নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শী-হাল্ক : অ্যাটর্নি অ্যাট ল (She-Hulk : Attorney at Law) একটি আমেরিকান টেলিভিশন মিনিসিরিজ যা মার্ভেল কমিকস-এর শী-হাল্ক চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) অষ্টম টেলিভিশন সিরিজ।
She-Hulk : Attorney at Law (Season-1 : Episode-1)
A Normal Amount of Rage
জেনিফার ওয়াল্টার্স, একজন প্রতিভাবান তরুণী আইনজীবী। একদিন তার ভাই ব্রুস ব্যানারের (Hulk) সাথে একটি গাড়ি দুর্ঘটনায় পরে। তখন ব্রুস ব্যানারের রক্ত জেনিফার ওয়াল্টার্সের কাটা অংশে পরে এবং তা তার শরীরে মিশে গিয়ে তাকে হাল্কের মতো শক্তিশালী করে দেয়।
ব্রুস ব্যানার তখন জেনিফার ওয়াল্টার্সকে মেক্সিকোতে তার একটি গোপন পরীক্ষাগারে নিয়ে যায়। যেখানে ব্রুস ব্যানার জেনিফার ওয়াল্টার্সকে তার নতুন ক্ষমতা নিয়ন্ত্রণ করতে প্রশিক্ষণ দেন। কিন্তু দেখা যায় জেনিফার ওয়াল্টার্স কোনো রকম সমস্যা ছাড়াই
অনায়াসে নিজের ক্ষমতার ব্যবহার করতে পারছে।
ব্রুস জেনিফারকে সব সময় একজন সুপারহিরো হয়ে থাকতে বলে। কিন্তু জেনিফার তাতে রাজি হয় না। জেনিফার তার স্বাভাবিক রূপে তার স্বাভাবিক জীবনেই ফিরে যেতে চায়। ব্রুস ব্যানার তাকে চলে যাওয়া থেকে ফেরাতে চেষ্টা করে। কিন্তু জেনিফার কোনো কথা না শুনে তার আইনজীবী কর্মজীবনে ফিরে যায়। তার এই গোপন ক্ষমতার কথা তার প্রিয় বান্ধুবী এবং সহকর্মী নিক্কি জানতো।
একদিন আদালতে একটি মামলা চলছিলো। জেনিফার সেটি জিতে যায়। ঠিক তখন সুপার পাওয়ারড ক্ষমতা সম্পন্ন টাইটানিয়া নামের একজন তরুণী আদলতের দেয়াল ভেঙ্গে হামলা করে। টাইটানিয়া সেখানে হামলা করে লোকজনকে আঘাত করতে গেলে জেনিফারের বান্ধুবী নিক্কি জেনিফরকে নিজের ক্ষমতা ব্যবহার করতে বলে। তখন জেনিফার নিজের হাল্কের রূপে রূপান্তরিত হয় এবং টাইটানিয়াকে পরাজিত করে।
এপিসোড এখানেই শেষ হয়। বাকি এপিসোডগুলির কাহিনী আগামীতে লিখবো।
২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, সেই হাল্কেরই বোন এই শী-হাল্ক। তবে হাল্ক আর এখন আগের মতো ইনক্রেডিবল নেই। এখন স্মাট-হাল্ক হয়ে গেছে। নিজের দোনো রূপের উপরে তার কন্ট্রল আছে। মানে সে এখন একই দেহে একই সাথে ব্রুস এবং হাল্ক।
২| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৯
সোনাগাজী বলেছেন:
আপনার বয়স ক্রমেই নীচের দিকে যাচ্ছে?
২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, যত সময় যাবে ততোই কমবে। যতদিন পর্যন্ত অকেজো হয়ে না যাচ্ছি তোতো দিন কমবে। আমি এখনো গোপাল ভাড়ের কার্টুনি দেখি, এনিমেটে্ড মুভি দেখি, গোয়েন্দা মুভি দেখি। কোনো সমস্য হয় না।
৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: গোপাল ভাঁড়ের কার্টুন আমার খুব প্রিয়। এই কার্টুনের প্রাকৃতিক দৃশ্যগুলিও চমৎকার।
২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আর আমার ছোট মেয়ে বেশ আগ্রহ নিয়েই দেখি গোপাল ভাড়ের কার্টুন।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৭
সোনাগাজী বলেছেন:
দেশে গোপাল ভাঁড় বাড়ছে
২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও কি তাদের একজন?
৫| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২১
সোনাগাজী বলেছেন:
আপনি এখনো গোপালে পরিণত হননি; আসলে, আপনি ও সত্যপথিক শ্যায়ানই বেশী একটিভ মানুষ।
২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সত্যপথিক শ্যায়ানই সম্পর্কে সঠিক জানি না। তবে আমি এ্যাক্টিভ মানুষ নই। বরং বেশ অলস মানুষ। কোনো কাজ কর্ম করি না। ইদানিং বাড়ি তৈরিতে নেমেছি বলে কিছুটা নড়াচড়া করছি। তা নইলে আমাকে মোটামুটি স্লথের সাথে তুলনা করতে পারেন।
৬| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: খুব সংক্ষিপ্ত বর্ণনা! আরও একটু বিস্তারিত লিখতে পারতেন।
২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এইটুকুই কাহিনী ভাইজান। আধঘন্টার মিনিসিরিজে এরচেয়ে বেশি কিছু দেয়া না।
৭| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: দেখি নি।
দেখন অবশ্যই।
অনেক গুলো মুভি আর টিভি সিরিজ জমে গেছে। দেখব দেখব করে দেখা হচ্ছে না।
২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি এই কয়দিনে প্রচুর দেখলাম। টিভি সিরিজের মধ্যে ব্যোমকেশ আর এই শী-হাল্ক, বাকিগুলি সব মুভি।
৮| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২
বিটপি বলেছেন: হাল্কের বোন শী হাল্ক, ব্ল্যাক প্যান্থারের বোন শী ব্ল্যাক প্যান্থার, সুপারম্যানের বোন সুপার গার্ল - এই সুপার পাওয়ার কেবল নিজের পরিবারের মধ্যেই রাখতে হয়? এর বাইরে ছড়িয়ে দেয়া যায়না?
২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাকিদের হিসাব জানি না, তবে হাল্কের হিসাবটা আলাদা। কারণ এখানে গামার এ্যাফেক্ট সবার পক্ষে সহ্য করা সম্ভব হয়। সকলের শরীর এই জিনিস নিতে সক্ষম হবে না। হাল্কের বোন হওয়াতে দুজরে চেনেটিক কিছু সুবিধা ছিলো।
৯| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩
অপু তানভীর বলেছেন: শী হাল্কের রিভিউ একেবারে ভাল না । এই কারণে এখনও দেখা শুরু করি নি । এই পর্বটার অর্ধেক পর্যন্ত দেখেছি । বাকি গুলো দেখবো কিনা বুঝতে পারছি না ।
২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সিরজটিতে সিরিয়াসনেস নেই। সবটাই হালকা। শী-হাল্কের এ্যাটিভিটি কম।
১০| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আমি এই কয়দিনে প্রচুর দেখলাম। টিভি সিরিজের মধ্যে ব্যোমকেশ আর এই শী-হাল্ক, বাকিগুলি সব মুভি।
আচ্ছা, বোমকেশ কি নতুন পর্ব? নাকি অঞ্জন দত্ত যেগুলো করেছেন সেগুলোই আবার নতুন করে করা হয়েছে?
২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অঞ্জনের নির্মাণ করা সবগুলি মুভি আমি দেখেছি। তবে হইচইয়ের গুলি ফাটিয়ে দিয়েছে। দুর্দান্ত হয়েছে।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোট বেলায় 'ইনক্রেডিবল হাল্ক' নামে একটা টিভি সিরিজ হত। নায়ককে কেউ আঘাত করলে বা উত্তেজিত করলে নায়ক বিশাল হাল্কে রূপান্তরিত হতো কয়েক মিনিটের জন্য। গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেটে যেত এবং নায়কের পড়নে শুধু লেংটি থাকতো। কখনও নায়কের লেংটি ফাটে নাই অবশ্য।
আপনার সিরিজের সাথে কিছু মিল আছে মনে হয়। ধন্যবাদ রেভিউয়ের জন্য।