নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : দ্বৈরথ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : মে ১৯৮৯
প্রকাশক : কাকলী প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৮৬ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
সোমাদের কোন রকমে চলে যাওয়া সংসার। সোমা যখন ইউনিভাসিটিতে পড়ে তখন হঠাৎ করেই একটা বদনাম ছড়িয়ে পরে তার নামে পাশের বাড়ীর একজন প্রভেসরকে নিয়ে। বাধ্য হয়ে তখন তার খালা তাকে বিয়ে দিয়েদেয় কামাল নামের এক লোকের সাথে। সোমার লোকটিকে পছন্দ হয়না। বিয়ের পরেই কামাল বলে যে তার আগে একটা বিয়ে ছিলো।
ককামালধাপ্পবাজ ধরনের লোক। তার কাজই হচ্ছে ধাপ্পাবাজি করে বেরানো। এর জন্য সে জেলও খেটেছে। লোক ঠকিয়ে চলে তার সংসার। মুখ বুঝে কয়েকটা বছর সোমা কাটিয়ে দেয় এই লোকের সাথে। শেষে আর পেরে না উঠে ডিভোস দিয়ে আবার বাবার বাড়ি চলে যায় সোমা।
প্রফেসার খুবই ভালো লোক, প্রচুর বই পড়েন। এই বই পড়া নিয়েই সোমার সাথে তার পরিচয় হয়। সেখান থেকেই সোমার নামে বদনাম আর তার পরে বিয়ে ও বিয়ে ভেঙ্গে আবার বাবার বাড়ি ফিরে আসা। যেহেতু প্রফেসরের কারণেই বদনামটা হয় তাই তিনি এবার সোমার বাবাকে প্রস্তাব দেন যে তিনি সোমাকে বিয়ে করবেন। একদিন সোমা যখন আবার প্রফেসরের বাড়িতে যায় বই আনতে তখন কথায় কথায় প্রফেসরে বুঝতে পারেন যে কামাল লোকটা যতই খারাপ হোক সোমা এখনো তাকে বালবাসে। সোমা নিজেই জানে না যে তীব্র ভালোবাসা কামালের জন্য এখনো সোমার মাঝে রয়ে গেছে। প্রফেসর সোমাকে বলেন আবার কামালের কাছে ফিরে গিয়ে তাকে ভালো করার একটা চেষ্টা করতে।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক
০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, এই রিভিউয়ে শুরু আর সমাপ্তিটিই বলা হয়েছে।
২| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৮
অঙ্গনা বলেছেন: কাহিনী যেমন হোক উনার বর্ণনা অন্যরকম সুন্দর।
বাকেট লিস্টে এড করলাম।
০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি, হুমায়ূন আহমেদ তার লেখার মধ্যে মুগ্ধতা মিশিয়ে দিতে জানতেন।
৩| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি বইটি পড়তে পারিনি । কেন যেন কয়েক পাতা পড়বার পড় আর রুচি হয়নি । তবে পুড়ো কাহিনী জানবার ইচ্ছা ছিল আপনার মাধ্যমে জানতে পারলাম । ধন্যবাদ আপনাকে !!!
০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমি হুমায়ূন আহমেদের কবি এবং জোছনা ও জনোনীর গল্প বই দুটি আমি কিছু পাতা পড়ে রেখে দিয়েছিলাম। শেষেরটি পড়ে শেষ করতে পরলেও কবি এখনো পড়া হয়নি।
৪| ০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪১
কামাল৮০ বলেছেন: কামাল নামের এমন অপবাদ।আমি কখনো দুই বিয়ে করিনি।আর বই পেলেন না।এটা আপনার পরিকল্পিত।প্রতিবাদ জানাই।
০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: হুমায়ূন আহমেদ সাহেব মিথ্যে লিখেছেন বলে আমার মনে হয়না।
আরো কতো গোপন খবর আগামীতে বেরহবে কে জানে!! সম্ভবতো এই বাতাসই লেগেছে খান সাহেবের।
৫| ০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
শ্রাবণধারা বলেছেন: খুব সম্ভব ১৯৯০ বা ৯১ সালে ক্লাস সেভেন বা এইটে থাকতে এই বইটা পড়েছিলাম। গল্পটা একেবারে ভুলে গিয়েছিলাম। আপনার লেখাটা পড়ে একটু একটু মনে পড়লো।
প্রায় কাছাকাছি সময়ে হুমায়ূন আহমেদের আরেকটা বই পড়েছিলাম খুব সম্ভব বইটার নাম আকাশ জোড়া মেঘ। নায়কের নাম ফিরোজ সে ঘরের পেইন্টিংয়ের কাজ করে আর নায়িকার নাম অপালা তার একটা চামড়া-বাধানো ডায়রী থাকে। এই বইয়ের গল্পটা বেশ মনে আছে।
০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার উপন্যাসের কাহিনী মোটেও মনে থাকে না। তাই এইভাবে লিখে রাখি পড়ার সময়। যাতে করে পরে মনে করতে সুবিধা হয়। এখন দেখছি তাতেও খুব একটা কাজ হচ্ছে না।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৪
জুল ভার্ন বলেছেন: বইটা পড়া হয়নি। খুব সংক্ষিপ্ত রিভিউ চমৎকার হয়েছে।