নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

গাছ-গাছালি; লতা-পাতা - ১৪

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

প্রকৃতির প্রতি আলাদা একটা টান রয়েছে আমার। ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে নানান হাবিজাবি ছবি আমি তুলি। তাদের মধ্যে থেকে ৫টি গাছ-গাছালি লতা-পাতার ছবি রইলো এখানে।

১ : দেশী কাঠ বাদাম
Common Name : Country almond, Indian almond, Malabar almond, sea almond, tropical almond, beach almond, false kamani.
Scientific Name : Terminalia catappa
ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং




২ : পাইন গাছের বাকল
ছবি তোলার স্থান : কার্জনহল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং




৩: ডুমুর
অন্যান্য ও আঞ্চলিক নাম : জগডুমুর বা যজ্ঞডুমুর।
Common Name : Cluster fig, red river fig, gular
Scientific Name : Ficus racemosa
ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




৪ : বাঁশের বাকল
এই বাকলের উপরে পাতলা মিহি কালো কালো আশের মতো থাকে। কোনো ভাবে সেগুলি শরীরে লেগে গেলে বেশ চুলকায়।
ছবি তোলার স্থান : রাজবাড়ী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/১১/২০১৮ ইং




পানের বরজ
অন্যান্য ও আঞ্চলিক নাম : তাম্বুলা, তাম্বুল, তানবুল, নাগাভাল্লী।
ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং





=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০, গাছ-গাছালি; লতা-পাতা - ১১, গাছ-গাছালি; লতা-পাতা - ১২
গাছ-গাছালি; লতা-পাতা - ১৩
=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: সুন্দর ছবি। গাছপালার ছবি দেখতে ভালো লাগে।

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি গাছপালা পছন্দ করি। ধন্যবাদ মন্তব্য ও পোস্টে প্লাসের জন্য।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ।

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: চমতকার সুন্দর সব ছবি।

ডুমুর গাছ বহু দিন বাদে দেখলাম।শৈশবে গ্রামে থাকতে পাকা ডুমুর ফল বড় মজা করে খেতাম।
কাঠবাদাম গাছের সাথে মনে হয় পরিচয় হয়েছিল বার্ড ( কোটবাড়ীতে) ।
বাঁশের বাকল চমতকার জ্বালানী। কত যে বাঁশের কড়ুল (শৈশবের বাঁশ ) থেকে তুলেছি রান্নার জ্বালানী হিসাবে ব্যাবহারের জন্য তার হিসাব নেই । সাথে সাথে ফ্রি :(( চুলকানীও।

পানের বরজ দূর থেকে বা ছবিতে দেখেছি । কাছ থেকে দেখার সৌভাগ্য কখনো হয়নি।

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।
- খুব বেশী না হলেও পাঁকা ডুমুর আমিও খেয়ে দেখেছি। পাহাড়ে একটি ডুমুর পাওয়া যায় প্রায় আপেলের সমান সাইজ। সেটি ভয়ে খাইনি।
- বাঁশের চুলকানীল স্মৃতি আমারও আছে মেলা।
- মানিকগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী ইত্যাদি এলাকায় গেলে খোঁজ করলে পানের বরজ পেয়ে যাবেন।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

জুল ভার্ন বলেছেন: পাইন গাছ আর মেহগনি গাছ কি একই?

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না ভাইজান, দুটি সম্পূর্ণ ভিন্ন গাছ। গাছের পাতা, ফল গঠন কোনো কিছুতেই কোনো মিল নেই।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

কামাল১৮ বলেছেন: সুন্দর সব ছবি।পানের বরজ কি প্রাকৃতিক না কৃত্তিম।কোনটা হবে।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রাকৃতিক ভাবে পানের বরজ হতে পারে কি? আমার জানা নেই।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: দস্যু ভাই ডুমুরের নাকি বেশ ভালো ঔষধি গুণ রয়েছে?

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও তেমনটাই শুনেছি। বেশ পুষ্টিকর ফল।
- আমি মিশরি ঢুমুর খেছি, খেতে বেশ ভালো। তবে শুকনোটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: আমাদের একটা কাঠ বাদাম গাছ আছে। বাদাম ধরে প্রচুর কিন্তু কাঠ বিড়াল খেয়ে ফেলে।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ছাদে একটি লাগিয়েছি।
- এই দেশী কাঠ বাদামের শাশ খাওয়া খুব কঠিন মানুষের জন্য। কাঠবিড়ালীদের জন্যই বরং সহজ খাওয়া।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৩

নূর আলম হিরণ বলেছেন: এবার বাড়িতে যখন গিয়েছিলাম আম্মা অনেকগুলো দেশী কাঠ বাদাম শুকিয়ে রেখে দিয়েছিল। উঠানে বসে হাতুড়ি দিয়ে পিটিয়ে খেয়েছিলাম ছোটবেলার স্মৃতিতে চলে গিয়েছিলাম। যদিও ছোটবেলায় হাতুড়ি দিয়ে নয়, দা বটি দিয়ে কেটে খেতাম। এখন দেখি পোলাপাইন হাতুড়ি দিয়ে ভেঙ্গে খায়। দা বটি থেকে সুবিধা বেশি হাতুড়ি দিয়ে। তবে তার জন্য বাদামকে ভালো করে শুকিয়ে নিতে হয়।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমরা গুলখানের ইউথ ক্লাবের মাঠে খেলতে গিয়ে গাছ থেকে এই কাঠ বাদাম পেড়ে ইটা দিয়ে ফাটাতাম, শাশটা থেতলে যেতো। তাতেও খাওয়ার উৎসহা কমতো না।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



সবগুলি ছবিই সুন্দর হয়েছে ।
বাঁশের ছালের ছবিটির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে ।
এটা দেখে আমার বেমবু শুট তথা বাশের শুটের করকারীর কথা
মনে পরে যায় । সে সাথে আরো একটি বিষয়ে আপনার দৃষ্টি
আকর্ষন করতে চাই তা হল Asparagus vegitable
এসপারাগাস ভেজিটেবল এখন পাশ্চাত্তের বাজারে
সবচেয়ে দামী একটি ভেজিটেবল ।
মাটি ফুরে বেরিয়ে আসা এসপারাগাছের শুটের একটি ছবি দেখানো
হলো নীচে ।

একটু ভেবে দেখবেন এটা বাংলাদেশে চাষ করা
সম্ভব কিনা , আজকাল প্রযুক্তি ব্যবহার করে সবকিছুই তো দেখি
বাংলাদেশে চাষাবাদ করা যায় । এটা চাষের সম্ভাবনা তৈরী করা গেলে
এটা নিয়ে বাংলাদের চাষীরা লাভজনক একটি রপ্তানী পন্য চাষাবাদ
করতে পারবে ।
শুভেচ্ছা রইল

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।
- আপনি সম্ভবতো বাঁশ কোরলের কথা বলছেন। বাঁশ কোরল আমি একবার খেয়েছি। খুব খারাপ লাগেনি, আবার খুব ভালোও লাগেনি।
- বাংলাদেশের কোথাও এসপারাগাস চাষ হয়কিনা আমার জানা নেই। গুলশান ডিসিসি কাঁচাবাজারে আমি কয়েকবার এসপারাগাস বিক্রি হতে দেখেছি। তবে সেগুলি দেশে নাকি বিদেশে চাষ হয়েছে তা সঠিক জানি না। আপনি সঠিক বলেছেন, দেশে এখন নানান বিদেশী সবজী এবং ফুল বানিজ্যিক ভাবেই চাষ হচ্ছে।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৫

কবিতা ক্থ্য বলেছেন: দেশী কাঠবাদাম কি খাওয়া যায়?

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেশী কাঠবাদাম ফাঁটালে তার ভিরতে একটি শাশ থাকে। সেটি খাওয়া হয়। বেশ পুষ্টিকর। তবে বের করা একটু কঠিন।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫০

শেরজা তপন বলেছেন: বাকলের ছবিটা ভিন্নরকম!
আহা 'পানের-বরজ' কতদিন দেখি না :(

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- আমরা দেশের মানুষরাই খুব একটা দেখার সুযোগ পাইনা, আপনি তো অনেক দূরে থাকেন।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: গাছপালা আমার ভালো লাগে। আমার বন্ধু সাহেদ জামাল আমার চেয়ে বেশী গাছপালা পছন্দ করে। তাই সে রমনা পার্কে ঘন্টার পর ঘন্টা বসে থাকে।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেদিন দেখলাম সাহেদ জামাল রমনা একটি জলপাই গাছ থেকে ঝরে পরা রঙ্গিন পাতা কুড়াচ্ছে। একবার ভাবলাম কাছে গিয়ে কথা বলি। পরে ভাবলাম থাক, দরকার নেই। নিজের ভুবনেই বেচারা ভালো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.