নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশ্রমে লালু-ভুলু কি করে আসলো সেই কাহিনী আগেই জনিয়েছি আমি। নিষ্ঠুরতার চরম পরিচয় দিয়ে কোনো এক ব্যক্তি লালুসহ ৭টি কুকুর ছানাকে আশ্রমের পাশে ফেলে গিয়েছিলো। ওরা মায়ের দুধের অভাবে এবং বাইরের খাবার না খেতে পারার কারণে ধীরে ধীরে ৬ জন মারা যায়। শেষ পর্যন্ত শুধু লালু বেঁচে যায়। লালুর খেলার সঙ্গী হিসেবে পরে ভুলুকে নিয়ে আসা হয় আশ্রমে। দুজনের মাঝে খুবই ভাব। খেলার ছলে দুজনে মারামারি শুরু করে। লালু ভুলের চেয়ে বয়স এবং আকারে কিছুটা বড় বলেই বোধহয় ভুলুকে কিছুটা লাই দিয়ে নিজে হেরে যাওয়ার ভান করে লালু। ইদানিং দুজনে ড্রাইকেকের ভক্ত হয়েছে। আগে টোস্ট বিস্কুট খেতো, এখন আর টোস্ট ওদের রোচেনা মুখে। ড্রাইকেক পেলে ঝাপিয়ে পরে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপাততো আসবে না। এই দুজনেই বেশ জমিয়ে রেখেছে।
২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮
সোনাগাজী বলেছেন:
২টি ভাগ্যবান কুকুর।
আপনি জানেন কিনা, হেসিডিক ইহুদীরা কুকুর পালন করেনা।
২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হেসিডিক ইহুদী কি জিনিস সেটাই আমি জানি না। তাদের কুকুর পালন না করা সম্পর্কে কিছু জানার প্রশ্নই আসে না।
- তা, ওরা কি কারণে কুকুর পালন করে না?
৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯
শেরজা তপন বলেছেন: ভুলকে লালুর মত ডগ-কলার পরানোর কথা ছিল- কই?
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছোট মেয়ে নিজে হাতে ভুলুর গলায় পরাবে বলে আমাদের হাতে সেটি দেয়নি। কয়েকদিন পরে ও নিজে আশ্রমে গিয়ে পরাবে।
৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪
অপু তানভীর বলেছেন: কুকুর থেকে বিড়াল পছন্দ বেশি । আশ্রমে কয়েকটা বিড়াল রাখিয়েন ।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখনো পর্যন্ত কোনো বেড়াল আশ্রমে নেই। দেখা যাক আগামীতে হয়তো আসতেও পারে।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০
শূন্য সারমর্ম বলেছেন:
বেশ মজায় সময় কাটাচ্ছে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, দুজনে বেশ খেলাধুলার মধ্যেই থাকে। বড় গাড়লের কাছে গিয়ে বিটলামি করলেই দাবড়ানি খায়।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: লালু ভুলুর বাকি জীবন আনন্দ একাটবে এটা পরিস্কার বুঝা যাচ্ছে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- লালু এখনই অপরিচিতো লোকের আনাগোনা দেখলেই হাক দেয়। অর্থাৎ অলরেডি কাজে লেগে গেছে। আশা করছি বাকি সময়ে পুরপুরি কাজ বুঝে নিবে। কাজ বুঝে নিলেই আনন্দে থাকবে।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৫
ফ্রেটবোর্ড বলেছেন: আশ্রমে দত্তক নেয়া লালু ভুলুর ২ পর্ব পড়ে বেশ মজা পেলাম।
আমিও দত্তক নেয়ার চেষ্টা করেছি কয়েক বার কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি।
২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ওদের ট্রেনিং দিতে হয়। পটি করার ট্রেনিং, খাবারে মুখ না দেয়ার ট্রেনিং, মুরগির ছানা না ধরার ট্রেনিং, ঘরে না ঢোকার ট্রেনিং.... তারপরে কিছুটা নিয়ন্ত্রণে থাকে।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৭
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন:
- হেসিডিক ইহুদী কি জিনিস সেটাই আমি জানি না। তাদের কুকুর পালন না করা সম্পর্কে কিছু জানার প্রশ্নই আসে না।
-হেসিডিক ইহুদীদের সাথে আরব মুসলিমদের মিলআছে কিছুটা।
২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবার একেবারে জলের মতো পরিষ্কার বুঝে ফেলেছি। সম্ভবতো অন্য পাঠকেরার আমার সাথেই বুঝে নিয়েছেন।
৯| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
অবোধ প্রানীর অবুঝ আত্মীয়তা।
দু'পেয়ে প্রানী মানুষ কেন ওদের মতো হয়না !!!!!
অপূর্ব সব মূহুর্তের ছবি। ছোট মেয়েকে আশ্রমে নিয়ে যান তাড়াতাড়ি। লাল ডগ-কলারটি দেখতে চাই ভুলুর গলায়।
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- আশা করছি কয়েকদিনের মধ্যেই ভুলু তার লাল ডগ-কলারটি পেয়ে যাবে।
১০| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: আশ্রম থেকে যেন বছরে অনেক টাকা আয় হয় সেদিকেও কিছু নজর দিয়েন।
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক টাকা আয় করতে হলে অনেক টাকা ইনভেস্টও করতে হয়। সময় দিতে হয়। যা আমাদের নেই। তাছাড়া আগেও বলেছি আশ্রম প্রফেশনালী কিছু ইন্তা ভাবনা করে তৈরি হয়নি। আশ্রম পরিচালনার খরচটুকু শুধু আশ্রম থেকে বের হয়ে এলেই আমরা তুষ্ট।
১১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭
কালো যাদুকর বলেছেন: এরা বেশ ভাল আছে মনে হচ্ছে। নিয়মিত আপডেট করেন।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, ওরা ভালই আছে। নিয়মিত আপডেট পাবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: তা আশ্রমে দোলগোবিন্দ কবে আসবে?