নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি।
ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি॥
শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে
বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি॥
মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণে
ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।
কুঞ্জছায়া গুঞ্জরণের সঙ্গীতে
ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গীতে,
শিউলিবনের বুক যে ওঠে আন্দোলি॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
এসো শারদ প্রাতের পথিক
এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে॥
দলি শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল,
নীল লাবণি ঝরায়ে ঢলঢল
এসো অরণ্য-পর্বতে॥
এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে
কেতকী পাতার তরণি
এসো বলাকার রং পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-সরণি।
শ্যাম শস্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া,
এসো ধরণিরে ভালোবাসিয়া
দূর নন্দন-তীর হতে॥
----- কাজী নজরুল ইসলাম -----
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন
আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল।
পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে
গেছে।
----- জয় গোস্বামী -----
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।
শোনো।
পাহাড়টা, আগেই বলেছি
ভালোবেসেছিলো মেঘকে
আর মেঘ কি ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো।
সেদিন ছিলো পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে বললে
– আজ তুমি লাল শাড়ি পরে আসবে।
মেঘ পাহাড়কে বললে
– আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে।
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী
পুরুষেরা জ্বলন্ত কাঠ।
----- পুর্ণেন্দু পত্রী -----
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/১১/২০১৭ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
আকাশ জুড়ে মেঘের খেলা - ০১, আকাশ জুড়ে মেঘের খেলা - ০২, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৩
আকাশ জুড়ে মেঘের খেলা - ০৪, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৫, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৬
=================================================================
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ মন্তব্য ও + এর জন্য জুল ভার্ন ভাইজান।
২| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৮
মুক্তা নীল বলেছেন:
নীল আকাশের ছবি এমনিতেই আমার ভীষণ প্রিয় । পূর্ণেন্দু পত্রীর এই কবিতাটা কতবার যে পড়েছি...
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নীল আকাশ আপনার ভীষণ প্রিয় জেনে ভালো লাগলো। আপনার প্রোফাইল পিকটাও নীল আকাশের, নামেও নীল আছে।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মেঘ। তাহলে আমিও আজ রাতে আকাশের ছবি দেব ইংশাআল্লাহ
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ, আপনার তোলা আকাশের ছবি দেখার অপেক্ষায় রইলাম।
৪| ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৪
সোনাগাজী বলেছেন:
শরৎ নিয়ে ব্লগারদের কোন কবিতা আছে?
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শরৎ নিয়ে ব্লগারদের কোন কবিতা আছে কিনা আমার জানা নেই। ব্লগারদের সম্পর্কে আমি খুব কম জানি।
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: Click This Link
ব্লগার রূপক বিধৌত সাধুর এই কবিতা গুলির লিংক উনি দিয়েছেন।
৫| ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৫
সোনাগাজী বলেছেন:
২/১ সপ্তাহের মাঝে তোলা ধানক্ষেতের ছবি আছে?
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঢাকা বা ঢাকার আশপাশে এবং পদ্মার ওপারে ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর ইত্যাদি এলাকায় গত কয়েকমাস যাবত বেড়িয়েছি। সবখানেই ধানিজমি জলের নিচে আছে। এই সময় ধান হয় না। কিছু কিছু পাট হয়, তাও কাটা হয়ে গেছে। ধান আরো এক-দেড় মাস পরে হবে।
৬| ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৩
কামাল৮০ বলেছেন: মেঘ কে দূত করেই চিঠি পাঠিয়ে ছিল কালি দাস।সে এক অমর কাব্য।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার কাছে আছে, মেলা কঠিন জিনিস মনে হয়েছিলো সেই সময়। চেষ্টা করেও পড়তে পারিনি। এখান আবার চেষ্টা করে যেতে পারে।
৭| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১১
শূন্য সারমর্ম বলেছেন:
পুরাই কম্পিউটার ওয়ালপেপার তুলেছেন।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।
৮| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১৯
শাওন আহমাদ বলেছেন: শরৎ ভালোবাসার আরেক নাম।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শরৎ মানেই নীল আকাশ আর সাদা মেঘের খেলা। শরৎ মানেই কাশবনে সাদা ফুলের বন্যা।
৯| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: শারদ প্রকৃতির মনোহরকর রূপের সঙ্গে কবিতার সিলেকশনটা খুবই ভালো হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা আমি খুবই কম বুঝি, পড়িও কম। বাছাইকরা কিছু পড়ি, আবার ভুলেও যাই।
১০| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ছবি তোলার হাত excellent।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধুর ধুর।
- আমাদের সামুর বিখ্যাত প্রাক্তন প্রফেশনাল ফটোগ্রাফার সাহেব বলেছেন আমার ছবি খুবই ফালতু হয়। এবং আমার তোলা ছবিতে আকাশ নীল হয় না।
১১| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: আমার দশ নম্বর কমেন্টে আপনার প্রতিমন্তব্য প্রসঙ্গে
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- উনি অতি সত্য কথা বলেছেন।
১২| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ছবির সাথে কবিতা দারুণ লাগলো পড়তে।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি দেখা ও কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় গোফরান ভাই।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:১৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি মেঘেদের ছবি ভালোবাসি। প্রেমিকার ওড়নার মত কালো সাদা সব মেঘই আমার পছন্দের।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
-মেঘ আমারও পছন্দ। বিশেষ করে রোদ উঠলে। তার চেয়েও বেশি পছন্দ চাঁদ উঠলে। আর শরৎ এলে মেঘেরা যেন ডানা মেলে দেয় আকাশে।
১৪| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শরৎ নিয়ে আমার কয়েকটা কবিতা। সোনাগাজী সাহেবকে রেফার করতে পারেন।
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে। রেফার করে দিচ্ছি।
১৫| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: অতি সাধারন ছবি। কোনো বিশেষত্ব নেই।
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন, বিশেষত্বহীন অতি সাধারন ছবি এগুলি। ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৩
জুল ভার্ন বলেছেন: কবিতা-ছবির অসাধারণ সমন্বয়!!! +