইল্যা,
চুয়াডাংগা বা মেহেরপুর
যাইনি কখনো। সরি দস্যু ভাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
বরিশালের দিকে যখন যাবো তখন আপনাকে নক করবো নে ;)

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



মেহেরপুর আবাসিক হোটেল

ফিন টাওয়ার (আবাসিক হোটেল)
পাসপোর্ট অফিস রোড, মেহেরপুর জেলা সদর
যোগাযোগ: - 017-36647961 (ব্যবস্থাপক)

হোটেল আটলান্টিকা (আবাসিক হোটেল)
কলেজ রোড, মেহেরপুর জেলা সদর
যোগাযোগ: - 01944-927040 (ব্যবস্থাপক)

মেহেরপুর গরু ছাগলের হাট
বারোদি বাজার, গাংনি বাজার, বামুন্দি বাজার (শনিবার, বুধবার)
বেলা ১৪:৩০-২১:০০ পর্যন্ত

চুয়াডাঙ্গা আবাসিক হোটেল

হোটেল আল মেরাজ (আবাসিক হোটেল)
কোট রোড, চুয়াডাঙ্গা জেলা সদর
যোগাযোগ: - 0761-62383 (ব্যবস্থাপক)

হোটেল অবকাশ (আবাসিক হোটেল)
শহীদ আবুল কাশেম রোড, চুয়াডাঙ্গা জেলা সদর
যোগাযোগ: - 0761-62288, 017-16936201 (ব্যবস্থাপক)

চুয়াডাঙ্গা গরু ছাগলের হাট
আলমডাঙ্গা বড় হাট (বুধবার)
শিয়ালমারি হাট (বৃহস্পতিবার) ডুগডুগি হাট (সোমবার)
বেলা ১৪:৩০-২১:০০ পর্যন্ত

বিশেষ দ্রষ্টব্য:
১। লেনদেন: প্রতিটি গরু ছাগলের হাটে বিকাশ রকেট ও নগদ মোবাইল ব্যাংকিং দ্বারা টাকা উত্তোলন ও লেনদেন করার ব্যবস্থা আছে। এছাড়া সরকারি ব্যাংক সোনালী ও জনতা ব্যাংকের শাখা প্রতিটি জেলা শহরের সদরে আছে।

২। গরু বাজারের আসিল পরিশোধ বাবদ চালান নিতে হবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
হাটগুলির স্থান আর সময় জানটা দরকারি ছিলো বেশী।
আশা করি কাজ হয়ে যাবে।
আবারও ধন্যবাদ আপনাকে।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: চুয়াডাঙ্গার নাম শুনে মন্তব্য করতে এসে দেখি অনেকেই চুয়াডাঙ্গা সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছেন ।

যাই হোক চুয়াডাঙ্গাতে থাকার জায়গা আছে বেশ কয়েকটি । যদি চুয়াডাঙ্গা সদরে থাকতে চান তাহলে টাউনফুটবল মাঠে উল্টা দিকে একটা হোটেল আছে । শয়ন বিলাশ । এটা সব থেকে ভাল মানের হোটেল । অবকাশ আর অবসর নামে আরও দুইটা আবাসিক হোটেল আছে একটু দুরেই । তবে শয়ন বিলাশটা ভাল । এছাড়া খাওয়া দাওয়ার জন্য একটু দুরে বড় বাজারে গিয়ে খেতে পারবেন ।

আর চুয়াডাঙ্গা গিয়ে যদি বিপদে পড়েন তাহলে আমার নম্বরে ফোন দিয়েন । বাসে করে ঢাকা থেকে গেলে জাফরপুরে শেখ ভিলার দিকে নজর দিয়েন । ওটা আমাদের বাড়ি ! দাওয়াত দিতে পারছি না কারণ আমি ঢাকাতে । চুয়াডাঙ্গাতে থাকলে দাওয়াত দিতাম ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
হোটেলে এসি রুম পেলে ভালো, না পেলেও চলে যাবে।
মূল দরকারটা ছিলো হাট সম্পর্কে জানাটা। সেটিও মোটামুটি জানা হলো ঠাকুরমাহমুদ ভাইয়ের কাছ থেকে।
বাকিটুকু অবস্থা বুঝে ব্যবস্থা করে নিবো।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: গাড়ল তো মনে হয় এখন অন লাইনে অর্ডার দিলেও পাওয়া যায়। আপনার আশ্রমে পৌঁছে দেবে। :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখে শুনে কিনতে চাচ্ছি।
তাছাড়া কলা কেনার সাথে যদি রথটাও দেখা হয়, মন্দ কি!

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



শিারোনাম দিয়ে পোস্টটি স্থায়ী করে রেখে দিন। এটি একটি জরুরী পোস্ট। ব্লগে স্থান কাল পাত্র সমন্নয় পোস্ট থাকা এবং আসা ভালো। এই ধরনের পোস্ট মানুষকে ব্লগের প্রতি আগ্রহী করে তুলবে। কামড়া কামড়ি পোস্ট কামড়া কামড়ি কমেন্টে মানুষ ব্লগ ছেড়ে চলে যায়, আর ফেরে না।

এছাড়া আপনার ভ্রমণ সংক্রান্ত পোস্টগুলো খুবই তথ্যবহুল পোস্ট। আশা করবো এবার মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে ফিরে (আপনি সময় করে) সেখানের খাবার দাবার, বাজার ও থাকার ব্যবস্থা নিয়ে তথ্যবহুল একটি পোস্ট দেবেন।

আপনার পোস্টটি অবশ্যই উত্তম একটি পোস্ট। +++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
এটি আমার জন্য জরুরী পোস্ট সত্যি।
আমার ২টি তথ্যের দরকার ছিলো।
থাকার ব্যবস্থা এবং স্থানীয় হাটের সময় জানা।
৫, ৭ ও ৮ মন্তব্যে সেটি জানতে পেরে গেছি। তথ্য জানতে চাওয়ার দরজা সামুতে সকলের জন্যই উন্মুক্ত।
বেশ তাহলে কেউ কি আছেন? সাহায্য করেন (সাময়িক পোস্ট) শিরনাম পরিবর্তন করে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে থাকার ব্যবস্থা এবং সাপ্তাহিক হাট সম্পর্কে তথ্য দরকার লিখে দিচ্ছি।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫৯

কামাল৮০ বলেছেন: এতো ঢাক ঢোল না পিটিয়ে চুয়াডাঙ্গা গিয়ে যে কোন লোককে বললে মুহুর্তেই সব খবর পেয়ে যেতেন।এতো যায়গায় ঘুরে বেড়ান,এটা কোন সমস্যা।যাই হোক সমস্যার সমাথান পেয়ে গেছেন।বহু বার চুয়াডাঙ্গা গেছি,অবশ্য স্বাধীনতার আগে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বুদ্ধি একটু কমতো তাই ঢাকঢোল পিটিয়ে অন্যেদের বুদ্ধিতে কাজ করি।

ধরেন আমি রবিবার গিয়ে চুয়াডাঙ্গা পৌছালাম। লোকজনকে জিজ্ঞাসা করলাম হাট করে? তারা বললো বুধবার বা শুক্রবার। তখন কি হবে? ৩-৪ দিন সেখানে বসে বসে ভেরেন্ডা ভাজবো?
ঢাক ঢোল পিটানোর ফলে আমি এখন যানি আমাকে কি বারে রওনা দিতে হবে।
এতো যায়গায় ঘুরে বেড়াই বলেই আমি জানি পরিকল্পনা করার আগে তথ্য জোগাড় করতে পারলে অনেক দিক থেকে সুবিধা হয়।

আবার দেখেন আমি জানতে চেয়েছি - চুয়াডাঙ্গা বা মেহেরপুরে থাকার ব্যবস্থা কেমন?
প্রায় সকলেই হোটেলের নাম মোবাইল নাম্বার দিয়েছেন। এই তথ্যগুলি আমি সহজেই নেট থেকে জোগাড় করতে পারতাম। যারা তথ্যগুলি দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছি, কষ্ট করে জোগাড় করে দেয়ার জন্য। অথচো আমি জানতে চেয়েছি ব্যবস্থা কেমন? সেটার কিছুটা বলেছেন শুধু অপু তানভীর ভাই।

এবার এই ঢাকঢোল পিটিয়ে যা জানতে পেরেছি তাতে করে আমি এখন জানি কিবারে রওনা হতে হবে, ভালো থাকার ও খাওয়ার জন্য কোথায় যেতে হবে। বিপদে পরলে কাকে ফোন করতে হবে।
আমার বুদ্ধী কমতো, তাই এইসব দরকার আ্ছে।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঘুরে এসে একটা রিভিউ দিবেন; তাহলে আমরা আরো জানতে পারবো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: চেষ্টা করবো লিখতে।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: ভালো গাড়ল কিনবেন। বড় হলে জবাই করে খাওয়ার জন্য দাওয়াত দিতে হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলে আগামী দুই বছরে ৫ জনের পক্ষে কোরবানীর জন্য দুই সাইজের গাড়ল কিনে আনবো ১২-১৪টা। আর আশ্রমে পালার জন্য হয়তো কিনবো আরো ৪-৫টা। দাওয়াত বা পার্টির বিবেচনা এখনো করা হয়নি।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২১

খায়রুল আহসান বলেছেন: যে কোন নতুন এবং অজানা জায়গায় যাবার আগে, সেটা দেশেই হোক কিংবা বিদেশে, সে স্থান সম্পর্কে একটু হোমওয়ার্ক করে নিয়ে গেলে সেটা বেশ কাজে দেয়। আমিও তাই করি। আপনি চুয়াডাঙ্গা-মেহেরপুর থেকে যেসব তথ্য জানতে চেয়েছিলেন, এখন তার অনেকটা জেনে গেছেন, ব্লগারদের দেয়া তথ্যলাভের কারণে। আশাকরি আপনার সফর সফল এবং আনন্দদায়ক হবে। অন্যান্য আরও অনেকে যেমন বলেছেন, আমিও তেমনটি চাই যে আপনি ফিরে এসে সে এলাকাগুলো নিয়ে এবং আপনার অভিজ্ঞতা নিয়ে অনেক ছবিসহ একটা পোস্ট লিখবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি ঠিক বেরাতে যচ্ছিনা যদিও তবুও কলা কেনা-রথ দেখা হলে মন্দ হয় না।
যা দেখবো, যতটুকু জানবো তা নিয়ে লেখবো নিশ্চয়ই।
ধন্যবাদ আপনাকে মন্তব্য ও উৎসাহ দেয়ার জন্য।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

রিফাত হোসেন বলেছেন: যা বলার তা সবাই বলেই দিল। যাত্রা শুভ হোক।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৩

কামাল৮০ বলেছেন: প্রতিটা বাজার একই দিনে বসে না।চুয়ডাঙ্গার বিশ ত্রিশ মাইলের ভিতর প্রতিদিনই কোন না কোন হাট বসে।এটা শুধু চুয়াডাঙ্গানা।আমি অনেক হাট শুরু হতে দেখেছি।কাছাকাছি হাট গুলি কি বার দিন বসে,সেই হিসাব করে হাট বার ঠিক করা হয়।
আপনার বুদ্ধি বেশি।তাই আটঘাট বেঁধেই নেমেছেন।আমার মতো বোকারা হলে,যায়গায় গিয়ে হায় হায় করতাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মতন্তব্য থেকে জানতে পারলাম দুই এলাকাতেই বুধবারে হাট আছে। আছে বৃহস্পতিবারেও। তাহলে বুধ-বৃগস্পতি টার্গেট।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৬

ইমরান আশফাক বলেছেন: মেহেরপুরের খাসির গোস্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকরা। ওখানে যাচ্ছেন যখন, এটা পরীক্ষা করে দেখতে পারেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, সুযোগ হলে চেখে দেখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.