নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির খেয়াল - ০৭

০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৬

১ : সৌভাগ্যবান

অস্ট্রেলিয়ার হেরন দ্বীপের কাছে, একটি সামুদ্রিক সবুজ কচ্ছপের (green sea turtle) ছানা সতর্কতার সাথে ক্ষুধার্ত শিকারি পাখিতে ভরা আকাশের নিচে জলের উপরে সামান্য বাতাসের জন্য মাথা তোলে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একে লড়াই করে এই ছোট্ট বীর একদিন বড় হয়ে উঠবে। অসংখ্য শিকারীকে এড়িয়ে তাকে বেঁচে থাকতে হবে। এই ছোট সামুদ্রিক সবুজ কচ্ছপের ছানাদের ১,০০০ জনের মধ্যে মাত্র ১ জন্য সৌভাগ্যবা প্রাপ্তবয়স্ক হয়ে উঠার সুযোগ পায়।
ছবি: হান্না লে লিউ



২ : শিশু!!

এই শিশু গ্রাস স্নেক (Grass Snake) এর বাচ্চাটি একদিন ২ ফুটের বেশি লম্বা হবে!
ছবি: এরিক রোস্কো




৩ : ফায়ার স্নেইল

কত ধরনের যে রঙিন প্রাণী আছে প্রকৃতিতে, এমনকি শামুকও! এই শামুকটির নাম ফায়ার স্নেইল (Fire Snail)। এটি বিশ্বের বিরল শামুক প্রজাতিগুলির একটি। শুধুমাত্র মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পাওয়া যায় এই শামুকটিকে। দুনিয়ার অন্য কোথাও এরা বাঁচে না।
ছবি: ফেসবুক



৪ : ন্যানো-গিরগিটি

পরিচয় করি দিচ্ছি বিশ্বের সবচেয়ে ছোট গিরগিটির সাথে। ইনার নাম ব্রুকেসিয়া নানা (Brookesia nana) অথবা ডাকতে পারেন ন্যানো-গিরগিটি (nano-chameleon) বলেও। বিশ্বের প্রায় ১১,৫০০টি পরিচিত সরীসৃপ প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট এটি।
ছবি: ব্রায়ান স্মিথ



৫ : ডাল-পাতা!!

এই ছবিটিতে একটিও পাতা বা ডাল নেই।
ছবি: ফেসবুক


=======================================================================

প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩, প্রকৃতির খেয়াল - ০৪, প্রকৃতির খেয়াল - ০৫,
প্রকৃতির খেয়াল - ০৬
=======================================================================

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৬

নিমো বলেছেন: এগুলো সবই বিবর্তনএর সৌন্দর্য্য।

০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষেরটিই সবচাইতে বেশি অদ্ভুত। এরকম একটি পাতা-পোকা একবার আমি পেয়েছিলাম খাগড়াছড়ি অঞ্চলে। ওটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু কীভাবে যেন বের হয়ে গিয়েছিল।

টিকটিকির বাচ্চা কি দেখেছেন? ন্যানো গিরগিটির সাইজই হবে। ছোটোবেলা বাচ্চা টিকটিকি নিয়ে অনেক খেলেছি :)

সাপশিশিটি কি হাতের তালুতে?

০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: - কাঠির মতো একটি জলজ পোকা খুব দেখতাম ছোট বেলায়, এখন চোখে পরে না।
- সেই ছোট বেলা সমূদ্রে গিয়ে বেশ কিছু ঝিনুক ধরে গ্লাসের জলে রেখে দিয়েছিলাম বাড়িতে আনবো বলে। পর দিন সেগুলি পরে দূগন্ধ ছড়াচ্ছিলো!!

- টিকটিকির বাচ্চার চেয়ে টিকটিকির ডিম নিয়েই বেশি খেলেছি ছোট বেলায়।

- সাপ শিশুটি হাতের তালুতেই।

৩| ০৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বৈচিত্র্যময় অদ্ভুত! আমার ফায়ার স্নেলটা খুব ভালো লেগেছে।

০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অবাক হয়েছি শেষেরটার জন্য।

৪| ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: আরও একটি চমৎকার পোস্ট চমৎকার ছবি।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৫

জুল ভার্ন বলেছেন: জগৎ সংসারে কী বিচিত্র এবং বৈচিত্র্যময় প্রাণ!

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ঠিক তাই, বৈচিত্র আর রহসের শেষ নেই।

৬| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৮

মুুজতাহিদুল বলেছেন: পঞ্চম ছবিটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এরা সবাই ছদ্মবেশী কিট-পতঙ্গ। বিস্তারিতো লিখতে হলে আলাদা পোস্ট করতে হবে।
স্বাগতম সামুতে আপনিকে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪২

শেরজা তপন বলেছেন: শেষের ছবিটার বিশেষত্ব হচ্ছে ; এতগুলো অদ্ভুত দর্শন পোকা মাকড় একসাথে তালুর মধ্যে রাখা!!!
ফায়ার স্নেলের রংটা আসলেই দুর্দান্ত!!

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
শেষ ছবিটাই আমাকে অবাক করেছে বেশী।

৮| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: আপনি কি বুদ্ধদেব গুহ'র ''সবিনয় নিবেদন'' বইটা পড়েছেন? বইতে লেখক বলেছেন, প্রতিটা মানুষের কমপক্ষে একটানা সাত দিন জঙ্গলে থাকা দরকার। তাহলে অনেক কিছু দেখা যায়, অনুভব করা যায়।

আমি বেশ কয়েকবার সুন্দরবন গিয়েছি। সর্বোচ তিন দিন থেকেছি। তাই আমার উপলব্দি গভীর নয়। আমাই ঠিক করেছি আবার যাবো। এবং এবার টানা সাত দিন থাকবো।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সবিনয় নিবেদন আমার পড়া নেই।
- একটানা সাত দিন জঙ্গলে থাকলেই কাজ হবে না। একা থাকতে হবে।
- আপনার বনবাসের জন্য শুভকামনা রইলো। যদিও আমার ধারনা শেষ পর্যন্ত আপনি এটি করবেন না। যদি করেন তাহলে সামুতে একটি সচিত্র পোস্ট দিবেন আশা করি।

৯| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


বাচ্চা সাপের যে অবস্থা,বড়রা মানুষ মেরে ফেলে কেমন?কালো-লালের স্নেইল দেখতে ভালো লাগলো।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
মন্তব্যে প্রশ্ন করেন নি এমন মন্তব্য শেষ করে করেছেন আপনার মনে পরে?

১০| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৮

কামাল৮০ বলেছেন: চার্লস ডারাউইন প্রকৃতি পর্যবেক্ষন করেই বিবর্তনের ধারনা পান।পরে সেটা সত্যে পরিণত হয়।মানব ইতিহাসে সবথেকে প্রয়োজনীর তত্ত্ব।

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিবর্তণবাদ কি করে মানব ইতিহাসে সবথেকে প্রয়োজনীর তত্ত্ব হলো??
- কি কি প্রয়োজন মিটিয়েছে এই তত্ত্ব??

১১| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৬

অপ্‌সরা বলেছেন: ইয়া খোদা হাসিখুশি মুখের ছোট্ট সর্পছানা দেখেও আমি শেষ লাল টুকটুক শামুকের বউটাকে দেখেও আমি শেষ!

০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
শামুকটা যেমনি সুন্দর তেমনি রেয়ার।

১২| ০৬ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:১৩

রানার ব্লগ বলেছেন: কচ্ছপ ছানার জন্য মায়া লাগছে

০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এরা কিন্তু আমাদের সেন্টমার্টিন ও সোনাদিয়াতেও জন্মে।

১৩| ০৬ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫২

কামাল৮০ বলেছেন: আজকে যে জীববিজ্ঞানের এতো বিকাশ এর মূলে আছে বিবর্তন তত্ত্ব।বিবর্তনতত্ত্বকে বলা হয় জীববিজ্ঞানের ব্যাকরণ ।পৃথিবীতে যত তত্ত্ব আছে তার মধ্যে বিজ্ঞানীদের ৯৭% মত হলো বিবর্তন তত্ত্ব নির্ভুল তত্ত্ব। অনেক পরে আছে আপেক্ষিক তত্ত্ব।এটা পাবেন পিয়ার রিভিও জার্নালে।প্রথম সারির একটা জার্নাল।

০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশী, তাহলে ঠিক আছে।

১৪| ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবাক করা সৌন্দর্য।

০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.