নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জমিদার বাড়ি দর্শন : ০০৪ : আমিনপুর ঠাকুর বাড়ি

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬

বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে জমিদার বাড়িগুলি। এই জমিদার বাড়িগুলি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।

নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, পোদ্দার বাড়ি, বনিক বাড়ি, বাবুর বাড়ি, ঠাকুর বাড়ি, কুঠি বাড়ি, কাচারি বাড়ি, চৌধুরী বাড়ি সহ শত-শত পুরনো বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। আমার দেখা সেই সমস্ত বাড়িগুলি আমি একে একে শেয়ার করবো এখানে।


আমিনপুর ঠাকুর বাড়ি

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পানাম নগরের ঠিক উত্তর পাশে আমিনপুর খেলার মাঠ পেরিয়ে উত্তর দিকে আরো কিছুটা পথ এগিয়ে গেলে সামনে বড় বড় আম-কাঠালের গাছ ও ঝোপ-ঝারের আড়ালে চোখে পরবে একটি বেশ পুরনো বনেদি বাড়ি। বাড়িটি ঠাকুর বাড়ি বা আমিনপুর ঠাকুর বাড়ি নামে পারিচিত। এই ঠাকুর যে কোন ঠাকুর, তার নাম কি, তিনি কবে কখন এই বাড়িটি নির্মাণ করেছেন, সেইসব কোনো তথ্যই আমার জানা নেই।
















আমার বড় কন্যা সাইয়ারা গ্রুপ-লিডার সাজ্জাদ ভাইয়ের সাথে।

আমার মনে হয় বাড়ির লোকজনের সাথে কথা বলা গেলে কিছু তথ্য হয়তো জানা যেতেও পারে। তবে বাড়ির লোকজনের সাথে চেষ্টা করেও তখন কথা বলা যায়নি। বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিলো না। মহিলারা কেউ কথা বলতে আসে নি। সম্ভবতো বাড়ির মালিকানা নিয়ে কিছু ঝামেলা আছে যেমনটা এমন পুরনো বাড়িতে থাকে সচারাচর। সেই জন্য তারা বাহিরের লোকদের কিছু সন্দেহের চোখে দেখে অভ্যস্ত এবং এড়িয়ে চলাই নিরাপদ মনে করে। ফলে বাড়ি সম্পর্কে কোনো তথ্যই আমি জোগাড় করতে পারি নাই।





















পুরনো জীর্ণশীর্ণ বাড়িটিতে এখনো লোকজন কি করে বসবাস করে সেটি একটি বিস্ময়। দ্বিতল এই বাড়িটির অবস্থা অতি করুন। জড়াজীর্ণ বাড়ির চার পাশের প্রাচীর ভেঙ্গে পরেছে অনেক বছর আগেই। শুধুকি প্রাচীর! বাড়ির অনেকটা অংশই ভেঙ্গে গেছে। বাড়িটির ভিতরে বাড়ির সাথেই লাগোয়া একটি কারুকাজময় দৃষ্টিনন্দন মন্দির ছিলো এককালে। আজ সেটির অবস্থা অতি করুন। উপরের ছাদের কোনো অস্তিত্ব নেই। বিগ্রহের চিহ্ন নেই। অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছে। কালের প্রবাহে জীর্ণ এই বাড়িটি আর কতদিন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কে জানি!!













আমার বড় কন্যা সাইয়ারা





ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
অবস্থান : আমিনপুর, পানাম নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°39'31.3"N 90°36'13.2"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/DPawsVHh5qWf8Tan7
তথ্য সূত্র ও বর্ণনা : নিজ।
ছবি : নিজ।




=================================================================
আরো দেখুন -

জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি

বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭
=================================================================

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:


ছবি আসেনি।

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো বিন্দাস ছবি দেখতে পাচ্ছি। আপনি আবার ট্রাই করেন।

২| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



সোনার গাঁ কি এখনো উন্নত এলাকা?

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগের তুলনায় সেটি বলা চলে না।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩৫

কামাল১৮ বলেছেন: বিসমিল্লাহ বলে ছবি দেন।কোথায় একটা সমস্যা সকাল থেকেই চলছে।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো বিসমিল্লাহ বলা ছাড়াই ছবি দেখতে পাচ্ছি। আপনি আরেকবারকি চেষ্টা করে দেখবেন?

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: এই ধরণের পুরনো স্থাপনা দেখলেই আমার মনে সাপের ভয় ঢুকে যায়।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি সাপকে প্রচন্ড ভয় পাই। তবে এই সব স্থাপনায় ঢুকার সময় সেইসব মনে থাকে না।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো কথা, আপনি কি ছবি দেখতে পাচ্ছেন?

৫| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬

অপু তানভীর বলেছেন: পুরানো জমিদার বাড়ি সব সময় আমাকে টানে খুব । এতো কাছাকাছি থেকেও আমি এখনই এই জায়গাতে যাই নি । অথচ দেশের একেবারে শেষ প্রান্তে ঘুরে এসেছি । দেখা যাবে ঢাকা ছাড়ার পরেও যাওয়া হয় নি এখানে ।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভাই ঐ এলাকায় জাদুঘর আর পানাম নগর ছাড়াও আর অনেকগুলি পুরনো স্থাপনা আছে। সেগুলির খবর অনেকেই রাখেন না। যদি কখনো যেতে চান আমাকে জানিয়েন। আমি অন্যগুলির লোকেশন আপনাকে বলে দিবো।

- আপনি কি ছবি দেখতে পাচ্ছেন?

৬| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরানো জমিদার বাড়ি দেখলেই একটা অদ্ভুত অনুভূতি হয়।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাকে খুব আকর্ষণ করে। আহা, যদি আমার এটি থাকতো।
আপনি কি ছবি দেখতে পাচ্ছেন?

৭| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: প্রথমবার দেখতে পাচ্ছিলাম না । দুইবার রিফ্রেশ করার পরে ছবি এসেছে ।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাহলে আশা করা যাচ্ছে এখন সকলেই ছবি দেখতে পাবেন। ধন্যবাদ আপনাকে।

৮| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: আমি ছবি দেখতে পাচ্ছি।
কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, আপনার এই সিরিজটা আমার ভাল লাগে। আমি উপভোগ করি।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি দেখা যাচ্ছে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
- এই সিরিজটি আপনার ভালো লাগে জেনে খুশী হলাম। এই সিরিজে কয়েক শতাধীক বাড়ি আসবে আগামীতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.