নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ : বরফ কনা
অবিশ্বাস্য হলেও সত্যি এগুলি সব বরফ কনার ছবি!
ছবি : ফেসবুক
২ : স্ন্যাপিং কচ্ছপ
কর্দমাক্ত হ্রদের নীচে কয়েক সপ্তাহের ঘুম শেষে এই স্ন্যাপিং কচ্ছপটি (Snapping turtle) বের হয় এসেছে।
অনেক প্রজাতির কচ্ছপ শীতকালে পানির নিচে চলে যায়। কেউ কেউ আবার কাদার ভিতরে ঢুকে কয়েক মাসের জন্য শীত ঘুমে চলে যায়। এই প্রক্রিয়াটি আয়ত্ব করার চেষ্টা করে আসছে আমাদের বিজ্ঞানীরা অনেক বছর ধরেই।
ছবি : টিমোথি সি. রথ
৩ : মাঙ্কি ডাম্পলিং
শীত প্রধান দেশে যখন তাপমাত্রা কমে যায় তখন এই বিশেষ ধরনের লালমুখো বানরেরা তাদের নিজেদের শরীরের তাপে নিজেদের উষ্ণ রাখতে এইভাবে একত্রে জড়ো হয় বসে থাকে। এটাই মাঙ্কি ডাম্পলিং (Monkey Dumpling) নামে পরিচিতো।
ছবি : আলেকজান্ডার বোনেফয়
৪ : মাশরুম
দুনিয়াতে ১০,০০০ এরচেয়েও বেশি পরিচিত মাশরুম রয়েছে। দশ হাজার বেশ বড় একটি সংখ্যা তাতে কোনো সন্দে নেই। তবে মাইকোলজিস্টরা সন্দেহ করেন এই সংখ্যাটি প্রকৃত সংখ্যার একটি ভগ্নাংশ মাত্র!
ছবি : ফেসবুক
৫ : গলিয়াথ ব্যাঙ
গলিয়াথ ব্যাঙ (Goliath frog) গুলি পিচ্ছিল দৈত্য ব্যাঙ (giant slippery frog) নামেই বেশি পরিচিত। বিশ্বের বৃহত্তম পরিচিত ব্যাঙের প্রজাতি এটি। এর ওজন প্রায় ১০ পাউন্ড হতে পারে। এটি ক্যামেরুনে পাওয়া যায়।
ছবি : ফেসবুক
=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩, প্রকৃতির খেয়াল - ০৪, প্রকৃতির খেয়াল - ০৫
প্রকৃতির খেয়াল - ০৬, প্রকৃতির খেয়াল - ০৭, প্রকৃতির খেয়াল - ০৮
=======================================================================
২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- মানুষ কচ্ছপের শীত ঘুমের বিষয়টা শিখার চেষ্টা করছে। শিখে ফেললে অনেক কিছু হাতের মুঠয় চলে আসবে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো পোস্ট
২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
গেঁয়ো ভূত বলেছেন: তিন নাম্বারে বানরদের শীতের সময়ে সারভাইব করার কৌশল তা বেশ ভালো লেগেছে।
২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রকৃতি প্রতিটি প্রাণীকেই আত্মরক্ষার কৌশল শিখিয়ে দেয়।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৩
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
বড়ই অদ্ভুত এই প্রকৃতি! অবাক হওয়ার মতোই।
বরফের কৃষ্টালগুলো কেন এমন জ্যামিতিক প্যাটার্ণের হয় তার কিছু কেমেষ্ট্রি আছে। এক ভিডিও ক্লিপিংয়ে দেখেছিলুম ।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- বরফ কনার বিষয়টি আমি একটি পোস্ট হালকা করে লিখেছিম আগে।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৯
অপু তানভীর বলেছেন: কচ্ছপের মত এই রকম শীত নিদ্রা দিতে পারলে ভাল হত !
শীত থেকে রক্ষা পেতে অনেক প্রাণীই কিন্তু এই রকম শরীরের সাথে শরীরে চেপে থাকতে পছন্দ করে । বিড়াল জাতীয় প্রাণী গুলো বেশি এমন করে।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- বিড়াল জাতীয় প্রাণী গুলো কি দল বেধে থাকতে বেশী পছন্দ করে?
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ । ভালো লেগেছে
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০
মিরোরডডল বলেছেন:
স্ন্যাপিং কচ্ছপ আর মাঙ্কি ডাম্পলিং দুর্দান্ত লেগেছে ।
পাগলা এগুলো কোত্থেকে পায়
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফেসবুক থেকে পাই।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০
কামাল১৮ বলেছেন: প্রকৃতির খেয়াল শিরোনাম ভালো লেগেছে।অনেকে লেখে সৃষ্টি কর্তার খেয়াল।বিশেষ করে ফেসবুকে।নিচে কমেন্ট থাকে সোবহান আল্লাহ।
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনিও চাইলে সোবহান আল্লাহ লিখতে পারেন।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭
সোনাগাজী বলেছেন:
এসব সব সময় প্রকৃতিতে ছিলো ও আছে; আপনি এগুলোকে প্রকৃতির খেয়াল বলে আলাদা করছেন কেন?
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার সমস্যাটা কি সেইটাই মাঝে মাঝে আমি বুঝে উঠতে পারি না।
- আমি কি বলেছি এগুলি প্রকৃতিতে ছিলো না, আমার দাদা বা আমি এগুলি সৃষ্টি করেছি?
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
শেরজা তপন বলেছেন: প্রথম বরফ কণা নিয়ে কিছু প্রাক্টিক্যাল তথ্য দেই;
বরফপাতের সময় সুর্যালোক না হলে এমন ডিজাইন হয় না। আর সুর্যালোকে এই বরফকনাগুলোকে ঠিক ক্ষুদ্র তারকার মত লাগে- মনে হয় লক্ষ কোটি তারা খসে পড়ছে আকাশ থেকে। এই ধরনের বরফপাতের সময় আবহাওয়া দারুণ মনোরম থাকে। বরফের দেশের লোকেরা অপেক্ষা করে এমন বরফপাতের।
ওভারকোটে এমন কারুকার্যময় বরফকনা দেখে ভীষন আশ্চর্য হয়েছি তখন।
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বরফ কণা নিয়ে চমৎকার এই তথ্যটুকু শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। কখনো এমন দৃশ্য দেখার সুযোগ আমার হবে কিনা কে জানে!
১১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৪
শায়মা বলেছেন: আহা বরফের ফুল!!!
কচ্ছপটার পিঠের উপর কি বাগান হয়ে গেছে!!!
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আর কিছু দুন থাকলে হয়তো বাগানই হয়ে যেতো।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৫
জুল ভার্ন বলেছেন: ও এম জি! স্ন্যাপিং কচ্ছপ এক ভয়ংকর দর্শন প্রাণী!
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছুটা প্রাগৈতিহাসিক চেহারা বলা চলে।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি দেখে ভালো লেগেছে।
জীবনে এরকম একটা ছবি তুলতে পারলাম না। আফসোস।
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম আর তৃতীয় ছবিটি তুলতে পারলে চিত্ত মহিত হতো।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৩
নীলসাধু বলেছেন: চমৎকার পোষ্ট। প্রকৃতিতে আমি শান্তি পাই। এই পৃথিবীর যা কিছু নির্মল তা তার মাঝেই আছে।
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রকৃতিতে আমিও শান্তি পাই। তাইতো মাঝে মাঝেই চেষ্টা করি প্রকৃতির কাছে চলে যেতে।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০১
শূন্য সারমর্ম বলেছেন:
বরফের কণার সাহায্যে এমন শেইপ হয়েছে? নাকি কোনো শেইপের মাঝে কণা পড়ে এমন হয়েছে?
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বরফের কণার সাহায্যে এমন শেইপ হয়েছে বিষয়টা তা নয়। বরং এই শেইপগুলিই বরফের ক্ষুদ্র ক্ষুদ্র কণা। এদের বলে ice crystals বা স্ফটিক বরফ কণা।
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৬
কামাল১৮ বলেছেন: আগে আপনি সৃষ্টি কর্তার খেয়াল লিখুন।
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চাইলে সেটিও লেখা যায়। তবে কথা হচ্ছে যারা মাছে শরীরে, গাছের ডালের বিন্যাসে, গো-গোস্তের স্তরে, পাখির উড়ে যাওয়া আল্লাহর কেরামতি খুঁজে পায় আমি তাদের দলে নই।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৫১
সোহানী বলেছেন: কচ্ছপ আর মাশরুম দারুন লাগলো।
৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মতামত ও মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
বিটপি বলেছেন: ভয়ংকর সুন্দর প্রকৃতির খেয়াল। বিশেষ করে কচ্ছপটাকে দেখে টাস্কি খেয়েছি। এই কচ্ছপের কাছে মানুষের অনেক কিছু শেখার আছে।