নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাক-পাখালি - ২৫

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫১

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। সেখান থেকে ৫টি ছবি রইলো।



১ : ম্যাকাও

Common Name : Macaw, Blue and yellow Macaw, Blue and gold Macaw
Binomial name : Ara ararauna
ছবি তোলার স্থান : সাফারি ওয়ার্ল্ড, ব্যাংকক, থাইল্যান্ড।
ছবি তোলার তারিখ : ২২/১২/২০১০ ইং




২ : রাজহাঁস

অন্যান্য ও আঞ্চলিক নাম : রাজহংস
ছবি তোলার স্থান : বাগেরহাট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং





৩ : সাদা রাজহাঁস

অন্যান্য ও আঞ্চলিক নাম : রাজহংস
ছবি তোলার স্থান : বাগেরহাট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং





৪ : ম্যাকাও

Common Name : Macaw, Blue and yellow Macaw, Blue and gold Macaw
Binomial name : Ara ararauna
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০১/২০১৪ ইং




৫ : কসাই পাখি

অন্যান্য ও আঞ্চলিক নাম : ল্যাঞ্জা কসাই, বাঘাটিকি
Common Name : Long-tailed shrike, rufous-backed shrike, black-headed shrike, Shrike
Binomial name : Lanius schach
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১, পাক-পাখালি - ০২, পাক-পাখালি - ০৩, পাক-পাখালি - ০৪, পাক-পাখালি - ০৫
পাক-পাখালি - ০৬, পাক-পাখালি - ০৭, পাক-পাখালি - ০৮, পাক-পাখালি - ০৯ পাক-পাখালি - ১০
পাক-পাখালি - ১১, পাক-পাখালি - ১২, পাক-পাখালি - ১৩, পাক-পাখালি - ১৪, পাক-পাখালি - ১৫
পাক-পাখালি - ১৬, পাক-পাখালি - ১৭, পাক-পাখালি - ১৮, পাক-পাখালি - ১৯, পাক-পাখালি - ২০
পাক-পাখালি - ২১, পাক-পাখালি - ২২, পাক-পাখালি - ২৩, পাক-পাখালি - ২৪

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০২

ইসিয়াক বলেছেন:




আরও কিছু ছবি দিতেন। কালো সাদা রাঁজহাস দুটোর ছবিটা বেশি সুন্দর।শীতের এই সময়টা রাঁজহাস খাওয়ার উপযোগী হয়।
সুন্দর ছবিগুলো।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্য মতামত ও পোস্টে প্লাসের জন্য।
- আমি সাধারণত বেশিরভাগ সিরিজেই ৫টি করে ছবি দেই।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



ভেঁড়া, ছাগলরা কি খাচ্ছে?

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চিকেন ফ্রাই, ফিস বারবিকিউ, বিফ রেজালা, হাসের ঝাল কষা ছাড়া বাকি সব কিছুই খাচ্ছে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:


জমিতে ঘাস আছে?

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জমিতে ঘাস আছে সেই ছবি আগেই দেখিয়েছি।
- এই এক সপ্তাহে খেয়ে কতটুকু কমিয়েছে তার একটি সচিত্র প্রতিবেন আপনার জন্য দেবো সময় করে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৮

সোহানী বলেছেন: আপনার বাসার পাখিরা কেমন আছে?

আমার বাসায় পাখি পাগল একজন আছে। সারাদিন পারলে পাখি নিয়ে বসে থাকে।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার বাসার পাখিরা ভালো নেই। পাখি বলতে এখন আছে শুধু কয়েক জোড়া ঘুঘু।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:২১

কামাল১৮ বলেছেন: এক সময় পাখি পোষতাম।এখন মনে হয় বনের পাখি বনে থাকায় ভালো।তবে প্রচুর খাবার দেই।কাঠবিড়ালের শীতের খাবারের জন্য প্রচুর বাদাম কিনে রেখেছি । পাখিদের খাবার কিনা আছে।শীতে যাতে পানি বরফে পরিনত হয়ে না যায় এই জন্য হিটারের ব্যবস্থা আছে।ছবি দেয়া শিখে দেখাবো কত পশু পাখির খাবার দেই।যদিও খাবার দেয়া নিষেধ,তার পরও দেই।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কথাগুলি জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য। শুভকামনা রইলো পাখি আর প্রাণীগুলির জন্যও।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৮

জুল ভার্ন বলেছেন: আমাদের সু পরিচিত ডক্টর ওদুদ ভাইর হাতিরপোল বাড়ি 'রিনা ডেল'(শশুর বাড়ি)তে একটা ছোট চিড়িয়াখানা আছে- যেখানে দেশী বিদেশী অনেক পাখি ছাড়াও বিভিন্ন প্রজাতির দুষ্প্রাপ্য মাছ এবং হরিণ আছে। সকলের জন্য উন্মুক্ত- সময় সুযোগ হলে দেখে আসতে পারেন।

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে তথ্যটুকু জানানোর জন্য। সময় সুযোগ হলে আপনাকে ওয়অজ দিয়ে একদিন চলে যাবো নিশ্চয়ই।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: ১। আপনার আশ্রমে হাঁস আছে? শীতের সময় হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি আমার বিশেষ পছন্দ।
২। কসাই পাখি। মানে কি? পাখিটার নাম কসাই? এত সুন্দর পাখির নাম কসাই কেন হবে? আজিব।
৩। ম্যাকাও পাখির দাম কেমন? ধারনা আছে?

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১ : আশ্রমে ১ জোড়া রাজহাঁস আছে।
- ২ : পৃথিবীতে ৩১ প্রজাতির কসাই পাখি দেখতে পাওয়া যায়। এদের অদ্ভুত শিকার ধরার এবং সংরক্ষণ করার প্রবণতার জন্য এদের নাম হয়েছে কসাই। এরা শিকার ধরে ঠিক কসাইয়ের দোকানে মাংস গাঁথার মত করে শিকারকে কাঁটা বা অন্য কোন চোখা জিনিসে গেঁথে রাখে। কসাই পাখি বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর, টিকটিকি, ছোট পাখি ইত্যাদি শিকার করে। অর্থাৎ তাদের শিকারোপযোগী সব কিছুই তারা খায়। সূত্র : উইকি
- ৩ : সম্ভবতো বাচ্চার দাম ২০ থেকে ২৫ হাজার হতে পারে। আর বড়গুলির দাম ২ থেকে ২০ লাভ হতে পারে। কিছু কিছু প্ররজাতির দাম এর চেয়েও অনেক বেশী হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.